কোল্ড স্টোরেজ

South 24 Parganas News: চালু হয়নি কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরি, নামখানায় অসুবিধায় মৎস্যজীবীরা

নামখানা: চালু হয়নি কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরি। আর যার জেরে নামখানায় অসুবিধায় পড়েছেন মৎস্যজীবীরা। তৈরি হওয়ার সাতবছর পরও সেটি এখনও চালু হয়নি। মৎস্যজীবীদের সুবিধার্থে একটি কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরি তৈরি করে ছিল মৎস্যদফতর। প্রায় সাত কোটি টাকা খরচ করার পর ২০১৭ সালে কাজ শেষ করে মৎস্য দফতর।কিন্তু তারপর থেকে সাত বছর কেটে গেলেও তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে ঝাঁ চকচকে এই কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরি। নামখানা ব্লকের নারায়নপুর এলাকায় হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে মৎস্যজীবীদের সুবিধার্থে তৈরি করা হয়েছিল এই কোল্ড স্টোরেজটি। কিন্তু কীকারনে চালু করা সম্ভব হয়নি সেই প্রশ্নের উত্তর এখনও অজানা অনেকরেই।

আরও পড়ুন:  সুন্দরবনে শীঘ্রই চালু হবে ‘রোল অন, রোল অফ সার্ভিস’! কী এই সার্ভিস জানুন বিশদে

১৫ই জুন থেকে মৎস্যজীবিদের প্রায় আড়াই হাজার ট্রলার ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছে গভীর সমুদ্রে। এই পরিস্থিতিতে সমুদ্র থেকে ধরা মাছ ভালরাখতে মৎস্যজীবীদের প্রথমে প্রয়োজন পড়ে বরফ। অন্য দিকে বেশি পরিমাণে মাছ ধরে আনলে সেই মাছ তাড়াতাড়ি বাজারজাত করতে না পারলে তা নষ্ট হয়ে যায়, তখন সহায় হয় কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরি‌।কিন্তু এই পরিস্থিতিতে ঝাঁ চকচকে কোল্ড স্টোরেজটি কেন সেই প্রশ্ন তুলছে মৎস্যজীবীরা। যদিও এ নিয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন, এই কোল্ড স্টোরেজটি চালুর ব্যাপারে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। আশা করা যায় তা চালুও হবে। এখন দেখার কবে চালূ হয় এই কোল্ড স্টোরেজটি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক