কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পর ছবি

Kanchenjunga Accident: মাথা ফেটে গেল একরত্তির, তাকে বাঁচাতে গিয়ে আহত মা-ও… গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন অভিশপ্ত ট্রেনের যাত্রী

কোচবিহার:  সোমবার সকালে উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে৷ পিছন থেকে মালগাড়ির সজোর ধাক্কায় লাইনচ্যূত হয়ে যায় ট্রেনের একাধিক কামরা৷ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ৮ জনের মৃত্যুর খবর এসেছে৷ আশঙ্কা করা হচ্ছে, দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে৷ আহতের সংখ্যা ৬০-এরও বেশি৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷

যাত্রীরা নিশ্চিন্তেই বসেছিলেন ট্রেনের ভেতর। সিগন্যাল না পেয়ে ট্রেন থামে রাঙাপানি স্টেশন থেকে কিছুটা দূরে। আচমকাই তীব্র ঝাঁকুনি উপলব্ধি করেন ট্রেনের ভেতর থেকে যাত্রীরা। সকলেই শুনতে পান বিকট এক আওয়াজ। মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখেন একটি মাল বোঝাই ট্রেন এসে সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। পিছন দিক থেকে ধাক্কা মারার কারণে পেছনের কামরা উঠে যায় মাল বোঝাই ট্রেনের ইঞ্জিনের উপর। পিছনে থাকা দুটি কামরা রীতিমতো দুমড়ে মুচড়ে যায়।

এই ট্রেনে যাত্রা করছিলেন কোচবিহারের  অমিত বণিক।  জানাচ্ছেন ভয়ঙ্কর উপলব্ধির কথা, দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই এক তীব্র ঝাঁকুনি । কামরায় থাকা এক ছোট্ট শিশুর মাথা ফেটে যায়। শিশুটিকে বাঁচাতে গিয়ে তাঁর মা আহত হন। দ্রুত আহত এবং গুরুতর আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। তবে সেই বিভীষিকা ভোলা যায়নি এখনও।

আরও পড়ুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ৮, পিষে মর্মান্তিক মৃত্যু চালক-গার্ডের, আরও বাড়বে মৃতের সংখ্যা?

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা কবলিত তিনটে বগি গ্যাস কাটারের মাধ্যমে কেটে রেলের বাকি বগি-সহ যাত্রীদের নিয়ে নিরাপদেই শিয়ালদহের উদ্দেশে রওনা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। সাময়িকভাবে দূরপাল্লার ট্রেনের চলাচল থেমে গেলেও পুনরায় স্বাভাবিক হচ্ছে রেলযাত্রা। কলকাতা-শিলিগুড়িগামী দূরপাল্লার রেলগুলিকে ঘুরপথে শিলিগুড়ি জংশন অবধি পৌঁছনোর একটা সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি, আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে সকাল থেকেই ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। ঘটনাস্থলে আসবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবারদের ২.৫ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে এখনও পর্যন্ত জানানো হয়েছে।