Tag Archives: North Sikkim

Sikkim Landslide Latest News: এরই নাম ভারতীয় সেনা! সিকিমকে ‘বাঁচাতে’ দুর্গম এলাকায় সেনাবাহিনী যা করল, কুর্নিশ জানাচ্ছে দেশ

৭২ ঘণ্টায় ৭০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু তৈরি করে উত্তর সিকিমকে সেনাবাহিনী 'অক্সিজেন' জোগাল। সম্প্রতি প্রবল বর্ষণের জেরে উত্তর সিকিম বিচ্ছিন্ন হয়ে পড়ে।
p ৭২ ঘণ্টায় ৭০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু তৈরি করে উত্তর সিকিমকে সেনাবাহিনী ‘অক্সিজেন’ জোগাল। সম্প্রতি প্রবল বর্ষণের জেরে উত্তর সিকিম বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ভূমিধসের জেরে যেমন একাধিক রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তেমনই জলের স্রোতে বেশ কয়েকটি সেতু উড়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উত্তর সিকিমের সঙ্গে।
ভূমিধসের জেরে যেমন একাধিক রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তেমনই জলের স্রোতে বেশ কয়েকটি সেতু উড়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উত্তর সিকিমের সঙ্গে।
নতুন নির্মিত বেইলি ব্রিজ সেই যোগাযোগ নতুন করে স্থাপন করল। গ্যাংটকের ডিকচু-সংকলং রোডে এত কম সময়ে ৭০ ফুটের বেইলি ব্রিজ বানিয়ে দিয়ে নজির গড়লেন সেনা জওয়ানরা।
নতুন নির্মিত বেইলি ব্রিজ সেই যোগাযোগ নতুন করে স্থাপন করল। গ্যাংটকের ডিকচু-সংকলং রোডে এত কম সময়ে ৭০ ফুটের বেইলি ব্রিজ বানিয়ে দিয়ে নজির গড়লেন সেনা জওয়ানরা।
এই সেতুটি ডিকচু ও সংকলং-এর মধ্যে যোগাযোগ তৈরি করবে। রাস্তাটি চলে গিয়েছে চুংথাং-এর দিকে। ফলে মানগান জেলায় দুর্যোগের কবলে পড়া মানুষের কাছে ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজটি সহজেই করা যাবে।
এই সেতুটি ডিকচু ও সংকলং-এর মধ্যে যোগাযোগ তৈরি করবে। রাস্তাটি চলে গিয়েছে চুংথাং-এর দিকে। ফলে মানগান জেলায় দুর্যোগের কবলে পড়া মানুষের কাছে ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজটি সহজেই করা যাবে।
রাজ্যের বনমন্ত্রী ও বিপর্যয় মোকাবিলায় রাজ্য সচিব পিনস্টো নামগ্যাল লেপচা সেতুটি পরিদর্শনে গিয়েছিলেন। এত দ্রুত এত বড় সেতু বানিয়ে ফেলার জন্য ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
রাজ্যের বনমন্ত্রী ও বিপর্যয় মোকাবিলায় রাজ্য সচিব পিনস্টো নামগ্যাল লেপচা সেতুটি পরিদর্শনে গিয়েছিলেন। এত দ্রুত এত বড় সেতু বানিয়ে ফেলার জন্য ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Sikkim Disaster: ‘খাবার নেই, নেটওয়ার্ক নেই, বাড়ি ফেরান দ্রুত…’ পর্যটকদের কাতর আর্তি! সিকিমের লাচুংয়ে প্রবল আতঙ্ক!

