প্রতীকী ছবি

WB Schools: আচমকা রাজ্যের যে কোনও স্কুলে পরিদর্শন করবেন শিক্ষা কমিশনার, কেন? কড়া নির্দেশ শিক্ষা দফতরের

কলকাতা: বিদ্যুৎ অপচয় নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এবার অ্যাকশনে স্কুল শিক্ষা দফতর। বিদ্যুৎ অপচয় রুখতে এবার স্কুলে স্কুলে আচমকা পরিদর্শনের নির্দেশ। আচমকা পরিদর্শনের নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা কমিশনারের।

জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের এই নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর। “স্কুল ছুটি হওয়ার পরেও একাধিক স্কুলে অকারণে বিদ্যুৎ অপচয় হচ্ছে। এটি দফতরের নজরে এসেছে। তাই এগুলো আপনারা বন্ধ করুন। স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের অনুরোধ করুন যাতে অকারণে বিদ্যুৎ অপচয় না করে।”

আরও পড়ুন: NIRF র‍্যাঙ্কিং ২০২৪, দেশের সেরা ১০০টি ইঞ্জিনিয়ারিং কলেজ নাম প্রকাশিত, বাংলার কোন কলেজ তালিকায়?

জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের চিঠি স্কুল শিক্ষা দফতরের কমিশনারের। কোন কোন স্কুলে সারপ্রাইজ ভিজিট হচ্ছে বিদ্যুৎ অপচয় রুখতে। তার রিপোর্ট দিতে হবে স্কুল শিক্ষা দফতরকে ডি আইদের। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল ও সরকারি দফতরে বিদ্যুৎ অপচয় নিয়ে সরব হয়েছিলেন।

আরও পড়ুন: ‘বিশ্বের সেরা স্কুলের পুরস্কার’-এ সেরা ১০-এ জায়গা পেল ভারতের এই ৫ স্কুল, তালিকায় কোন কোন স্কুল জানেন?

গরমের ছুটি শেষ হওয়ার পর দীর্ঘদিন স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন। শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ২৭ জুন পর্যন্ত থাকবে। যদিও স্কুলগুলি থেকে জওয়ানদের স্থানান্তরিত করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। জওয়ানরা থাকাকালীনও স্কুলের ইলেকট্রিক বিল বেশি আসার অভিযোগ উঠেছিল। এবার নবান্ন কড়া হাতে সেই সমস্যার সমাধানে উদ্যোগ নিল।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়