Andriod Phone: ফোনে কোনও বাড়তি টেনশেন নেই! স্মার্টফোন ব্যবহার করবেন অনায়াসে, বাবা-মাকে এই ৫টি টিপস শিখিয়ে দিন

স্মার্টফোন আজ জীবনের অঙ্গ। উঠতে বসতে দরকার পড়ে। কিন্তু বাড়ির দাদু-ঠাকুমারা আজও স্মার্টফোন ব্যবহারে অতটা সড়গড় নন। বারবার হোঁচট খান। তবে টেক্সট সাইজ বাড়ানো থেকে শুরু করে নেভিগেশন বাটনের সঠিক ব্যবহারের মাধ্যমে সিনিয়র সিটিজেনরাও খুব সহজেই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এখানে রইল সেরকমই কিছু টিপস।
স্মার্টফোন আজ জীবনের অঙ্গ। উঠতে বসতে দরকার পড়ে। কিন্তু বাড়ির দাদু-ঠাকুমারা আজও স্মার্টফোন ব্যবহারে অতটা সড়গড় নন। বারবার হোঁচট খান। তবে টেক্সট সাইজ বাড়ানো থেকে শুরু করে নেভিগেশন বাটনের সঠিক ব্যবহারের মাধ্যমে সিনিয়র সিটিজেনরাও খুব সহজেই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এখানে রইল সেরকমই কিছু টিপস।
টেক্সট সাইজ বাড়ানো: বাড়ির বড়দের সবচেয়ে সমস্যা হয় স্মার্টফোনের টেক্সট পড়তে। ছোট ছোট অক্ষর বুঝতে পারেন না তাঁরা। এক্ষেত্রে টেক্সট সাইজ বাড়িয়ে সমস্যার সমাধান করা যায়। অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস খুলে ‘ডিসপ্লে’-তে যেতে হবে। তারপর ‘ডিসপ্লে সাইজ অ্যান্ড টেক্সট’-এ ক্লিক করলেই আকার বড় হয়ে যাবে। স্ক্রিনের লেখা পড়তে সমস্যা হলে কনট্রাস্ট বাড়িয়ে দেওয়া যায়।
টেক্সট সাইজ বাড়ানো: বাড়ির বড়দের সবচেয়ে সমস্যা হয় স্মার্টফোনের টেক্সট পড়তে। ছোট ছোট অক্ষর বুঝতে পারেন না তাঁরা। এক্ষেত্রে টেক্সট সাইজ বাড়িয়ে সমস্যার সমাধান করা যায়। অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস খুলে ‘ডিসপ্লে’-তে যেতে হবে। তারপর ‘ডিসপ্লে সাইজ অ্যান্ড টেক্সট’-এ ক্লিক করলেই আকার বড় হয়ে যাবে। স্ক্রিনের লেখা পড়তে সমস্যা হলে কনট্রাস্ট বাড়িয়ে দেওয়া যায়।
থার্ড পার্টি লঞ্চার: হোম স্ক্রিনে অগুনতি আইকন, উইজেট দেখলে বিভ্রান্ত হওয়াটা স্বাভাবিক। তখন মনে হয়, কোনটা ছেড়ে কোনটা ধরি। প্রবীণদের এই সমস্যা বেশি হয়। তাঁদের জন্য বিআইজে লঞ্চার, এল্ডার লঞ্চারের মতো থার্ড পার্টি লঞ্চার ব্যবহার করা যায়। এতে কাজ অনেকটা সহজ হয়ে যাবে। এগুলো নেভিগেশনের জন্য টাইল ভিত্তিক ইন্টারফেস দেওয়া হয়।
