প্রতীকী ছবি৷

Crime news: ধনী ভেবে রাজমিস্ত্রিকে অপহরণ! বিহারে তুলে নিয়ে গিয়ে ফেঁসে গেল অপহরণকারীরাই

জলপাইগুড়ি:রাজমিস্ত্রিকে বিত্তশালী ভেবে অপহরণ। জলপাইগুড়ির বারোপেটিয়া থেকে অপহরণ করে বিহারে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন।সেই ছবি পরিবারকে পাঠিয়ে পাঁচ লক্ষ টাকার জন্য চাপ তৈরির চেষ্টা।

বিহারের মোতিহারি জেলার চম্পারন থেকে দুই অপহরনকারীকে গ্রেফতার করে আনল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত যুবককে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বারোপেটিয়া পঞ্চায়েতের নতুনবস এলাকার বাসিন্দা রিপণ বর্মন। শিলিগুড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করেন রিপণ।গত শুক্রবার রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান রিপণ। রাতে ওই যুবকের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে একটি ফোন আসে। সঙ্গে মারধরের একটি ভিডিও পাঠান হয়। হাতুড়ি দিয়ে নৃশংস ভাবে মারধর করতে দেখা যায় অপহরণকারীদের।

এই শাসানি পেয়েই পুলিশের দারস্থ হয় ওই যুবকের পরিবার। মোবাইল টাওয়ার লোকেশন দেখে পুলিশ জানতে পারে বিহারে রাখা হয়েছে ওই যুবককে। এরপর বিহার পুলিশের সাহায্য নিয়ে চম্পারন থেকে অপহৃত রাজমিস্ত্রি ঋপন বর্মনকে উদ্ধার করে শনিবার জলপাইগুড়ি নিয়ে আসে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় দুইজন অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।