বাদুড়িয়া পৌরসভা এলাকায় পলিউশনের মাত্রা দেখতে বসানো হল  ডিসপ্লেটি বোর্ড

Air Pollution: যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন, সেটা কতটা ভয়ঙ্কর? ঘুরতে-ফিরতে জানাবে এই যন্ত্র

বসিরহাট: বাদুড়িয়া পৌরসভা এলাকায় পলিউশনের মাত্রা দেখতে বসানো হল ডিসপ্লেটি বোর্ড। এলাকায় দূষণের মাত্রা কতটা বাড়ছে তা জানাতে এবার জনসাধারণের সামনেই তুলে ধরা হবে। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এর পৌর ম্যারেজ হল সংলগ্ন স্থানে বসানো হল পলিউশন দফতরের তরফে একটি টাওয়ার। মূলত এই টাওয়ার এর কাজ হবে এলাকার পলিউশন কেমন আছে তা ডিসপ্লের মাধ্যমে জানানো।

এদিন টাওয়ার বসানোর কাজ শেষ করা হয়। অতিশীঘ্র ডিসপ্লেটি বসবে বাদুড়িয়া পৌরসভার নবনির্মীয়মান ভবনের দেওয়ালে। আগামী দিনে বাদুড়িয়া পৌর এলাকায় পলিউশনের মাত্রা কেমন থাকবে তা জনসাধারণ ডিসপ্লে বোর্ডের মাধ্যমে দেখতে পাবে। ডিসপ্লে বসানোর কাজ শীঘ্রই শেষ হবে এমনটা জানালেন বাদুড়িয়া পৌরসভার পৌরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য।

আরও পড়ুনAwareness: দুর্ঘটনা কমাতে ট্রাফিক সচেতনতার পাঠ স্কুলে স্কুলে, পথ সুরক্ষায় অভিনব উদ্যোগ জেলায়!

এই বিষয়ে পৌর প্রধান দীপঙ্কর ভট্টাচার্য আরও জানান, পলিউশনের মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট দফতর ও বাদুড়িয়া পৌরসভা যৌথভাবে কাজ করবে বলে সুত্রে খবর। তবে দূষণ রোধে এই পরিকল্পনা কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে।

জুলফিকার মোল্যা