১০ কোটি টাকার সামান্য বাজেটে তৈরি ‘কুছ কুছ হোতা হ্যায়’ বক্স অফিস সেনসেশন ছিল। বিশ্বব্যাপী আমুমানিক ১০৭ কোটি টাকা আয় করেছিল এই ছবিটি। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন শাহরুখ খান। তখনকার সময়ে KKHH-এর জন্য কত টাকা নিয়েছিলেন জানেন?

Kuch Kuch Hota Hai: আজ ১৫০ কোটি, কিন্তু ১৯৯৮ সালে কুছ কুছ হোতা হ্যায়-তে অভিনয়ের জন্য শাহরুখ খান কত টাকা পেয়েছিলেন জানেন?

১৯৯৮ সাল। বলিউডে কালজয়ী ছবির মুক্তি। প্রেমের নতুন সংজ্ঞা তৈরি। ‘ভালবাসা মানে কী? ভালবাসা মানে বন্ধুত্ব’। ভারতীয় সিনেমার জন্য একটি মানদণ্ড হয়ে ওঠে। করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’।
১৯৯৮ সাল। বলিউডে কালজয়ী ছবির মুক্তি। প্রেমের নতুন সংজ্ঞা তৈরি। ‘ভালবাসা মানে কী? ভালবাসা মানে বন্ধুত্ব’। ভারতীয় সিনেমার জন্য একটি মানদণ্ড হয়ে ওঠে। করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’।
কেবল গল্পের জোরে নয়, চরিত্রায়ন এবং চিত্রনাট্যও ছিল ছবির চালিকশক্তি। আর সেখানেই চিরস্মরণীয় চরিত্রগুলির সঙ্গে আজও একাত্ম বোধ করেন শত কোটি মানুষ। আর শিল্পীদের অভিনয় দক্ষতা নিয়ে তো বলাই বাহুল্য। কাল্ট, ক্লাসিক হয়ে রয়ে গিয়েছে ছবিটি।
কেবল গল্পের জোরে নয়, চরিত্রায়ন এবং চিত্রনাট্যও ছিল ছবির চালিকশক্তি। আর সেখানেই চিরস্মরণীয় চরিত্রগুলির সঙ্গে আজও একাত্ম বোধ করেন শত কোটি মানুষ। আর শিল্পীদের অভিনয় দক্ষতা নিয়ে তো বলাই বাহুল্য। কাল্ট, ক্লাসিক হয়ে রয়ে গিয়েছে ছবিটি।
১০ কোটি টাকার সামান্য বাজেটে তৈরি ‘কুছ কুছ হোতা হ্যায়’ বক্স অফিস সেনসেশন ছিল। বিশ্বব্যাপী আমুমানিক ১০৭ কোটি টাকা আয় করেছিল এই ছবিটি। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন শাহরুখ খান। তখনকার সময়ে KKHH-এর জন্য কত টাকা নিয়েছিলেন জানেন?
১০ কোটি টাকার সামান্য বাজেটে তৈরি ‘কুছ কুছ হোতা হ্যায়’ বক্স অফিস সেনসেশন ছিল। বিশ্বব্যাপী আমুমানিক ১০৭ কোটি টাকা আয় করেছিল এই ছবিটি। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন শাহরুখ খান। তখনকার সময়ে KKHH-এর জন্য কত টাকা নিয়েছিলেন জানেন?
কিং খান আজ ছবি পিছু ১৫০-২৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির নায়ক ছিলেন শাহরুখ। সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা ছিলেন তখনও।
কিং খান আজ ছবি পিছু ১৫০-২৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির নায়ক ছিলেন শাহরুখ। সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা ছিলেন তখনও।
সেই সময়ে নায়কের চরিত্রের জন্য ১ কোটি টাকা নিয়েছিলেন বাদশা। এই ছবিটি সুপারস্টার হিসাবে বলিউডে তাঁর সাফল্যের একটি বড় মাইলস্টোন বটে। আজকের হিসেবে সেই টাকাটা হয়তো তাঁদের কাছে বড়ই নগন্য। ২৬ বছর পর সেই ১-এর জায়গায় ১৫০-২৫০।
সেই সময়ে নায়কের চরিত্রের জন্য ১ কোটি টাকা নিয়েছিলেন বাদশা। এই ছবিটি সুপারস্টার হিসাবে বলিউডে তাঁর সাফল্যের একটি বড় মাইলস্টোন বটে। আজকের হিসেবে সেই টাকাটা হয়তো তাঁদের কাছে বড়ই নগন্য। ২৬ বছর পর সেই ১-এর জায়গায় ১৫০-২৫০।
রাহুল খান্নার চরিত্রে আজও তাঁকে মনে রেখেছে দর্শক। অঞ্জলি শর্মার চরিত্রে অভিনয় করে সকলের ভালবাসা কুড়িয়েছিলেন কাজল। আর রানি মুখোপাধ্যায় ছিলেন ছবির মূলমন্ত্র, টিনা মালহোত্রা। সলমন খানকে দেখা গিয়েছিল অতিথি শিল্পী হিসেবে। শুধু বাণিজ্যিক সাফল্য নয়, চারটি অভিনয় বিভাগ-সহ ৮টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’৷
রাহুল খান্নার চরিত্রে আজও তাঁকে মনে রেখেছে দর্শক। অঞ্জলি শর্মার চরিত্রে অভিনয় করে সকলের ভালবাসা কুড়িয়েছিলেন কাজল। আর রানি মুখোপাধ্যায় ছিলেন ছবির মূলমন্ত্র, টিনা মালহোত্রা। সলমন খানকে দেখা গিয়েছিল অতিথি শিল্পী হিসেবে। শুধু বাণিজ্যিক সাফল্য নয়, চারটি অভিনয় বিভাগ-সহ ৮টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’৷