Local News: তবে কি রাস্তায় দাপাদাপির দিন শেষ? টোটো নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের

বারাসত মোটর ভেহিকেলস দফতর ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এদিন বারাসাতের প্রাণকেন্দ্র চাপাডালি মোড়ে অনিয়ন্ত্রিত টোটোর ক্ষেত্রে লাগাম টানতে বিশেষ কর্মসূচির গ্রহণ করল। জানা যায়, আরটিও দফতর ও বারাসাত থানার পুলিশ এদিন রাস্তায় নেমে পথ চলতি টোটো চালকদের দাঁড় করিয়ে স্থানীয় প্রশাসনের তরফ থেকে দেওয়া কিউআর কোড পরীক্ষা করে দেখা হয়। সেখানেই যে সমস্ত টোটোর কিউআর কোড নেই, তাদের রীতিমতো সিজ করা হয় গাড়ি। প্রশাসনের উচ্চতর কর্তৃপক্ষের তরফ থেকে বারাসাতে ক্রমে বেড়ে চলা অনিয়ন্ত্রিত টোটো চালকদের লাগাম টানতে কিউআর কোড চালু করা হয়েছিল। বারাসাত এলাকায় বিভিন্ন রুটে চলাচল করা টোটোর গায়ে নির্দিষ্ট কিউআর কোড লাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও দেখা যায় ক্রমেই জেলা সদর শহরে কিউআর কোড বিহীন টোটোর রমরমা বাড়তে থাকে। বিভিন্ন মাধ্যম থেকেই সেই অভিযোগ জমা পড়ছিল প্রশাসনের কাছে। এদিন তাই বিশেষ কর্মসূচি হিসেবে প্রশাসনের তরফে এই নজরদারি চালানো হল বারাসাত শহরে। তবে এদিন হঠাৎই এমন নজরদারির ফলে সমস্যায় পড়লেন টোটো চালকরাও।