ITR ফাইল করার শেষ তারিখ কবে দেখুন, সময় পেরিয়ে গেলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

অর্জিত আয় এবং আয়ের উপর দেওয়া করের হিসেব সরকারকে জানাতে ব্যক্তি, কোম্পানি এবং অন্যান্য করদাতাদের প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল করতে হয়।
অর্জিত আয় এবং আয়ের উপর দেওয়া করের হিসেব সরকারকে জানাতে ব্যক্তি, কোম্পানি এবং অন্যান্য করদাতাদের প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল করতে হয়।
আয়কর রিটার্ন দাখিল করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার। সময়সীমা পেরিয়ে গেলে জরিমানা দিতে হয়। আইটিআর দাখিল করার শেষ তারিখ বা নির্ধারিত তারিখ নির্ভর করে করদাতা কোন বিভাগে পড়ছেন তার উপর।
আয়কর রিটার্ন দাখিল করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার। সময়সীমা পেরিয়ে গেলে জরিমানা দিতে হয়। আইটিআর দাখিল করার শেষ তারিখ বা নির্ধারিত তারিখ নির্ভর করে করদাতা কোন বিভাগে পড়ছেন তার উপর।
যেমন বেতনভোগী ব্যক্তি বা অন্যান্য করদাতা, যাঁদের অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন নেই, তাঁদের ২০২৪ সালের ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আবার যাঁদের অ্যাকাউন্ট অডিট করা প্রয়োজন কিন্তু স্থানান্তর মূল্য প্রযোজ্য নয়, তাঁদের আইটিআর দাখিল করতে হয় ৩১ অক্টোবরের মধ্যে।
যেমন বেতনভোগী ব্যক্তি বা অন্যান্য করদাতা, যাঁদের অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন নেই, তাঁদের ২০২৪ সালের ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আবার যাঁদের অ্যাকাউন্ট অডিট করা প্রয়োজন কিন্তু স্থানান্তর মূল্য প্রযোজ্য নয়, তাঁদের আইটিআর দাখিল করতে হয় ৩১ অক্টোবরের মধ্যে।
যে করদাতাদের ধারা ৯২ই-এর অধীনে রিপোর্ট দিতে হয়, তাঁদের ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। প্রত্যেক করদাতাদের জন্য বিলম্বিত আইটিআর দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর। সংশোধিত আইটিআর-ও ৩১ ডিসেমম্বরের মধ্যে দাখিল করতে হয়।
যে করদাতাদের ধারা ৯২ই-এর অধীনে রিপোর্ট দিতে হয়, তাঁদের ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। প্রত্যেক করদাতাদের জন্য বিলম্বিত আইটিআর দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর। সংশোধিত আইটিআর-ও ৩১ ডিসেমম্বরের মধ্যে দাখিল করতে হয়।
নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে করদাতার উপর জরিমানা আরোপ করা হয়। শুধু তাই নয়, ফাইলিং ফি বা জরিমানা ছাড়া অন্যান্য কর সুবিধা থেকেও বঞ্চিত হন করদাতা। বলে রাখা ভাল, আইটিআর ফাইল করার তারিখ বা সময়সীমা হল আসলে আইটিআর ফাইল করার শেষ তারিখ। যদিও আইটিআর নির্ধারিত তারিখ বা শেষ তারিখের পরে ফাইল করা যেতে পারে তবে জরিমানা দিতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে করদাতার উপর জরিমানা আরোপ করা হয়। শুধু তাই নয়, ফাইলিং ফি বা জরিমানা ছাড়া অন্যান্য কর সুবিধা থেকেও বঞ্চিত হন করদাতা। বলে রাখা ভাল, আইটিআর ফাইল করার তারিখ বা সময়সীমা হল আসলে আইটিআর ফাইল করার শেষ তারিখ। যদিও আইটিআর নির্ধারিত তারিখ বা শেষ তারিখের পরে ফাইল করা যেতে পারে তবে জরিমানা দিতে হবে।
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আইটিআর দাখিল করলে আয়কর আইন ১৯৬১-এর ধারা ২৩৪এফ-এর আওতায় জরিমানা ধার্য করা হয়। বর্তমানে বিলম্বিত আইটিআর ফাইল করার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়। যে করদাতাদের করযোগ্য আয় ৫ লাখ টাকার কম তাঁদের ১০০০ টাকা জরিমানা দিতে হয়।
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আইটিআর দাখিল করলে আয়কর আইন ১৯৬১-এর ধারা ২৩৪এফ-এর আওতায় জরিমানা ধার্য করা হয়। বর্তমানে বিলম্বিত আইটিআর ফাইল করার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়। যে করদাতাদের করযোগ্য আয় ৫ লাখ টাকার কম তাঁদের ১০০০ টাকা জরিমানা দিতে হয়।
ধারা ২৩৪এ-এর আওতায় জরিমানার উপর সুদও আরোপ করা হতে পারে। অগ্রিম ট্যাক্স পেমেন্ট স্থগিত বা পরিশোধে বিলম্ব হলে সুদের উপর জরিমানা প্রযোজ্য হতে পারে। ধারা ২৩৪এ/বি/সি-র আওতায় শাস্তিমূলক সুদ প্রতি মাসে ১ শতাংশ।
ধারা ২৩৪এ-এর আওতায় জরিমানার উপর সুদও আরোপ করা হতে পারে। অগ্রিম ট্যাক্স পেমেন্ট স্থগিত বা পরিশোধে বিলম্ব হলে সুদের উপর জরিমানা প্রযোজ্য হতে পারে। ধারা ২৩৪এ/বি/সি-র আওতায় শাস্তিমূলক সুদ প্রতি মাসে ১ শতাংশ।