দুর্গাপুজো ২০২৪

Durga Puja 2024: রথযাত্রার দিনই কেন প্রথম মাটি পড়ে দুর্গামূর্তিতে? কেন এই দিনটিকেই বাছা হয়? জানুন মাহাত্ম্য

*আর কয়েকদিন পরেই রথযাত্রা। কার্যত এই দিন থেকেই আমোদ প্রিয় বাঙালির উৎসবের মরশুম শুরু হয়ে যায়। রথযাত্রার দিনটি আরও অন্য একটি কারণে বিশেষ বাঙালির কাছে। কারণ এই দিন থেকেই বাঙালির আবেগের দুর্গাপুজোর ঢাকের প্রথম কাঠি পড়ে। এই দিনেই দুর্গা মূর্তির কাঠামোয় দেওয়া হয় প্রথম মাটি। প্রতিবেদনঃ নয়ন ঘোষ। সংগৃহীত ছবি। 
*আর কয়েকদিন পরেই রথযাত্রা। কার্যত এই দিন থেকেই আমোদ প্রিয় বাঙালির উৎসবের মরশুম শুরু হয়ে যায়। রথযাত্রার দিনটি আরও অন্য একটি কারণে বিশেষ বাঙালির কাছে। কারণ এই দিন থেকেই বাঙালির আবেগের দুর্গাপুজোর ঢাকের প্রথম কাঠি পড়ে। এই দিনেই দুর্গা মূর্তির কাঠামোয় দেওয়া হয় প্রথম মাটি। প্রতিবেদনঃ নয়ন ঘোষ। সংগৃহীত ছবি।
*দুর্গামূর্তি তৈরির কাজ শুরুর জন্য কেন এই দিনটিকেই বেছে নেওয়া হয়? কি বিশেষত্ব রয়েছে দিনটির? প্রবীণ প্রতিমা শিল্পী অনাথ পাল জানিয়েছেন, রথযাত্রার দিনটিকে বিশেষভাবে শুভ মনে করা হয়। মনে করা হয়, এই দিনে কোনও কাজ শুরু করলে, তা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। তাই এই দিনে দুর্গা পুজোর প্রথম কাজে হাত দেওয়া হয়। এই দিনে দুর্গা মূর্তির কাঠামোতে দেওয়া হয় মাটি। সংগৃহীত ছবি। 
*দুর্গামূর্তি তৈরির কাজ শুরুর জন্য কেন এই দিনটিকেই বেছে নেওয়া হয়? কি বিশেষত্ব রয়েছে দিনটির? প্রবীণ প্রতিমা শিল্পী অনাথ পাল জানিয়েছেন, রথযাত্রার দিনটিকে বিশেষভাবে শুভ মনে করা হয়। মনে করা হয়, এই দিনে কোনও কাজ শুরু করলে, তা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। তাই এই দিনে দুর্গা পুজোর প্রথম কাজে হাত দেওয়া হয়। এই দিনে দুর্গা মূর্তির কাঠামোতে দেওয়া হয় মাটি। সংগৃহীত ছবি।
*তিনি আরও জানিয়েছেন, রথযাত্রার দিনে দুর্গা মূর্তির কাঠামোতে মাটি দেওয়ার প্রথা বিশেষভাবে প্রচলিত রয়েছে প্রাচীন পুজোগুলির ক্ষেত্রে। জমিদার বাড়ির পুজো বা ঐতিহ্যবাহিবাড়ির পুজোগুলিতে এই নিয়ম এখনও মেনে চলা হয়। সংগৃহীত ছবি। 
*তিনি আরও জানিয়েছেন, রথযাত্রার দিনে দুর্গা মূর্তির কাঠামোতে মাটি দেওয়ার প্রথা বিশেষভাবে প্রচলিত রয়েছে প্রাচীন পুজোগুলির ক্ষেত্রে। জমিদার বাড়ির পুজো বা ঐতিহ্যবাহিবাড়ির পুজোগুলিতে এই নিয়ম এখনও মেনে চলা হয়। সংগৃহীত ছবি।
*যে সমস্ত পুজোগুলির বয়স কয়েকশো বছর বা তার বেশি, সেই সমস্ত পুজোগুলিতে এখনও নিয়ম করে রথযাত্রার দিনে কাঠামোতে মাটি দেওয়া হয়। তারপর ধীরে ধীরে তৈরি হয় মূর্তি। সংগৃহীত ছবি। 
*যে সমস্ত পুজোগুলির বয়স কয়েকশো বছর বা তার বেশি, সেই সমস্ত পুজোগুলিতে এখনও নিয়ম করে রথযাত্রার দিনে কাঠামোতে মাটি দেওয়া হয়। তারপর ধীরে ধীরে তৈরি হয় মূর্তি। সংগৃহীত ছবি।
*প্রবীণ প্রতিমা শিল্পী জানিয়েছেন, দুর্গামূর্তির কাঠামোয় প্রথম মাটি দেওয়ার পাশাপাশি, এখন অনেকে এই দিন মণ্ডপের খুঁটিপুজো করেন। এ দিন থেকে বাঙালির পুজোর প্রস্তুতি অনেক জায়গায় শুরু হয়ে যায়। আর যে কারণে কুমোরটুলিগুলিতেও এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কারণ দুর্গাপুজোর জন্য একাধিক অর্ডার থাকে। তাই সেই কাজ কিছুটা এগিয়ে রাখতে, অনেক আগে থেকেই তারা প্রস্তুতি শুরু করেন। সংগৃহীত ছবি।
*প্রবীণ প্রতিমা শিল্পী জানিয়েছেন, দুর্গামূর্তির কাঠামোয় প্রথম মাটি দেওয়ার পাশাপাশি, এখন অনেকে এই দিন মণ্ডপের খুঁটিপুজো করেন। এ দিন থেকে বাঙালির পুজোর প্রস্তুতি অনেক জায়গায় শুরু হয়ে যায়। আর যে কারণে কুমোরটুলিগুলিতেও এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কারণ দুর্গাপুজোর জন্য একাধিক অর্ডার থাকে। তাই সেই কাজ কিছুটা এগিয়ে রাখতে, অনেক আগে থেকেই তারা প্রস্তুতি শুরু করেন। সংগৃহীত ছবি।