Tag Archives: NEET Exam

NEET UG 2024 Supreme Court: ‘গ্রেস মার্কস দিয়ে ছেলেখেলা হয়েছে’, নিট ইউজি-র চূড়ান্ত রায়ে NTA-কে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: নিট-ইউজি ২০২৪ প্রশ্নপত্র ফাঁসের মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার গোটা দেশ তাকিয়ে ছিল এই মামলার রায়ের দিকে। দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, ‘নিট-ইউজি ২০২৪ পরীক্ষার প্রশ্নপত্র পদ্ধতিগত ভাবে ফাঁস করা হয়নি। এই পেপার লিক শুধুমাত্র পটনা এবং হাজারিবাগের মধ্যে সীমাবদ্ধ ছিল।’

সুপ্রিম কোর্ট তার রায়ে বলে, পরীক্ষা ব্যবস্থার সাইবার নিরাপত্তায় সম্ভাব্য দুর্বলতাগুলি শনাক্ত করতে এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য ‘এসওপি’ প্রণয়ন করার কথা বিবেচনা করবে কেন্দ্র দ্বারা গঠিত কমিটি। পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াগুলি যাতে আরও পোক্ত হয় এবং পরীক্ষা কেন্দ্রগুলির সিসিটিভি পর্যবেক্ষণ যাতে নিশ্ছিদ্র হয়, সেটাও দেখতে হবে এই কমিটিকে।

আরও পড়ুন: প্রবল ঝাঁকুনি-অন্ধকার ট্রেনে ধোঁয়া! দুর্ঘটনাগ্রস্ত হাওড়া-মুম্বই মেলে কীভাবে বাঁচলেন নূর ও তোফিক? শিউরে উঠবেন

কেন এই পরীক্ষা বাতিল করা হল না? শুক্রবার এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানায়, নিটে ব্যাপক হারে প্রশ্নফাঁস হয়েছে তেমন কোনও প্রমাণ মেলেনি। গোটা পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছ্বতা প্রভাবিত হয়েছে, সেটা বলার মতোও প্রমাণ মেলেনি। তবে একই সঙ্গে এনটিএর খামতিগুলোও তুলে ধরেছে শীর্ষ আদালত। ঘন ঘন অবস্থান বদল বন্ধ করা উচিত ন্যাশনাল টেস্টিং এজেন্সির। ভর্ৎসনা আদালতের।

আরও পড়ুন: কোনও ব্যথাকে অবহেলা নয়, ৪০-এর পর হাড়ে ‘ঘুণ’ ধরে! ক্ষয় থেকে বাঁচার ৫ পথ জানুন

রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘এনটিএকে এবার টালবাহানা বন্ধ করতে হবে। যেভাবে টালবাহানা করছে, সেটা মোটেই পড়ুয়াদের স্বার্থের জন্য ভাল নয়।’ যেভাবে এনটিএ পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্র বদলের সুযোগ দিয়ে দুর্নীতির দুয়ার খুলে দিয়েছে, যেভাবে ১৫৬৩ পড়ুয়াকে গ্রেস মার্কস দিয়েছে, সেসবই ছেলেখেলা বলে মনে করেছে শীর্ষ আদালত।

NEET-UG Paper Leak Probe:নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআইয়ের বিবৃতি, আটক হাজারিবাগ স্কুলের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ-সহ আরও অনেকে

দিল্লি: বৃহস্পতিবার, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, বিহারে হাজারিবাগের এক বিদ্যালয় থেকে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়েছিল৷

কয়েকদিন আগেই নিট প্রশ্ন ফাঁসের আভিযোগে তোলপাড় হয়েছে সমগ্র দেশ৷ এই নিয়ে তদন্তভার গ্রহণ করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)৷ তদন্তভার গ্রহণ করে বোকারোর বাসিন্দা পঙ্কজকুমার ওরফে আদিত্যকে পটনা থেকে গ্রেফতার করে সিবিআই৷ তার বিরুদ্ধে হাজিরাবাগে এনটিএর ট্রাক থেকে প্রশ্নপত্র চুরির অভিযোগ রয়েছে৷

আরও পড়ুন:নিট দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত সহ দুজন ব্যক্তিকে আটক করল সিবিআই

