তুলসী গাছ বারবার শুকিয়ে যাচ্ছে? কোন অশনি সঙ্কেত? চরম বিপদ আসার আগে খরচ করুন মাত্র ২ টাকা, এক নিমেষেই মুশকিল আসান! শুধু করতে হবে ছোট্ট 'এই' কাজ

Tulsi Vastu Tips: খবরদার…! তুলসীপাতা এভাবে ছিঁড়ছেন না তো? ঘোর অমঙ্গল সংসারে, এক ভুলেই সর্বনাশ! সতর্ক জ্যোতিষীর

তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বাড়িতে তুলসী গাছ লাগানো খুবই শুভ। তুলসী গাছ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। এটি বাড়িতে সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে।
তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বাড়িতে তুলসী গাছ লাগানো খুবই শুভ। তুলসী গাছ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। এটি বাড়িতে সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে।
জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছের পাতা ছিঁড়ে ফেলার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো না মানলে জীবনে এর বিরূপ প্রভাব পড়তে পারে।
জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছের পাতা ছিঁড়ে ফেলার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো না মানলে জীবনে এর বিরূপ প্রভাব পড়তে পারে।
উজ্জয়িনীর আচার্য রবি শুক্লার কাছ থেকে জেনে নিন তুলসী পাতা তোলার সময় কোন ভুলগুলি করা উচিত নয়, তাহলেই সমস্যায় পড়বেন না৷
উজ্জয়িনীর আচার্য রবি শুক্লার কাছ থেকে জেনে নিন তুলসী পাতা তোলার সময় কোন ভুলগুলি করা উচিত নয়, তাহলেই সমস্যায় পড়বেন না৷
জ্যোতিষশাস্ত্র অনুসারে, তুলসী পাতা তোলার সময় কিছু বিষয়ের বিশেষ যত্ন নেওয়া উচিত। তুলসী পাতা নখ দিয়ে ভাঙা উচিত নয়। এর পাতা আলতো করে তুলে নিতে হবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, তুলসী পাতা তোলার সময় কিছু বিষয়ের বিশেষ যত্ন নেওয়া উচিত। তুলসী পাতা নখ দিয়ে ভাঙা উচিত নয়। এর পাতা আলতো করে তুলে নিতে হবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যাস্তের পর তুলসী গাছ স্পর্শ করা নিষেধ, যদি পূজা বা অন্য কাজে তুলসী পাতা ছিঁড়তে হয় তবে সকাল হল সেরা সময়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যাস্তের পর তুলসী গাছ স্পর্শ করা নিষেধ, যদি পূজা বা অন্য কাজে তুলসী পাতা ছিঁড়তে হয় তবে সকাল হল সেরা সময়।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মী সর্বদা তুলসীতে থাকেন। নিয়ম অনুসারে, স্নান না করে কখনও তুলসী স্পর্শ করা উচিত নয়।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মী সর্বদা তুলসীতে থাকেন। নিয়ম অনুসারে, স্নান না করে কখনও তুলসী স্পর্শ করা উচিত নয়।
শাস্ত্র মতে একাদশী, রবিবার, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। প্রয়োজনে একদিন আগেও তুলে নিন। এটি শুভ ফল নিয়ে আসে এবং অর্থের অভাব রোধ করে।
শাস্ত্র মতে একাদশী, রবিবার, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। প্রয়োজনে একদিন আগেও তুলে নিন। এটি শুভ ফল নিয়ে আসে এবং অর্থের অভাব রোধ করে।
বাড়ির ছাদে তুলসী গাছ রাখা উচিত নয়। কারণ এতে ঘরে কলহ সৃষ্টি হতে পারে। এছাড়া তুলসী দিয়ে কোনও কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। আসলে এটাকে অশুভ মনে করা হয়।
বাড়ির ছাদে তুলসী গাছ রাখা উচিত নয়। কারণ এতে ঘরে কলহ সৃষ্টি হতে পারে। এছাড়া তুলসী দিয়ে কোনও কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। আসলে এটাকে অশুভ মনে করা হয়।