Cyber Crime: আপনার টাকা অন্যের পকেটে! ফাঁদে পা দিলেই সবশেষ! বাজারে ঘুরছে সাইবার ক্রাইমের নতুন চক্র

বর্তমানে দিনে সাইবার ক্রাইমের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গ্যাসের ভর্তুকি কানেকশন হোক বা বিদ্যুৎ সংযোগ কানেকশন দিয়ে আসছে ফোনকল। আর সেই ফোন ধরেই নিজের সমস্ত তথ্য আদান প্রদান করেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে ফাঁকা। জালিয়াতির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষজন। তাই এবার সাইবার প্রতারণা থেকে বাঁচতে পরামর্শ দিল মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগের কর্মীরা। (কৌশিক অধিকারী)
বর্তমানে দিনে সাইবার ক্রাইমের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গ্যাসের ভর্তুকি কানেকশন হোক বা বিদ্যুৎ সংযোগ কানেকশন দিয়ে আসছে ফোনকল। আর সেই ফোন ধরেই নিজের সমস্ত তথ্য আদান প্রদান করেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে ফাঁকা। জালিয়াতির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষজন। তাই এবার সাইবার প্রতারণা থেকে বাঁচতে পরামর্শ দিল মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগের কর্মীরা। (কৌশিক অধিকারী)
এএসআই অতিন সরকার জানিয়েছেন, এটিএম জালিয়াতি থেকে এটিএম এক্সচেঞ্জ অনেকে অভিযোগ আসছে বর্তমান দিনে। কোনও এটিএম থেকে টাকা তুলতে গিয়ে অসুবিধে পড়লে অনেকের সাহায্য নেওয়া হয়। যার কারণে জালিয়াতির সংখ্যা অনেক বেড়ে যায়।
এএসআই অতিন সরকার জানিয়েছেন, এটিএম জালিয়াতি থেকে এটিএম এক্সচেঞ্জ অনেকে অভিযোগ আসছে বর্তমান দিনে। কোনও এটিএম থেকে টাকা তুলতে গিয়ে অসুবিধে পড়লে অনেকের সাহায্য নেওয়া হয়। যার কারণে জালিয়াতির সংখ্যা অনেক বেড়ে যায়।
এটিএম থেকে টাকা তোলার সময় দেখতে হবে, সেই কাউন্টারের ভিতরে অপরিচিত ব্যক্তি যেন না থাকে। অপরিচিত ব্যক্তির কাছ থেকে যদি সাহায্যে নিতে হয় তাহলে এটিএম ছাড়ার পুর্বে অবশ্যই নিশ্চিত হতে হবে নিজের এটিএম কার্ড আছে কিনা। যে এটিএমে সিকিউরিটি গার্ড থাকে না সেই এটিএম এরিয়ে চলতে হবে।
এটিএম থেকে টাকা তোলার সময় দেখতে হবে, সেই কাউন্টারের ভিতরে অপরিচিত ব্যক্তি যেন না থাকে। অপরিচিত ব্যক্তির কাছ থেকে যদি সাহায্যে নিতে হয় তাহলে এটিএম ছাড়ার পুর্বে অবশ্যই নিশ্চিত হতে হবে নিজের এটিএম কার্ড আছে কিনা। যে এটিএমে সিকিউরিটি গার্ড থাকে না সেই এটিএম এরিয়ে চলতে হবে।
এছাড়াও বর্তমানে নতুন সাইবার জালিয়াতি চলছে, গ্যাসের ভর্তুকি টাকা ঢোকার নামে ভুয়ো ম্যাসেজ। ফোন করে জানানো হচ্ছে গ্রাহকের KYC ওভার হয়ে গেছে। KYC না জানানো হলে গ্যাস সিলিন্ডার পাবে না। ফোনের অপরপ্রান্ত থেকে যা যা তথ্য চাইছে তা দিয়ে OTP শেয়ার করা হচ্ছে এবং জালিয়াত পরক্ষণেই টাকা তুলে নিচ্ছে। এই ধরনের ফোন এলে ফোন কেটে দিয়ে ব্লক করে দেবেন। অতি দ্রুত গ্যাসের অফিসের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের ফোনের কনফার্ম করতে হবে।
এছাড়াও বর্তমানে নতুন সাইবার জালিয়াতি চলছে, গ্যাসের ভর্তুকি টাকা ঢোকার নামে ভুয়ো ম্যাসেজ। ফোন করে জানানো হচ্ছে গ্রাহকের KYC ওভার হয়ে গেছে। KYC না জানানো হলে গ্যাস সিলিন্ডার পাবে না। ফোনের অপরপ্রান্ত থেকে যা যা তথ্য চাইছে তা দিয়ে OTP শেয়ার করা হচ্ছে এবং জালিয়াত পরক্ষণেই টাকা তুলে নিচ্ছে। এই ধরনের ফোন এলে ফোন কেটে দিয়ে ব্লক করে দেবেন। অতি দ্রুত গ্যাসের অফিসের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের ফোনের কনফার্ম করতে হবে।
এমনকি বর্তমান দিনে ইলেকট্রিক কালেকশন ক্ষেত্রে একই ভাবে বিলের সাবসিটি দেওয়া হবে বলেও ফোন আসছে। কানেকশন দেওয়ার নামে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। ফোনের মাধ্যমে ইলেকট্রিক কানেকশন বা গ্যাসের সংযোগের জন্য দফতর থেকে ফোন আসেনা। এমনকি SMS এলে জবাব না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমনকি বর্তমান দিনে ইলেকট্রিক কালেকশন ক্ষেত্রে একই ভাবে বিলের সাবসিডি দেওয়া হবে বলেও ফোন আসছে। কানেকশন দেওয়ার নামে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। ফোনের মাধ্যমে ইলেকট্রিক কানেকশন বা গ্যাসের সংযোগের জন্য দফতর থেকে ফোন আসেনা। এমনকি SMS এলে জবাব না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যদি প্রতারণার স্বীকার হন সাধারণ মানুষ তৎক্ষণাৎ নিকটবর্তী সাইবার ক্রাইম থানা, বা 1930 তে অভিযোগ এমনকি cybercrime.gov.in পোর্টালে গিয়েও রিপোর্ট করানো যেতে পারে।
যদি প্রতারণার স্বীকার হন সাধারণ মানুষ তৎক্ষণাৎ নিকটবর্তী সাইবার ক্রাইম থানা, বা 1930 তে অভিযোগ এমনকি cybercrime.gov.in পোর্টালে গিয়েও রিপোর্ট করানো যেতে পারে।