প্রভাতী সংগীতে আইসি অরূপ রায় 

Police Viral Song: পুলিশ মানেই গম্ভীর নয়, থানার আই সি-র গানে মন ভরছে, পুলিশ অফিসারের গান ভাইরাল

মুর্শিদাবাদ: যিনি আইনশৃঙ্খলা রক্ষা করেন, তিনি গান গাইতে সকলকে মোহিতও করতে পারেন ৷ সম্প্রতি এমন এক পুলিশ আধিকারিকের ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ হরিহরপাড়া থানার আইসি অরূপ রায়ের গানের প্রশংসা এখন ঘুরছে লোকের মুখে মুখে৷ পুলিশের কাজ দক্ষ হাতে সামাল দিয়ে গান করেও মানুষের মন জয় করছেন আইসি।

ইতি মধ্যেই ট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে হরিহরপাড়া থানা চত্বরকে। পাশাপাশি, তৈরি হয়েছে আনন্দ আশ্রম। আর সেই আশ্রমে এখন সকাল হলেই বাউল গানের আসর বসাচ্ছেন হরিহরপাড়া থানার আইসি অরূপ রায়। পুলিশের ডিউটির মাঝেই গান করে ভাইরাল অরূপ রায় । তার গানে মুগ্ধ এখন সকলেই। মুর্শিদাবাদের সদর ডিভিশনের অধীনস্থ হরিহরপাড়া থানাকে ‘ট্যুরিস্ট অ্যাট্রাকশন সেন্টার’ হিসেবে গড়ে তোলা হয়েছে সম্প্রতি।

আরও পড়ুনরোগীর আশপাশে যখন তখন ঘুরছে সাপ! চাপে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা

ভ্রমণার্থীরা মুর্শিদাবাদে ঘুরতে এসে ঢুঁ মারতে পারেন এই থানাতে। শুধু ঘোরা নয়, থাকার জন্য দু’টি অত্যাধুনিক গেস্ট রুম করা হয়েছে এখানে। শুধুমাত্র ভ্রমণের জন্যও থানায় আসবেন মানুষ। মেহেগিনির জঙ্গলের ভেতর, পুকুরের ধারে পথ চলা শুরু করেছে ‘আনন্দ আশ্রম’। নানা পাখি, ঝাঁক বেঁধে ঘোরা মাছের দল দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে পর্যটকরা টেরও পাবেন না।

বাড়তি পাওনা হবে, আনন্দ আশ্রমের প্রভাতী সংগীত, প্রভাতী সংগীতে দৈনন্দিন চলে গানের আসর। আর সেই আসরেই পুলিশের ডিউটির ফাঁকে বাউল গাইছেন আইসি অরূপ রায়। তবে ভ্রমণ পিপাসুরা সংগীতের আসরে মানুষের পাশাপাশি ছোট ছোট খরগোশ, কাঠবিড়ালি, এবং পাখিদের অংশগ্রহণ মানুষকে অবাক করবেই। মেডিটেশন করার একেবারে আদর্শ পরিবেশ এই আনন্দ আশ্রমে।

কৌশিক অধিকারী