তদন্তে জানা গিয়েছে ৫ মে, সকালে প্রশ্নপত্র-সহ ট্রাঙ্কগুলো হাজারিবাগের ‘ওয়েসিস’ বিদ্যালয়ে আসে৷ তারপর সেখানকার কন্ট্রোল রুমে সেই ট্রাঙ্কগুলো রাখা হয়৷  জানা গিয়েছে সেই রুম থেকেই অবৈধভাবে প্রশ্নপত্র গুলোর অ্যাক্সেস পায় ঘটনার মূল অভিযুক্ত পঙ্কজ কুমার ওরফে আদিত্য ওরফে সাহিল৷

বিবৃতিতে আরও চাঞ্চল্যকর অভিযোগ এনেছে সর্বভারতীয় তদন্তকারী সংস্থাটি৷ এই প্রশ্নপত্র ফাঁসে হাজারিবাগ এনটিএ সিটি কো-অর্ডিনেটরেরও যোগসাজশ ছিল৷ ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পঙ্কজকে অনৈতিকভাবে কন্ট্রোল রুমে প্রবেশাধিকার দেন৷

আরও পড়ুন: ‘‘নিয়োগের তালিকা কোথায়?’’ ২০১৪ সালের টেট নিয়োগ সংক্রান্ত মামলায় অমৃতা সিনহার প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদকে, ১৫ দিনের মধ্যে তালিকা জমা দেওয়ার নির্দেশ

ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র বের করার জন্য অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছিল৷ তার পর আবার ট্রাঙ্কগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল৷ সেই দিনই চুরি যাওয়া প্রশ্ন পত্রগুলোকে হাজারিবাগেই কয়েকজনকে দিয়ে অর্থের বিনিময় সমাধান করিয়ে নেওয়া হয়েছিল৷

এই ঘটনায় ইতিমধ্যেই অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে আটক করা হয়েছে৷ বিদ্যালয় থেকে বেশ কিছু অর্ধ-পোড়া প্রশ্নপত্রের টুকরো উদ্ধার করা হয়েছে৷

তদন্তে জানা গিয়েছে, বেশ কয়েকজন প্রতিষ্ঠিত এমবিবিএস কলেজের পড়ুয়ারা এই ফাঁস হওয়া প্রশ্নপত্রগুলো টাকার বিনিময়ে সমাধান করেছে৷ তাঁদের চিহ্নিত করে বেশিরভাগকে গ্রেফতারও করা হয়েছে।

এখনও পর্যন্ত সিবিআই প্রায় ৩৩টি জায়গায় তল্লাশি চালিয়ে ৩৬ জনকে আটক করেছে৷ তারমধ্যে ১৫ জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ৷ যদিও তদন্ত এখনও শেষ হয়নি৷

NEET UG Result 2024 Revised Merit List: নিট ইউজি-র সংশোধিত ফলাফল সত্যি কি প্রকাশিত? শিক্ষামন্ত্রক দিল বড় খবর, বিশদে জানুন

নয়াদিল্লি: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার ২৫ জুলাই, ২০২৪ তারিখে NEET UG-র সংশোধিত স্কোরকার্ড ২০২৪ প্রকাশ করেনি। প্রথমে এমন খবর শোনা গেলেও, পরে শিক্ষামন্ত্রকের তরফে ঘোষণা করা হয় সংশোধিত ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। তবে তা শীঘ্রই করা হবে। প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার সংশোধিত রেজাল্ট দেখা যাবে অফিশিয়ার ওয়েবসাইটে।

চলতি মাসের ২৩ তারিখ শীর্ষ আদালত জানিয়েছিল নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না। তার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দেন, সংশোধন করে দু’দিনের মাথায় নতুন স্কোরকার্ড বের করা হবে। সেই ফলাফলই প্রকাশ হল এদিন। তবে মেধাতালিকায় কী কী হেরফের হয়েছে, তা নিয়ে আপাতত নিটের আয়োজক সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: দেশের সেরা MBA কলেজ কোনটি? কলকাতার কোন কলেজ তালিকায়? ভর্তির আগে IIRF-এর তালিকা দেখুন

কীভাবে NEET-UG পরীক্ষার সংশোধিত রেজাল্ট দেখতে হবে?

১) ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET-তে যেতে হবে।

২) হোমপেজের উপরের দিকেই ‘LATEST NEWS’ আছে। তার মধ্যে আছে ‘Click Here for Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের উপরের দিকেই আছে ‘NEET 2024 Revised Score Card Link’। সেটার নীচেই আছে ‘Click here for NEET 2024 Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

৪) সেখানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি বা মোবাইল নম্বর এবং সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করতে হবে। তাহলে স্ক্রিনে সংশোধিত রেজাল্ট দেখতে পারবেন।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলিতে পাশ করা কঠিন, তবে চাকরি পেলেই বিপুল বেতন! জানুন

NEET-UG পরীক্ষার সংশোধিত রেজাল্ট – ক্লিক করুন এখানে

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘোষণা করেছিলেন যে আগামী দুই দিনের মধ্যে NEET UG-র সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে, ৪ জুন ঘোষিত ফলাফলে ৬৭ জন শীর্ষ স্থান দখল করে নেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে এনটিএয়ের তরফে যে সংশোধিত রেজাল্ট প্রকাশ করা হয়েছে, তাতে প্রায় চার লাখ পড়ুয়ার উপরে প্রভাব পড়বে। এমন ৪৪ জন পড়ুয়ার উপরও প্রভাব পড়বে, যাঁরা ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বরই পেয়েছিলেন। ফিজিক্সের প্রশ্ন নিয়ে বিভ্রান্তির জেরে ভুল উত্তর দিলেও ওই ৪৪ জন প্রার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল।

NEET Exam Scam: লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য পরীক্ষা আজ! নিট ইউজি-মামলায় শুনানি সুপ্রিম কোর্টে, কাউন্সেলিং শুরু কবে?

নয়াদিল্লি: নিট ইউজি মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যেই নিট ইউজি সংক্রান্ত যাবতীয় মামলাকে একত্রিত করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে জবাবও তলব করেছে সর্বোচ্চ আদালত। বেলা সাড়ে দশটা নাগাদ প্রধাণ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মামলার শুনানি করবে।

প্রসঙ্গত, ডাক্তারির স্নাতকে সর্বভারতীয় প্রবেশিকা নিট-ইউজি কেলেঙ্কারি নিয়ে গত কয়েক সপ্তাহেই দেশ জুড়ে তোলপাড় পরে গিয়েছে। দায়ের হওয়া একের পর এক মামলা নিয়ে আজ, সোমবার একযোগে শুনানি করবে সুপ্রিম কোর্ট। নিট-ইউজি পরীক্ষা সম্পূর্ণ বাতিলেরও বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে দেশের শীর্ষ আদালতে। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সে দিকে তাকিয়ে রয়েছেন দেশের প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী। এরমধ্যে বাংলা থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১.২০ লক্ষ।

আরও পড়ুন: সাগরে ঘূর্ণাবর্ত…! নিম্নচাপ সতর্কতা…! কবে থেকে চরম দুর্যোগ-দুর্ভোগ? দিন-তারিখ বলে দিল আলিপুর! আবহাওয়ার মেগা আপডেট

এদিকে, শনিবার নিট-ইউজি’র কাউন্সেলিং শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। এনিয়ে রবিবার পর্যন্ত সরকারি কোনও বিবৃতি নেই কেন্দ্রীয় সরকারি তরফে। অবশ্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)-র একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, এই কাউন্সেলিং হতে পারে জুলাইয়ের শেষে এমনটাই ইঙ্গিত।

NEET Exam: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে মধ্যমগ্রামের ছাপাখানাতে তল্লাশি ভিনরাজ্যের পুলিশের

উত্তর ২৪ পরগনা: নিট প্রশ্ন ফাঁস মামলা তদন্তে এর আগেই গ্রেফতার করা হয়েছিল কৌশিক কর নামে ছাপাখানার এক কর্তাকে। সেই ঘটনায় এদিন মধ্যমগ্রামের কারখানায় তল্লাশি চালাল বিহার পুলিশের এক প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন মধ্যমগ্রাম থানার পুলিশ আধিকারিকেরাও। যদিও সেই সময় কারখানার ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এর আগেও বিহার পুলিশ এসেছিল মধ্যমগ্রামের এই ছাপাখানায়, কিন্তু সেইসময় মধ্যমগ্রাম থানা বা বারাসত জেলা পুলিশের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। তবে এবার স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়েই এদিন তল্লাশি চলে ওই ছাপাখানায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে আগেই নাম জড়িয়েছে মধ্যমগ্রাম গঙ্গানগর এলাকার এই ছাপা কারখানার।

