লাল চন্দন (ছবি সৌজন্য - ইন্টারনেট)

Skin Care: ফুটফুটে হবে আপনার মুখ! ত্বকের পরিচর্যায় ব্যবহার করুন লাল এই গুঁড়ো, স্কিনে ম্যাজিক হবে

*ত্বকের পরিচর্যায় চন্দনের ব্যবহার হয়ে আসছে আদি সময় থেকেই। তবে বাজারে এই লাল চন্দন খুব সহজে না পাওয়া গেলেও অনলাইনে এই চন্দন খুব সহজেই পাওয়া যায়।
*ত্বকের পরিচর্যায় চন্দনের ব্যবহার হয়ে আসছে আদি সময় থেকেই। তবে বাজারে এই লাল চন্দন খুব সহজে না পাওয়া গেলেও অনলাইনে এই চন্দন খুব সহজেই পাওয়া যায়।
*অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক সুখদেব শর্মা জানান, বেশ কিছু উপায় মেনে এই লাল চন্দন ব্যবহার করা যেতে পারে। তবে শুধু এই চন্দন ব্যবহার করলে তার উপকার পাওয়া যাবে না।
*অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক সুখদেব শর্মা জানান, বেশ কিছু উপায় মেনে এই লাল চন্দন ব্যবহার করা যেতে পারে। তবে শুধু এই চন্দন ব্যবহার করলে তার উপকার পাওয়া যাবে না।
*ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা অনেকের আছে। এর থেকে মুক্তি পেতে লাল চন্দনের গুঁড়োয় কয়েক ফোঁটা নারকেল তেল মেশাতে হবে। মিশ্রণটি মেখে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেই উপকার মিলবে।
*ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা অনেকের আছে। এর থেকে মুক্তি পেতে লাল চন্দনের গুঁড়োয় কয়েক ফোঁটা নারকেল তেল মেশাতে হবে। মিশ্রণটি মেখে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেই উপকার মিলবে।
*ত্বক টান টান করতে চাইলে লাল চন্দনের গুঁড়োর সঙ্গে পাকা কলা মিশিয়ে ফেস প্যাক বানাতে হবে। প্যাকটি মুখে মেখে পনেরো মিনিট রেখে ধুতে হবে। নিয়ম করে এই প্যাক ব্যবহার করলে অল্প দিনেই উপকার মিলবে।
*ত্বক টান টান করতে চাইলে লাল চন্দনের গুঁড়োর সঙ্গে পাকা কলা মিশিয়ে ফেস প্যাক বানাতে হবে। প্যাকটি মুখে মেখে পনেরো মিনিট রেখে ধুতে হবে। নিয়ম করে এই প্যাক ব্যবহার করলে অল্প দিনেই উপকার মিলবে।
*স্পর্শকাতর ত্বকের জন্য এক চামচ লাল চন্দনের গুঁড়োর সঙ্গে আধ কাপ পাকা পেঁপে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ একেবারে স্ক্রাবারের মতন কাজ করবে। মৃতকোষ দূর করে ত্বকের হারানো উজ্বলতা ফিরিয়ে আনবে।
*স্পর্শকাতর ত্বকের জন্য এক চামচ লাল চন্দনের গুঁড়োর সঙ্গে আধ কাপ পাকা পেঁপে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ একেবারে স্ক্রাবারের মতন কাজ করবে। মৃতকোষ দূর করে ত্বকের হারানো উজ্বলতা ফিরিয়ে আনবে।