বেইলি ব্রিজ তৈরি করেছেন সেনা জওয়ানরা 

Sikkim Landslide Latest News: এরই নাম ভারতীয় সেনা! সিকিমকে ‘বাঁচাতে’ দুর্গম এলাকায় সেনাবাহিনী যা করল, কুর্নিশ জানাচ্ছে দেশ

৭২ ঘণ্টায় ৭০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু তৈরি করে উত্তর সিকিমকে সেনাবাহিনী 'অক্সিজেন' জোগাল। সম্প্রতি প্রবল বর্ষণের জেরে উত্তর সিকিম বিচ্ছিন্ন হয়ে পড়ে।
p ৭২ ঘণ্টায় ৭০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু তৈরি করে উত্তর সিকিমকে সেনাবাহিনী ‘অক্সিজেন’ জোগাল। সম্প্রতি প্রবল বর্ষণের জেরে উত্তর সিকিম বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ভূমিধসের জেরে যেমন একাধিক রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তেমনই জলের স্রোতে বেশ কয়েকটি সেতু উড়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উত্তর সিকিমের সঙ্গে।
ভূমিধসের জেরে যেমন একাধিক রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তেমনই জলের স্রোতে বেশ কয়েকটি সেতু উড়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উত্তর সিকিমের সঙ্গে।
নতুন নির্মিত বেইলি ব্রিজ সেই যোগাযোগ নতুন করে স্থাপন করল। গ্যাংটকের ডিকচু-সংকলং রোডে এত কম সময়ে ৭০ ফুটের বেইলি ব্রিজ বানিয়ে দিয়ে নজির গড়লেন সেনা জওয়ানরা।
নতুন নির্মিত বেইলি ব্রিজ সেই যোগাযোগ নতুন করে স্থাপন করল। গ্যাংটকের ডিকচু-সংকলং রোডে এত কম সময়ে ৭০ ফুটের বেইলি ব্রিজ বানিয়ে দিয়ে নজির গড়লেন সেনা জওয়ানরা।
এই সেতুটি ডিকচু ও সংকলং-এর মধ্যে যোগাযোগ তৈরি করবে। রাস্তাটি চলে গিয়েছে চুংথাং-এর দিকে। ফলে মানগান জেলায় দুর্যোগের কবলে পড়া মানুষের কাছে ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজটি সহজেই করা যাবে।
এই সেতুটি ডিকচু ও সংকলং-এর মধ্যে যোগাযোগ তৈরি করবে। রাস্তাটি চলে গিয়েছে চুংথাং-এর দিকে। ফলে মানগান জেলায় দুর্যোগের কবলে পড়া মানুষের কাছে ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজটি সহজেই করা যাবে।
রাজ্যের বনমন্ত্রী ও বিপর্যয় মোকাবিলায় রাজ্য সচিব পিনস্টো নামগ্যাল লেপচা সেতুটি পরিদর্শনে গিয়েছিলেন। এত দ্রুত এত বড় সেতু বানিয়ে ফেলার জন্য ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
রাজ্যের বনমন্ত্রী ও বিপর্যয় মোকাবিলায় রাজ্য সচিব পিনস্টো নামগ্যাল লেপচা সেতুটি পরিদর্শনে গিয়েছিলেন। এত দ্রুত এত বড় সেতু বানিয়ে ফেলার জন্য ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।