শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। একদিকে মৌসুমী অক্ষরেখা অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে। এর পাশাপাশি নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে।

IMD Kolkata Weather Update: রবিবারের দুপুরে বদলে যাবে আবহাওয়া! আকাশে ঘন কালো মেঘ, দক্ষিণবঙ্গের ‘একাধিক’ জেলায় ঝেপে আসছে বৃষ্টি

আগামী দু'ঘণ্টায় এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা। হুগলি জেলায় বৃষ্টির সর্তকতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা।
আগামী দু’ঘণ্টায় এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা। হুগলি জেলায় বৃষ্টির সর্তকতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা।
আজ এবং কাল আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কমবে বৃষ্টির পরিমাণ। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে।
আজ এবং কাল আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কমবে বৃষ্টির পরিমাণ। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গেও ভারী বর্ষার সাময়িক বিরতি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রবি এবং সোমবার। বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ অনেকটাই কমবে।
উত্তরবঙ্গেও ভারী বর্ষার সাময়িক বিরতি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রবি এবং সোমবার। বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ অনেকটাই কমবে।
মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে। এখনও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান-সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে বাকি রয়েছে।
মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে। এখনও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান-সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে বাকি রয়েছে।
আগামী বুধ, বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে। মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তাই বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
আগামী বুধ, বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে। মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তাই বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।