দিঘা সমুদ্র সৈকত 

East Medinipur News:পাল্টে যাবে দিঘা! পর্যটকদের জন্য এ বার বিশাল এক সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন

ছুটির দিন বা উইকেন্ডে মানেই ব্যাগ কাঁধে সবাই মিলে কাছেপিঠে কোথাও বেরিয়ে পড়া। বন্ধু-বান্ধব,পরিবার নিয়ে হই হুল্লোড়। কাজের ব্যস্ততায় একটা উইকএণ্ড কাটাতে ভালবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। (সৈকত শী)
ছুটির দিন বা উইকেন্ডে মানেই ব্যাগ কাঁধে সবাই মিলে কাছেপিঠে কোথাও বেরিয়ে পড়া। বন্ধু-বান্ধব,পরিবার নিয়ে হই হুল্লোড়। কাজের ব্যস্ততায় একটা উইকএণ্ড কাটাতে ভালবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। (সৈকত শী)
আর বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা হল দিঘা। শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই বাঙালি পর্যটকদের প্রথম পছন্দ দিঘা। বর্তমান সময়ে দিঘায় শুধু মাত্র রাজ্যের বিভিন্ন জেলার পর্যটকেরা নয়, রাজ্য ছাড়িয়ে দেশ, ছাড়িয়ে বিদেশের পর্যটকেরাও দিঘায় আসছে। ফলে দিঘায় পর্যটকদের স্বাচ্ছন্দ দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। ছুটিতে বা পর্যটন মরশুমে দিঘায় আসা পর্যটকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন।
আর বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা হল দিঘা। শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই বাঙালি পর্যটকদের প্রথম পছন্দ দিঘা। বর্তমান সময়ে দিঘায় শুধু মাত্র রাজ্যের বিভিন্ন জেলার পর্যটকেরা নয়, রাজ্য ছাড়িয়ে দেশ, ছাড়িয়ে বিদেশের পর্যটকেরাও দিঘায় আসছে। ফলে দিঘায় পর্যটকদের স্বাচ্ছন্দ দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। ছুটিতে বা পর্যটন মরশুমে দিঘায় আসা পর্যটকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন।
সৈকত নগরীর নিউ দিঘায় অবৈধ হকার উচ্ছেদ অভিযান শুরু করলদিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সৈকত নগরী দিঘার রাস্তা পাশে অবৈধ ভাবে বসে থাকা ঝুঁপড়ি ও অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযানে নামে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারীকরা।
সৈকত নগরীর নিউ দিঘায় অবৈধ হকার উচ্ছেদ অভিযান শুরু করলদিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সৈকত নগরী দিঘার রাস্তা পাশে অবৈধ ভাবে বসে থাকা ঝুঁপড়ি ও অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযানে নামে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারীকরা।
 কোনও অপ্রতিকর ঘটনার এড়াতে মজুত ছিল দিঘা থানার বিশাল পুলিশ বাহিনী। সৈকত নগরীকে সুন্দর ও স্বচ্ছ রূপে পর্যটকদের কাছে তুলে ধরতে উদ্যোগী প্রশাসন। নিউ দিঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত রাস্তার দুধারে অবৈধ ভাবে যেসব হকাররা রাস্তা দখল করে ব্যবসা করছিল তাদের উচ্ছেদ অভিযান শুরু করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।

