NEET-UG Retest: ডাক্তারি প্রবেশিকা পুনর্মূল্যায়নে উপস্থিত মাত্র ৫২ শতাংশ…! ৭৫০ জন অনুপস্থিত… ফলাফল ৩০ জুন

নয়াদিল্লি: গ্রেস মার্ক বাতিল হওয়া ১৫৬৩ পড়ুয়ার মধ্যে মাত্র ৮১৩ জন পড়ুয়াই পুনর্মূল্যায়নে বসলেন রবিবার। এই পড়ুয়াদের ফলাফল বের হওয়ার পরে কাউন্সেলিং হবে নিয়ম মতোই। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৪-এর ফলাফল প্রকাশের পর থেকেই অভিযোগ উঠেছিল দুর্নীতির। একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান দখল করার পরই শুরু হয় বিতর্ক। গত ১৩ জুন সুপ্রিম কোর্ট এই পরীক্ষায় ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস  দেওয়ার বিষয়ে আবারও পরীক্ষার নির্দেশ দিয়েছিল ।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এক বিবৃতিতে  জানিয়েছে, NEET-UG পুনর্মূল্যায়নে ৪৮ শতাংশ (৭৫০ জন) শিক্ষার্থীই উপস্থিত হননি।  ৮১৩ (৫২ শতাংশ) পরীক্ষা দিয়েছেন। ছত্তিশগড়, গুজরাত, হরিয়ানা, মেঘালয়,  চণ্ডীগড়ে পরীক্ষাকেন্দ্র খোলা হয়।

দেশের সর্বোচ্চ আদালত জানায়, ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। ফের পরীক্ষায় বসতে হবে তাঁদের। ৩০ জুন রেজাল্ট। ‘গোটা পরীক্ষাকে বাতিল করা ঠিক নয়’, শুনানির সময় বলে সুপ্রিম কোর্ট। কাউন্সেলিং প্রক্রিয়াও বন্ধ করা হচ্ছে না। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এদিন এই নির্দেশ দেয়।