Belghoria Shootout: ভরদুপুরে বি টি রোডের উপরে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে পর পর গুলি! এবার বেলঘরিয়ায় বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব

বেলঘরিয়া: কলকাতার মির্জা গালিব স্ট্রিটের পর এবার বেলঘরিয়ার রথতলা৷ ভরদুপুরে ব্যস্ত বি টি রোডের উপরে ব্যবসায়ীর গাড়ি ঘিরে ধরে পর পর গুলি চালাল দুষ্কৃতীরা৷ ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ যদিও এই ঘটনায় কেউই হতাহত হননি৷ গুলি চালিয়ে পালিয়েও যায় অভিযুক্তরা৷ ঘটনাস্থলে পৌঁছেছে বেলঘরিয়া থানার পুলিশ৷

গতকাল রাতেই পার্ক স্ট্রিটের কাছে মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর ঘটনা ঘটে৷ এর পর বারো ঘণ্টা কাটতে না কাটতেই আরও বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডবের সাক্ষী থাকল বেলঘরিয়ার রথতলা মোড় এলাকা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুপুরে রথতলা মোড়ের মতো ব্যস্ত এবং জনবহুল এলাকায় আচমকাই একটি দামি কালো গাড়িকে ঘিরে ধরে দুটি বাইকে করে আসা জনা পাঁচেক দুষ্কৃতী৷ তার পরই গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে তারা৷ অন্তত ৫ থেকে ৮ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ৷

আরও পড়ুন: কলকাতায় শ্যুটআউট! মাঝ রাতে পার্ক স্ট্রিটের কাছে গুলিবিদ্ধ যুবক, আতঙ্কে কাঁটা এলাকাবাসী

দিনে দুপুরে এই ঘটনায় ওই এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়৷ ভয়ে ছোটাছুটি শুরু করেন পথচারী এবং সাধারণ মানুষ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ৷

প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম অজয় মণ্ডল৷ তিনি সোদপুর এলাকার বাসিন্দা৷ আগরপাড়া, সোদপুর অঞ্চলে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত তিনি৷ তাঁর নিজস্ব গাড়ির শো রুম রয়েছে৷ এ দিন কলকাতা থেকে বি টি রোড ধরে বাড়ির দিকে ফিরছিলেন তিনি৷ ওই ব্যবসায়ীর গাড়িটি রথতলা মোড়ে পৌঁছতেই হামলা চালায় দুষ্কৃতীরা৷ গাড়িতে গুলির একাধিক দাগও পাওয়া গিয়েছে৷

যে জায়গায় এই ঘটনা ঘটে, তার পাশেই রয়েছে বিধায়ক মদন মিত্রের অফিস৷ বেলঘরিয়া থানার দূরত্বও এক কিলোমিটারের কম৷ দিনে দুপুরে দুষ্কৃতীদের এমন বেপরোয়া মনোভাবে আতঙ্কিত এলাকাবাসী৷ তবে কী কারণে ওই ব্যবসায়ীর উপরে হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়৷ ব্যবসায়ীর সঙ্গে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েকদিন ধরেই তোলা চেয়ে ওই ব্যবসায়ীকে হুমকি দিচ্ছিল  টিটাগড় এলাকার কিছু দুষ্কৃতী৷ অভিযুক্তদের খোঁজে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ৷

সহ প্রতিবেদন- সুবীর দে