জমা জল পেরিয়ে যাতায়াত

Water Logging Problem: জলে ভাসছে চিলাখানার শিঙ্গিমারি, প্রবল বৃষ্টিতে নাওয়া-খাওয়া বন্ধ

কোচবিহার: গত বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে কোচবিহারে। এই টানা বৃষ্টিতে রীতিমত ফুলে ফেঁপে উঠেছে সমস্ত নদী। এছাড়াও বৃষ্টিপাতের কারণে বহু লোকালয়ে জল জমে গিয়েছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। জমা জলে ভাসছে চিলাখানার শিঙ্গিমারি এলাকা।

বর্ষায় অতিরিক্ত বৃষ্টি হলেই এই শিঙ্গিমারি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এই সমস্যা নিয়ে বহুবার অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এলাকার এক স্থানীয় বাসিন্দা শাজাহান মিঁয়া জানান, এই এলাকার জল জমার সমস্যা নতুন নয়। বর্ষাকাল এলেই একদিকে বৃষ্টির জল, অপরদিকে নদীর জল দুইয়ে মিলে অবস্থা একেবারে ভয়াবহ আকার ধারণ করে। নোংরা জমা জল একেবারে ঘরে ঢুকে পড়ার উপক্রম হয়।

আর‌ও পড়ুন: মোষকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পুলকার

এলাকার আরেক স্থানীয় বাসিন্দা আমিনা বিবি জানান, প্রতিবছর বর্ষা নামলেই বিপুল পরিমাণ জল জমে যায় এলাকায়। দীর্ঘ সময় ধরে এলাকায় কোনও সঠিক জল নিকাশির ব্যবস্থা নেই। ফলে জল নামতে চায় না। উল্টে নদী থেকে ঘোলা জল এসে এলাকায় উপস্থিত হয়। কারণ নদীর অধিকাংশ জায়গায় সঠিকভাবে বাঁধ দেওয়া নেই। ফলে দু’দিকের চাপে ভোগান্তি চরমে ওঠে এলাকাবাসীদের। ঘরের ভেতরে পর্যন্ত জল ঢুকে নাওয়া-খাওয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।

গোটা বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েত স্তরের কর্মকর্তাদের প্রশ্ন করা হয়েছিল। তাঁরা জানিয়েছেন, এই সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জল না কমা পর্যন্ত কোনও প্রকার ব্যবস্থা করা সম্ভব নয়। ফলে আপাতত কষ্টের মধ্যেই দিন কাটাতে হবে গ্রামবাসীদের।

সার্থক পণ্ডিত