থার্ড পার্টি লঞ্চার: হোম স্ক্রিনে অগুনতি আইকন, উইজেট দেখলে বিভ্রান্ত হওয়াটা স্বাভাবিক। তখন মনে হয়, কোনটা ছেড়ে কোনটা ধরি। প্রবীণদের এই সমস্যা বেশি হয়। তাঁদের জন্য বিআইজে লঞ্চার, এল্ডার লঞ্চারের মতো থার্ড পার্টি লঞ্চার ব্যবহার করা যায়। এতে কাজ অনেকটা সহজ হয়ে যাবে। এগুলো নেভিগেশনের জন্য টাইল ভিত্তিক ইন্টারফেস দেওয়া হয়।
নেভিগেশন বাটন: গুগলের জেশ্চার বেসড নেভিগেশন ব্যবহার করা সহজ। কিন্তু বাড়ির বড়দের কঠিন মনে হতে পারে। হোম স্ক্রিনে যাওয়া, অ্যাপ ক্রিন খোলা, সোয়াইপ করা তাঁদের কঠিন মনে হওয়াটা স্বাভাবিক। তাঁদের জন্য পুরনো দিনের নেভিগেশন বাটনে ফিরে যাওয়াই ভাল। সেটিংস খুলে ‘সিস্টেম’-এ গিয়ে ‘জেশ্চার’-এ ক্লিক করলেই ‘৩ বাটন নেভিগেশন’ অপশন আসবে। কিছু ফোনে ‘২ বাটন নেভিগেশন’-ও থাকতে পারে।
নেভিগেশন বাটন: গুগলের জেশ্চার বেসড নেভিগেশন ব্যবহার করা সহজ। কিন্তু বাড়ির বড়দের কঠিন মনে হতে পারে। হোম স্ক্রিনে যাওয়া, অ্যাপ ক্রিন খোলা, সোয়াইপ করা তাঁদের কঠিন মনে হওয়াটা স্বাভাবিক। তাঁদের জন্য পুরনো দিনের নেভিগেশন বাটনে ফিরে যাওয়াই ভাল। সেটিংস খুলে ‘সিস্টেম’-এ গিয়ে ‘জেশ্চার’-এ ক্লিক করলেই ‘৩ বাটন নেভিগেশন’ অপশন আসবে। কিছু ফোনে ‘২ বাটন নেভিগেশন’-ও থাকতে পারে।
বড় কীবোর্ড: প্রবীণদের জন্য সহজে স্মার্টফোন ব্যবহারের সবচেয়ে কার্যকর পদ্ধতি হল, কীবোর্ড বড় করে দেওয়া। এর ফলে সঠিক বাটন টিপতে কোনও সমস্যা হবে না। দৃষ্টিশক্তির সমস্যা থাকলে চোখের উপরেও চাপ কম পড়বে।
বড় কীবোর্ড: প্রবীণদের জন্য সহজে স্মার্টফোন ব্যবহারের সবচেয়ে কার্যকর পদ্ধতি হল, কীবোর্ড বড় করে দেওয়া। এর ফলে সঠিক বাটন টিপতে কোনও সমস্যা হবে না। দৃষ্টিশক্তির সমস্যা থাকলে চোখের উপরেও চাপ কম পড়বে।
‘ডাইরেক্ট ডায়াল’ কনট্যাক্ট: স্মার্টফোনে নাম খুঁজে খুঁজে নম্বর বের করতে সমস্যায় পড়েন বড়রা। এক্ষেত্রে ডাইরেক্ট ডায়াল কনট্যাক্ট ইউজেট করা যায়। একটা বাটন প্রেস করলেই পছন্দের মানুষের কাছে ফোন চলে যাবে।
‘ডাইরেক্ট ডায়াল’ কনট্যাক্ট: স্মার্টফোনে নাম খুঁজে খুঁজে নম্বর বের করতে সমস্যায় পড়েন বড়রা। এক্ষেত্রে ডাইরেক্ট ডায়াল কনট্যাক্ট ইউজেট করা যায়। একটা বাটন প্রেস করলেই পছন্দের মানুষের কাছে ফোন চলে যাবে।