ত্বকের যত্ন । প্রতীকী ছবি ।

Skin Care: ত্বক উজ্বল করতে ঘরোয়া এই জিনিস ব্যবহার করছেন? আজই বন্ধ করুন! নচেৎ কিছুদিনেই সর্বনাশ

*ত্বকের সমস্যা সমাধানে ঘরোয়া টোটকার উপরে ভরসা করেন অনেকেই। তবে এই সব ঘরোয়া টোটকায় ব্যবহার সব জিনিস সকলের ত্বকের পক্ষে উপযুক্ত নয়। এই সব টোটকা মেখে অনেকেরই মুখে সমস্যা দেখা দেয়।
*ত্বকের সমস্যা সমাধানে ঘরোয়া টোটকার উপরে ভরসা করেন অনেকেই। তবে এই সব ঘরোয়া টোটকায় ব্যবহার সব জিনিস সকলের ত্বকের পক্ষে উপযুক্ত নয়। এই সব টোটকা মেখে অনেকেরই মুখে সমস্যা দেখা দেয়।
*চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নাজমুল হোসেন জানান, দেহের ও মুখের ত্বকের মধ্যে পার্থক্য রয়েছে। আলাদা আলাদা মানুষের ত্বক আলাদা রকম সংবেদনশীল। তাই বেশকিছু জিনিস ব্যবহার দেখে করা ভাল।
*চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নাজমুল হোসেন জানান, দেহের ও মুখের ত্বকের মধ্যে পার্থক্য রয়েছে। আলাদা আলাদা মানুষের ত্বক আলাদা রকম সংবেদনশীল। তাই বেশকিছু জিনিস ব্যবহার দেখে করা ভাল।
*মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগিয়ে থাকেন অনেকেই। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের পিএইচের সমতা নষ্ট করে দেয়। ফলে ত্বক স্পর্শকাতর হয়ে পড়ে। ফলে অ্যালার্জি সমস্যা বেড়ে যেতে পারে।
*মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগিয়ে থাকেন অনেকেই। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের পিএইচের সমতা নষ্ট করে দেয়। ফলে ত্বক স্পর্শকাতর হয়ে পড়ে। ফলে অ্যালার্জি সমস্যা বেড়ে যেতে পারে।
*ব্রণর উপদ্রব দূর করতে ঘরোয়া টোটকা হিসাবে অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন। বেকিং সোডার সঙ্গে টুথপেস্ট মিশিয়ে ব্রণর উপর লাগান অনেকে। তবে এই টোটকায় ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়।
*ব্রণর উপদ্রব দূর করতে ঘরোয়া টোটকা হিসাবে অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন। বেকিং সোডার সঙ্গে টুথপেস্ট মিশিয়ে ব্রণর উপর লাগান অনেকে। তবে এই টোটকায় ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়।
*শরীরের অন্যান্য অংশের চামড়া মুখের তুলনায় বেশিই খসখসে। তাই মুখে মাখার ক্রিমের চাইতে বডি লোশন একটু বেশিই ঘন হয়। ফলে বডি লোশন মুখে মাখলে ত্বকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে অনেকক্ষেত্রে।
*শরীরের অন্যান্য অংশের চামড়া মুখের তুলনায় বেশিই খসখসে। তাই মুখে মাখার ক্রিমের চাইতে বডি লোশন একটু বেশিই ঘন হয়। ফলে বডি লোশন মুখে মাখলে ত্বকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে অনেকক্ষেত্রে
*ফাটা ঠোঁট থেকে ফাটা গোড়ালিতে অনেকেই পেট্রোলিয়ম জেলি লাগান। কিন্তু মুখের চামড়ায় যদি ফাটল ধরে। সেক্ষেত্রে ভুলেও পেট্রোলিয়ম জেলি মাখা উচিত নয়। এতে ত্বকের সমস্যা আরও বেড়ে যায়।
*ফাটা ঠোঁট থেকে ফাটা গোড়ালিতে অনেকেই পেট্রোলিয়ম জেলি লাগান। কিন্তু মুখের চামড়ায় যদি ফাটল ধরে। সেক্ষেত্রে ভুলেও পেট্রোলিয়ম জেলি মাখা উচিত নয়। এতে ত্বকের সমস্যা আরও বেড়ে যায়।
*গায়ে মাখার সাবান মুখের ত্বকের জন্য অনেকটাই ক্ষতিকর। এই ধরনের সাবানের মধ্যে ক্ষারের পরিমাণ বেশি থাকে। যা ত্বক অতিরিক্ত শুষ্ক করে দেয়। তাই এই ধরনের সাবান মুখে মাখা একেবারেই উচিত নয়।
*গায়ে মাখার সাবান মুখের ত্বকের জন্য অনেকটাই ক্ষতিকর। এই ধরনের সাবানের মধ্যে ক্ষারের পরিমাণ বেশি থাকে। যা ত্বক অতিরিক্ত শুষ্ক করে দেয়। তাই এই ধরনের সাবান মুখে মাখা একেবারেই উচিত নয়