Paris Olympics: বাইচুং ভুটিয়ার তুতো ভাই, এবার প্যারিস অলিম্পিকে নজর কাড়বেন, তরুণদীপের কাহিনি জানুন

জলপাইগুড়ি: পরপর দু’বছর ধরে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সিকিমের নামচি বাসিন্দারা। এবার সেখান থেকেই উঠে এল ভারতীয় দলের তীরন্দাজিতে অলিম্পিকে অংশগ্রহণকারী। সিকিমের খ্যাতিমান তীরন্দাজ তরুণদীপ রাই আসন্ন প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪-এ পুরুষদের রিকার্ভ দলে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রীড়া মঞ্চে। ভারতের গর্ব এই যুবক। শত প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে লক্ষ্যের পথে অবিচল থেকেছেন, তা প্রশংসার দাবি রাখে বইকি!

তবে এই পথ কি এতটাই সহজ ছিল? ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারিতে জন্ম তরুণদীপের। খুড়তুতো ভাই ভারতের বিখ্যাত ফুটবলার ভাইচুং ভুটিয়া। ভাইচুং ভুটিয়ার এমন সাফল্য সিকিমকে ভারতের ক্রীড়ার মানচিত্রে স্থান দিয়েছে তা বলাই বাহুল্য। স্বাভাবিকভাবেই তরুণদীপের পরিবার ক্রীড়ার ক্ষেত্রে বেশ উৎসাহী বরাবরই। বাদ সাধে প্রাকৃতিক বিপর্যয়। প্রায় প্রত্যেক বছর বর্ষায় সিকিমের উপর নেমে আসে বিপর্যয়। গত দু’বছর প্রাকৃতিক বিপর্যয়ের কড়াল গ্রাসে রীতিমতো বিধ্বস্ত সিকিম পাহাড়। কিন্তু তার মধ্যেও নিজের লক্ষ্য পূরণ করতে থেমে থাকেননি তরুণদীপ।

আরও পড়ুনAwareness: দুর্ঘটনা কমাতে ট্রাফিক সচেতনতার পাঠ স্কুলে স্কুলে, পথ সুরক্ষায় অভিনব উদ্যোগ জেলায়!

তীরন্দাজি রপ্ত করে গিয়েছেন নিজের মত করে।২০০৩ সাল থেকে শুরু হয় তার সাফল্য অর্জন। সেবার নিউইয়র্কে বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করে তরুণদীপ। এরপর আর ফিরে তাকাতে হয়নি। তরুণদীপের প্রথম বড় ব্যক্তিগত জয় আসে ২০০৪ সালে যখন তিনি ব্যাংককে এশিয়ান গ্র্যান্ড প্রিক্সে তার প্রথম স্বর্ণপদক জিতেছিলেন।

তীরন্দাজিতে তরুণদীপ রাইয়ের যাত্রাপথ তার নিষ্ঠা ও দক্ষতার প্রমাণ দেয় প্রতি পদে। তিনি সিকিম এবং সারা ভারতের এক অনুপ্রেরণা। ইতিমধ্যেই তার সাফল্যের মুকুটে আরও একটি পালক এই গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিক ২০২৪। তীরন্দাজিতে তার আরও একটি দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অপেক্ষারত গোটা ভারতবাসী।

সুরজিৎ দে