কোনও অপ্রতিকর ঘটনার এড়াতে মজুত ছিল দিঘা থানার বিশাল পুলিশ বাহিনী। সৈকত নগরীকে সুন্দর ও স্বচ্ছ রূপে পর্যটকদের কাছে তুলে ধরতে উদ্যোগী প্রশাসন। নিউ দিঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত রাস্তার দুধারে অবৈধ ভাবে যেসব হকাররা রাস্তা দখল করে ব্যবসা করছিল তাদের উচ্ছেদ অভিযান শুরু করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।
পর্ষদের আধিকারিকেরা জানান রাস্তা দখল করে ব্যবসা করায় দিঘায় আগত পর্ষটকেরা যাতায়াতের সমস্যা হচ্ছিল বলেও অভিযোগ জানিয়েছেন। ভিন রাজ্য শুধু নয়, ভিন দেশের বহু পর্যটক সৈকত নগরী দিঘায় বেড়াতে আসেন। রাস্তার দু'ধারে যত্রতত্র অবৈধভাবে জায়গা দখল করে যেসমস্ত হকাররা বসেছে তাদের সরে যাওয়ার জন্য বলা হলেও তারা কোনও গুরত্ব দেয়নি। সেই কারণেই কড়া পদক্ষেপ নিল প্রশাসন।
পর্ষদের আধিকারিকেরা জানান রাস্তা দখল করে ব্যবসা করায় দিঘায় আগত পর্ষটকেরা যাতায়াতের সমস্যা হচ্ছিল বলেও অভিযোগ জানিয়েছেন। ভিন রাজ্য শুধু নয়, ভিন দেশের বহু পর্যটক সৈকত নগরী দিঘায় বেড়াতে আসেন। রাস্তার দু’ধারে যত্রতত্র অবৈধভাবে জায়গা দখল করে যেসমস্ত হকাররা বসেছে তাদের সরে যাওয়ার জন্য বলা হলেও তারা কোনও গুরত্ব দেয়নি। সেই কারণেই কড়া পদক্ষেপ নিল প্রশাসন।
 এই প্রসঙ্গে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রতিনিধিচন্দন কর্মকার বলেন "দিঘায় অবৈধ হকার উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। আগে থেকে ব্যবসায়ীদের জানানো হয়েছিল।তারা কোনও নির্দেশ মান্যতা দেয়নি। দিঘা শংকরপুর উন্নয়ন পরিষদের অফিসে বিভিন্ন আধিকারিক, হোটেল অ্যাসোসিয়েশন, হকার এসোসিয়েশন, প্রভৃতি সংগঠনের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে। পর্যটন শহর এলাকায় দিন দিন বেড়ে চলেছে হকারের সংখ্যা।
এই প্রসঙ্গে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রতিনিধিচন্দন কর্মকার বলেন “দিঘায় অবৈধ হকার উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। আগে থেকে ব্যবসায়ীদের জানানো হয়েছিল।তারা কোনও নির্দেশ মান্যতা দেয়নি। দিঘা শংকরপুর উন্নয়ন পরিষদের অফিসে বিভিন্ন আধিকারিক, হোটেল অ্যাসোসিয়েশন, হকার এসোসিয়েশন, প্রভৃতি সংগঠনের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে। পর্যটন শহর এলাকায় দিন দিন বেড়ে চলেছে হকারের সংখ্যা।
সৈকত সরণীতে অবৈধ হকারদের দাপটে পর্যটকদের চলাফেরা কার্যত দায় হয়ে উঠেছে। কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে সি বিচ ও দিঘার যত্রতত্র গজিয়ে উঠছে অবৈধ দোকান। যার ফলে সমস্যায় পড়তে হয় পর্যটক থেকে আরম্ভ করে সাধারণ মানুষের।
সৈকত সরণীতে অবৈধ হকারদের দাপটে পর্যটকদের চলাফেরা কার্যত দায় হয়ে উঠেছে। কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে সি বিচ ও দিঘার যত্রতত্র গজিয়ে উঠছে অবৈধ দোকান। যার ফলে সমস্যায় পড়তে হয় পর্যটক থেকে আরম্ভ করে সাধারণ মানুষের।
প্রসঙ্গত প্রতিটি পর্যটন মরশুমে দিঘায় পর্যটকের ভিড় উত্তরোত্তর বাড়ছে। দিঘায় পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে তেমনইবাড়ছে অবৈধ বিভিন্ন দোকানের সংখ্যা। সব মিলিয়ে ছুটির দিনগুলিতে দিঘা সমুদ্র সৈকত সরণিতে হেঁটে চলা দায় হয়ে ওঠে। বর্ষায় দিঘায় প্রচুর পরিমাণে পর্যটক আসেন। তাই এবার পর্যটকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন।
প্রসঙ্গত প্রতিটি পর্যটন মরশুমে দিঘায় পর্যটকের ভিড় উত্তরোত্তর বাড়ছে। দিঘায় পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে তেমনইবাড়ছে অবৈধ বিভিন্ন দোকানের সংখ্যা। সব মিলিয়ে ছুটির দিনগুলিতে দিঘা সমুদ্র সৈকত সরণিতে হেঁটে চলা দায় হয়ে ওঠে। বর্ষায় দিঘায় প্রচুর পরিমাণে পর্যটক আসেন। তাই এবার পর্যটকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন।