Virat Kohli: ম্যাচের মাঝে স্টেজের তলায় কোহলি, কী করছিলেন বিরাট? চমকে দেবে ভাইরাল ভিডিও

অ্যান্টিগা: সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে সহজেই হারিয়ে সেমিফাইনালের টিকিট প্রায় পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানের বড় ব্যবধানে জয় পায় রোহিত শর্মার দল। ব্যাটে-বলে সব বিভাগেই দুরন্ত পারফর্ম করে মেন ইন ব্লুরা। ভারত-বাংলাদেশ ম্যাচে মজার মুহূর্তেরও অভাব ছিল না। ভাইরাল হল বিরাট কোহলির একটি ভিডিও।

বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ১৭ তম ওভারে অর্শদীপ সিংয়ের বলে মিড উইকেটের উপর দিয়ে ছয় মারেন রিশাদ হোসেন। সেই বল গিয়ে ঢুকে যায় স্টেজের তলায়। কোহলি ফিল্ডিং করছিলেন সেখানে। কোহলি বাউন্ডারি লাইনের হোর্ডিং টপকে হামাগুড়ি দিয়ে সেই স্টেজের তলায় ঢুকে বল বার করে নিয়ে আসনে। এই ভিডি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে সময় লাগেনি।

পাড়ায় ছেলেবেলায় খেলার সময় অনেক সময় গাড়ি তোলায় বা অন্য কোথাও বল ঢুকে গেলে এমনভাবে বার করার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। বিরাট কোহলিরও ছেলে বেলায় এমন অভিজ্ঞতা থাকাটা স্বাভাবিক। তবে টি-০২ বিশ্বকাপের মঞ্চে কোহলির মত একজন মহাতারকা যেভাবে স্টেজের তলা থেকে বল বার করেছেন তা মন জিতে নিয়েছে সকলের। একইসঙ্গে ছোটবেলার স্মৃতিও উস্কে দিয়েছেন বিরাট।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

আরও পড়ুনঃ T20 World Cup 2024: ভারতের গ্রুপে ৪ দলেরই রয়েছে সুযোগ! জমে গেল টি-২০ বিশ্বকাপে সেমিতে যাওয়ার অঙ্ক

—- Polls module would be displayed here —-

প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে ফর্মে ফেরারও ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি। ২৮ বলে ৩৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। যার মধ্যে রয়েছে ৩টি বিশাল ছক্কা ও একটি চার। কোহলির ফর্মে ফেরায় খুশি ভারতীয় দল থেকে শুরু করে তাঁর কোটি কোটি ফ্যানেরা। প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ে এভাবেই চলতে থাকুক কোহলির ব্যাট ও আর বড় রান করু বিরাট, এই প্রার্থনা ১৫০ কোটি দেশবাসীর।