এই কারখানা প্রসঙ্গে দায়িত্বে থাকা কর্মীরা যেমন মুখে কুলুপ এঁটেছেন, পাশাপাশি স্থানীয়রাও এ বিষয়ে কিছুই জানতেন না বলেই জানান। তদন্তে পটনা পুলিশ জানতে পারে ব্লেসিং সিকিওড প্রেস প্রাইভেট লিমিটেড। ১৪২ ওল্ড যশোর রোড এ মিত্র কমপ্লেক্সের গঙ্গানগরের এই কারখানার কথা। সূত্রের খবর, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার যে সমস্ত প্রশ্নপত্র ছাপা হয়, তা এখান থেকেই মূলত হয়ে থাকে। এদিন ভিন রাজ্যের পুলিশি তল্লাশিতে রীতিমতো কৌতুহলী এলাকার মানুষজন।

Rudra Narayan Roy

NEET PG 2024 Date: পরীক্ষার ঘণ্টাখানেক আগে তৈরি হবে প্রশ্নপত্র, নিট পিজি পরীক্ষার নতুন দিন কবে? বড় খবর

নয়াদিল্লি: প্রশ্নফাঁস হয়ে যাওয়ার পরই অভিযোগ ওঠে, তারপরই স্থগিত করা হয় নিট পিজি পরীক্ষা। এবার প্রশ্নফাঁস আটকাতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে এনবিই ও কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এ মাসেই হতে পারে নিট পিজি পরীক্ষা। এনবিই-র তরফে খুব শীঘ্রই সেই দিনক্ষণ জানানো হবে।

গত ২৩ জুন স্নাতকোত্তর স্তরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই ২৪ ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। জল্পনা শুরু হয়, প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: আপনার কি খুব কান চুলকায়? কেন হয় এমন-কী করলে উপকার? জানুন ডাক্তারের পরামর্শ

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের বৈঠকের পরে প্রশ্নফাঁসের সম্ভাবনা এড়াতে পরীক্ষার দু’ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে ওই খবরের দাবি।

আরও পড়ুন: চিবিয়ে খেতে হবে না-রসও করতে হবে না! সুগন্ধি এই পাতার ঘ্রাণেই সেরে যাবে অনেক রোগ; আয়ুর্বেদের ‘অব্যর্থ’ দাওয়াই

স্নাতকোত্তর স্তরে ডাক্তারিতে ভর্তি হওয়ার পরীক্ষা নিট পিজি (NEET-PG)। গত ২৩ জুন পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু NEET এবং UGC-NET পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়মের ভূরি ভূরি অভিযোগ সামনে আসতে শুরু করলে, রাতারাতি NEET-PG স্থগিত করা হয়। পরীক্ষার মাত্র ১০ ঘণ্টা আগে স্থগিতাদেশের নির্দেশ আসে। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়ে ফিরে আসতে হয় বহুজনকে।

NEET UG CBI: নিট দুর্নীতিতে CBI এর হাতে প্রথম গ্রেফতারি! বড় তথ্য, দেখুন

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির প্রশ্নফাঁস কাণ্ডে প্রথম গ্রেফতার করল সিবিআই। তদন্ত শুরু করার পর গত রবিবারই ৬টি এফআইআর দায়ের করেছিল সিবিআই। বৃহস্পতিবার তারা দু’জনকে গ্রেফতার করল। এটাই কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্ত শুরু হওয়ার পর প্রথম গ্রেফতারি। পটনা থেকে আশুতোষ কুমার এবং মণীশ কুমার নামে দু’জনকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, মণীশ কুমার নিজের গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে যেতেন। তার পর তাঁদের জন্য ঘরের ব্যবস্থাও করতেন। আর এ কাজে তাঁকে সহযোগিতা করতেন আশুতোষ। মূলত পরীক্ষার্থীদের গাড়ি নিয়ে আসার কাজ করতেন মণীশ। আর নিজের বাড়িতে পরীক্ষার্থীদের থাকা-খাওয়ার বন্দোবস্তের ভার ছিল আশুতোষের উপর।

NEET UG Paper Leak Case CBI: নিট-ইউজি প্রশ্নফাঁসের তদন্তে চাঞ্চল্যকর মোড়, এই প্রথম সিবিআইয়ের জালে ২ ‘গুণধর’

নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির প্রশ্নফাঁস কাণ্ডে প্রথম গ্রেফতার করল সিবিআই। তদন্ত শুরু করার পর গত রবিবারই ৬টি এফআইআর দায়ের করেছিল সিবিআই। বৃহস্পতিবার তারা দু’জনকে গ্রেফতার করল। এটাই কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্ত শুরু হওয়ার পর প্রথম গ্রেফতারি।

পটনা থেকে আশুতোষ কুমার এবং মণীশ কুমার নামে দু’জনকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, মণীশ কুমার নিজের গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে যেতেন। তার পর তাঁদের জন্য ঘরের ব্যবস্থাও করতেন। আর এ কাজে তাঁকে সহযোগিতা করতেন আশুতোষ। মূলত পরীক্ষার্থীদের গাড়ি নিয়ে আসার কাজ করতেন মণীশ। আর নিজের বাড়িতে পরীক্ষার্থীদের থাকা-খাওয়ার বন্দোবস্তের ভার ছিল আশুতোষের উপর।

আরও পড়ুন: ট্রেনে বাচ্চা চুরির গুজব, চিরকুট খুঁজতে হন্যে বাবা! সন্তানহারা মায়ের কথা শুনলে চোখে জল আসবে

সিবিআই সূত্রে খবর, পরীক্ষার আগে একটি ফাঁকা স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। সেখানে প্রায় ২৪ জন পরীক্ষার্থীর থাকার ব্যবস্থা করা হয়। পরীক্ষার আগের দিন তাঁদের নিটের প্রশ্নপত্র দেওয়া হয়। সেগুলির উত্তরও তৈরি করানো হয়। রবিবারই সিবিআইয়ের হাতে এই ঘটনার তদন্তভার তুলে দিয়েছিল কেন্দ্র। এর আগে, বিহারে প্রশ্নপত্র ফাঁসের একটি চক্রের খোঁজ পেয়েছিল বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা।

আরও পড়ুন: ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় উঁচু থেকে পড়ে যাচ্ছেন? কী অর্থ এমন স্বপ্নের! জানলে চমকে যাবেন

এই ঘটনার সঙ্গে যুক্ত ১৮ জনকে গ্রেফতার করেছিল তারা। সলভার গ্যাং নামে প্রশ্ন ফাঁসের এক চক্রের আস্তানায় অভিযান চালিয়েছিল তারা। সেখানে নিট-ইউজি-র কিছু পোড়া প্রশ্নপত্র পাওয়া গিয়েছিল। বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা জানিয়েছিল, নিট-ইউজি-র প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িয়ে রয়েছে কুখ্যাত সঞ্জীব কুমার ওরফে লুটান মুখিয়া। পটনার এক সেফ হাউস থেকে পাওয়া একটি আংশিকভাবে পোড়া প্রশ্নপত্রের সঙ্গে তারা এনটিএ-র রেফারেন্স প্রশ্নপত্রের মিল পেয়েছিল। তা থেকেই প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে সেই বিষয়ে নিশ্চিত হয়েছিল তারা।

NEET-UG Retest: ডাক্তারি প্রবেশিকা পুনর্মূল্যায়নে উপস্থিত মাত্র ৫২ শতাংশ…! ৭৫০ জন অনুপস্থিত… ফলাফল ৩০ জুন

