শিয়ালদহ, নবান্নে খুলল কন্ট্রোল রুম!

Kanchanjunga Express Accident: হাড়হিম দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস! শিয়ালদহ, নবান্নে খুলল কন্ট্রোল রুম! নোট করে নিন নম্বর

কলকাতা: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সকাল ন’টা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে একটি মালগাড়ি পিছন থেকে এসে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তাতেই মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় বগি। উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। ঘটনায় বেলাইন হয়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দু-দুটি কামরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে বলে রেলসূত্রে জানা যাচ্ছে। তবে আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের যোগাযোগে ও সম্পর্কে খোঁজ খবর নিতে নবান্ন ও শিয়ালদহতে ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পলাইন। মুখ্যসচিব জানিয়েছেন, “নবান্নে চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। দার্জিলিং জেলা ও উত্তর দিনাজপুর জেলায় চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। এছাড়া আমরা সব হাসপাতালগুলিকে অ্যালার্ট করেছি। এটি একটা বড় দুর্ঘটনা যা খবর আসছে আমাদের কাছে। স্থানীয় বিডিও, এসডিও সবাই পৌঁছেছেন”।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা চরম ‘হাঁসফাঁস’! সোম থেকে শুক্র কী হতে চলেছে দক্ষিণবঙ্গে? বর্ষা নিয়ে কী আপডেট? সতর্ক করল আইএমডি

রেলসূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই হেল্প ডেস্ক খোলা হয়েছে শিয়ালদহ স্টেশনে।
শিয়ালদহ হেল্পলাইন নম্বর: – ০৩৩২৩৫০৮৭৯৪ / ০৩৩২৩৮৩৩৩২৬

রেলসূত্রে পরিস্থিতির আপডেট দিয়ে জানানো হয়েছে, নিউ জলপাইগুড়ির কাছে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন থেকে আসা একটি মালগাড়ির সংঘর্ষের ঘটনায় শিয়ালদহ স্টেশনে একটি বিশেষ হেল্পলাইন বুথ স্থাপন করা হয়েছে৷

হেল্পলাইন নম্বরগুলি হল:- ০৩৩২৩৫০৮৭৯৪, 033-২৩৮৩৩৩২৬।

আরও পড়ুন: জলের দরে বরফ ঠান্ডা..! বাড়িতে লাগিয়ে ফেলুন সেন্ট্রাল এয়ার কন্ডিশনার! 1BHK থেকে 3BHK কোন ফ্ল্যাটে কত খরচ? জানুন রেট

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য বা সহায়তা চাইলে যাত্রীরা এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন।

যাত্রীদের আরও সহায়তা দেওয়ার জন্য নৈহাটি স্টেশনে একটি অতিরিক্ত সহায়তা ডেস্কও স্থাপন করা হচ্ছে। নৈহাটিতে হেল্পলাইন নম্বর:-

নৈহাটি স্টেশনে Rly. নং ৩৯২২২।

নৈহাটি স্টেশনের হেল্পলাইন: বিএসএনএল নম্বর ০৩৩-২৫৮১২১২৮।

রেলের তরফে জানানো হয়েছে শিয়ালদহ শাখা ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলা করতে এবং দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের পরিবার পরিজনদের আশ্বস্ত করে জানিয়েছে এই ঘটনায় দ্রুত পরপর আপডেট দিতে থাকবে রেল।