নয়াদিল্লি: গ্রেস মার্ক বাতিল হওয়া ১৫৬৩ পড়ুয়ার মধ্যে মাত্র ৮১৩ জন পড়ুয়াই পুনর্মূল্যায়নে বসলেন রবিবার। এই পড়ুয়াদের ফলাফল বের হওয়ার পরে কাউন্সেলিং হবে নিয়ম মতোই। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৪-এর ফলাফল প্রকাশের পর থেকেই অভিযোগ উঠেছিল দুর্নীতির। একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান দখল করার পরই শুরু হয় বিতর্ক। গত ১৩ জুন সুপ্রিম কোর্ট এই পরীক্ষায় ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস  দেওয়ার বিষয়ে আবারও পরীক্ষার নির্দেশ দিয়েছিল ।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এক বিবৃতিতে  জানিয়েছে, NEET-UG পুনর্মূল্যায়নে ৪৮ শতাংশ (৭৫০ জন) শিক্ষার্থীই উপস্থিত হননি।  ৮১৩ (৫২ শতাংশ) পরীক্ষা দিয়েছেন। ছত্তিশগড়, গুজরাত, হরিয়ানা, মেঘালয়,  চণ্ডীগড়ে পরীক্ষাকেন্দ্র খোলা হয়।

দেশের সর্বোচ্চ আদালত জানায়, ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। ফের পরীক্ষায় বসতে হবে তাঁদের। ৩০ জুন রেজাল্ট। ‘গোটা পরীক্ষাকে বাতিল করা ঠিক নয়’, শুনানির সময় বলে সুপ্রিম কোর্ট। কাউন্সেলিং প্রক্রিয়াও বন্ধ করা হচ্ছে না। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এদিন এই নির্দেশ দেয়।

NEET UG 2024: পরীক্ষা ‘প্রহসনে’ NTA-র ডিজি অপসারণ, NEET-UG-তেও কি বড়সড় দুর্নীতি? সিবিআইকে তদন্তের নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৪-এর ফলাফল প্রকাশের পর থেকেই অভিযোগ উঠেছিল দুর্নীতির। একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান দখল করার পরই শুরু হয় বিতর্ক। গত ১৩ জুন সুপ্রিম কোর্ট এই পরীক্ষায় ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস বা বাড়িতে নম্বর দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছিল পুনরায় পরীক্ষার। শনিবার দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার এই গোটা পরীক্ষার তদন্তভার দিল সিবিআই-কে।

কেন্দ্রের নির্দেশ, নিট-ইউজি নিয়ে এখনও পর্যন্ত যত অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্ত করবে সিবিআই। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘বিশ্বের সেরা স্কুলের পুরস্কার’-এ সেরা ১০-এ জায়গা পেল ভারতের এই ৫ স্কুল, তালিকায় কোন কোন স্কুল জানেন?

শনিবার একটি বিবৃতি জারি করে সিবিআই তদন্তের নির্দেশের কথা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেখানে বলা হয়েছে, ‘নিট পরীক্ষা নিয়ে নির্দিষ্ট কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষাকেন্দ্রে টুকলি করা, এক জনের পরীক্ষা অন্য জনের দেওয়া, অসৎ উপায় অবলম্বন করা ইত্যাদি অভিযোগ রয়েছে। শিক্ষা মন্ত্রক বিষয়টি খতিয়ে দেখেছে। পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সিবিআইয়ের হাতে এর তদন্তভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজ: প্রথম স্থানে দিল্লির এইমস, তালিকায় ৩ বেসরকারি কলেজও! রইল খুঁটিনাটি

দেশ জুড়ে বিতর্ক চলছে কেন্দ্রীয় পরীক্ষক সংখ্যা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ নিয়ে। ইউজিসি নেট, নিট ইউজি, নিট পিজি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। বিতর্কের মধ্যেই শনিবার বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। অপসারিত হন এনটিএ-র ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার। তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন ১৯৮৫ সালের ব্যাচের আইপিএস প্রদীপ সিং খারোলা। তারই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে তদন্তভার দেওয়া হয়।

গত ৫ মে নিট-ইউজি পরীক্ষা হয়। দেশ জুড়ে ৪,৭৫০টি কেন্দ্রে ওই পরীক্ষা হয়েছিল। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ২৪ লক্ষ পড়ুয়া। ফলপ্রকাশের নির্ধারিত সময়ের অন্তত ১০ দিন আগে গত ৪ জুন এই পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। দেখা যায়, ৬৭ জন সম্পূর্ণ নম্বর নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন। এক নম্বরও তাঁদের কাটা যায়নি। এমনকি, এই ৬৭ জনের মধ্যে অনেকে একই পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন বলেও জানা যায়। ফলে প্রশ্ন ওঠে, পরীক্ষার আগেই নির্দিষ্ট কোনও কোনও এলাকায় প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল কি না।