উত্তরবঙ্গে দুর্যোগ থেকে এখনও রেহাই নেই। নতুন করে ধস নামল বাংলা-সিকিম লাইফ লাইনে। ১০ নং জাতীয় সড়কে ধস নামায় ফের বিপদ বাড়ল পর্যটকদের।
উত্তরবঙ্গে দুর্যোগ থেকে এখনও রেহাই নেই। নতুন করে ধস নামল বাংলা-সিকিম লাইফ লাইনে। ১০ নং জাতীয় সড়কে ধস নামায় ফের বিপদ বাড়ল পর্যটকদের।
নতুন করে ধস গেইলখোলায়। আজ দিনভর বন্ধ থাকবে জাতীয় সড়ক। নজরদারিতে DSP পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে কালিম্পং পুলিশের স্পেশ্যাল টিম।
নতুন করে ধস গেইলখোলায়। আজ দিনভর বন্ধ থাকবে জাতীয় সড়ক। নজরদারিতে DSP পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে কালিম্পং পুলিশের স্পেশ্যাল টিম।
মাঝে ছোট গাড়ি জাতীয় সড়ক দিয়ে চলাচল শুরু করলেও, রবিবার সকালে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
মাঝে ছোট গাড়ি জাতীয় সড়ক দিয়ে চলাচল শুরু করলেও, রবিবার সকালে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
উত্তর সিকিমের লাচুংয়ে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকদের আর্তি, ‘‘বাড়িতে ফেরান দ্রুত। আলো নেই। নেটওয়ার্ক নেই। খাওয়া নেই।’’
উত্তর সিকিমের লাচুংয়ে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকদের আর্তি, ‘‘বাড়িতে ফেরান দ্রুত। আলো নেই। নেটওয়ার্ক নেই। খাওয়া নেই।’’
আবহাওয়া খারাপ থাকায় আজ হেলিকপ্টার উড়তে পারেনি। ১২০০ জন ভারতীয় পর্যটক এখনও আটকে সিকিমে। গতকালই সিকিমের মুখ্যমন্ত্রী জানান, আবহাওয়া অনুকূল হলেই পর্যটকদের ফেরানো হবে। বায়ুসেনার সঙ্গে কথা হয়েছে।
আবহাওয়া খারাপ থাকায় আজ হেলিকপ্টার উড়তে পারেনি। ১২০০ জন ভারতীয় পর্যটক এখনও আটকে সিকিমে। গতকালই সিকিমের মুখ্যমন্ত্রী জানান, আবহাওয়া অনুকূল হলেই পর্যটকদের ফেরানো হবে। বায়ুসেনার সঙ্গে কথা হয়েছে।
এদিকে এখনও পাহাড়জুড়ে অবিরাম বৃষ্টি হয়েছে জের। জল বাড়ল মহানন্দা নদীতেও। তবে বিপদসীমা এখনও অতিক্রম করেনি। অবিরাম বৃষ্টির জেরে জলস্রোতে ভেসে গেল ডুডুয়া নদীর উপরে থাকা বাঁশের সাঁকো।
এদিকে এখনও পাহাড়জুড়ে অবিরাম বৃষ্টি হয়েছে জের। জল বাড়ল মহানন্দা নদীতেও। তবে বিপদসীমা এখনও অতিক্রম করেনি। অবিরাম বৃষ্টির জেরে জলস্রোতে ভেসে গেল ডুডুয়া নদীর উপরে থাকা বাঁশের সাঁকো।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোররা ২নং ও ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাসিন্দারা।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোররা ২নং ও ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাসিন্দারা।
দুই গ্রামের যোগাযোগের একমাত্র ভরসা সেই বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় বিরাট সমস্যায় পড়েছে দু’টি গ্রামের বাসিন্দারা।
দুই গ্রামের যোগাযোগের একমাত্র ভরসা সেই বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় বিরাট সমস্যায় পড়েছে দু’টি গ্রামের বাসিন্দারা।

Sikkim Landslide Latest News: ভয়াবহ পরিস্থিতি সিকিমের; রাস্তায় বইছে তিস্তার জল, মঙ্গনে ধসে আটকে লাশ! দেখুন

বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ, সিকিম জুড়ে অতিভারী বৃষ্টি হচ্ছে। তার জেরে জল বাড়ছে তিস্তা নদীতে। আর সেই জল বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে। জলস্তর বাড়ায় তিস্তাবাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ।
বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ, সিকিম জুড়ে অতিভারী বৃষ্টি হচ্ছে। তার জেরে জল বাড়ছে তিস্তা নদীতে। আর সেই জল বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে। জলস্তর বাড়ায় তিস্তাবাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ।
তিস্তার জলস্তর এতটাই বেড়েছে যে দক্ষিণ সিকিমের মল্লি স্টেডিয়ামের উপর দিয়ে জল বয়ে চলেছে। পরিস্থিতি মোকাবিলায় সিকিম প্রশাসন সব রকম ভাবে চেষ্টা করছে। যে সকল জায়গায় রাস্তা বন্ধ হচ্ছে সেই জায়গা পুনরায় ঠিক করার চেষ্টা করা হচ্ছে।
তিস্তার জলস্তর এতটাই বেড়েছে যে দক্ষিণ সিকিমের মল্লি স্টেডিয়ামের উপর দিয়ে জল বয়ে চলেছে। পরিস্থিতি মোকাবিলায় সিকিম প্রশাসন সব রকম ভাবে চেষ্টা করছে। যে সকল জায়গায় রাস্তা বন্ধ হচ্ছে সেই জায়গা পুনরায় ঠিক করার চেষ্টা করা হচ্ছে।
শুধু তাই নয়, বৃষ্টির জেরে সিকিমের একাধিক এলাকায় পাহাড় থেকে ধস নেমেছে। উত্তর সিকিমে মঙ্গন-এর রাস্তা ধসে গিয়েছে। ডিজঙ্গু এলাকায় যাওয়ার রাস্তা কার্যত নেই। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ টিরও বেশি বাড়ি।
শুধু তাই নয়, বৃষ্টির জেরে সিকিমের একাধিক এলাকায় পাহাড় থেকে ধস নেমেছে। উত্তর সিকিমে মঙ্গন-এর রাস্তা ধসে গিয়েছে। ডিজঙ্গু এলাকায় যাওয়ার রাস্তা কার্যত নেই। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ টিরও বেশি বাড়ি।
প্রশাসন সূত্রে খবর, মঙ্গনের কাছে পাকশেপ বলে এলাকায় দু'জন এখনও নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, আম্বিথাং এ তিন জন এখনও নিখোঁজ। সংকলাং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সিকিমে মোবাইল নেটওয়ার্ক সমস্যা।
প্রশাসন সূত্রে খবর, মঙ্গনের কাছে পাকশেপ বলে এলাকায় দু’জন এখনও নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, আম্বিথাং-এ তিন জন এখনও নিখোঁজ। সংকলাং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সিকিমে মোবাইল নেটওয়ার্ক সমস্যা।
প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবং ক্ষয়ক্ষতি কমানোর জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসক হেম কুমার ছেত্রী জেলার সমস্ত বিভাগের প্রধানদের সঙ্গে একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।
প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবং ক্ষয়ক্ষতি কমানোর জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসক হেম কুমার ছেত্রী জেলার সমস্ত বিভাগের প্রধানদের সঙ্গে একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।
ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য মংশিলা ডিগ্রি কলেজের কাছে জাতীয় সড়কে একটি সিবি মেশিন ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে দুর্যোগ অব্যাহত। বৃষ্টি বন্ধ না হলে দুর্যোগ আরও বেশ কয়েকদিন চলবে বলেও মনে করা হচ্ছে।
ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য মংশিলা ডিগ্রি কলেজের কাছে জাতীয় সড়কে একটি সিবি মেশিন ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে দুর্যোগ অব্যাহত। বৃষ্টি বন্ধ না হলে দুর্যোগ আরও বেশ কয়েকদিন চলবে বলেও মনে করা হচ্ছে।

Sikkim Accident: সিকিম যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা! পর্যটকদের নিয়ে তিস্তার খাদে পড়ল গাড়ি!

লিকুভির, কালিম্পং: গ্যাংটকে যাওয়ার পথে দুর্ঘটনায় পর্যটক-বোঝাই গাড়ি। ১০ নং জাতীয় সড়কের লিকুভিরে তিস্তার খাদে গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়িটি। পরে স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় চালক এবং দুই পর্যটককে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হায়দরাবাদ থেকে গ্যাংটক বেড়াতে এসেছিলেন দুই পর্যটক।

প্রসঙ্গত, সিকিমে টানা বৃষ্টিতে জল বাড়ছে তিস্তা নদীতে। উত্তরের দিকে কয়েক জায়গায় রীতি মতো ফুঁসছে তিস্তা। শুক্রবার থেকে উত্তর সিকিমের একটি বড় অংশ বিপর্যস্ত। বন্ধ অনেক রাস্তা। শনিবার সকালে কিছু এলাকায় তিস্তার জল উদ্বেগজনক ভাবে বেড়ে ওঠায় সেনাবাহিনীর তরফে প্রতিটি ইউনিটে সতর্কবার্তা জারি করা হয়েছে।

আরও পড়ুন: মুখে গেলেই হার্ট অ্যাটাক-মৃত্যু, সাপের বিষও ফেল! খুব সাবধান, এই চেনা গাছ আপনার বাড়ি-আশেপাশে নেই তো?

সতর্ক করা হয়েছে, গজলডোবার তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষকেও। গত অক্টোবর মাসে তিস্তায় হড়পা বানে বারদাং এবং মুনসি‌থাং এলাকায় সেনা ছাউনি জলের তোড়ে ভেসে গিয়েছিল। সিকিম থেকে ডুয়ার্স হয়ে জলপাইগুড়ি, কোচবিহার জেলা অবধি তিস্তা এবং তিস্তার অববাহিকা জুড়ে ভেসে গিয়েছিল সেনার বিভিন্ন অস্ত্রশস্ত্র। এবারও তিস্তা ফুঁসছে। ধস নামছে পাহাড়ের বিভিন্ন জায়গায়। এরই মধ্যে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা।

Sikkim Tour: সিকিম ঘোরা নিয়ে বিরাট খবর! এসে পৌঁছল একটি চিঠি, এবার কমবে সিকিমের বিপুল গাড়িভাড়া-খরচ?

সিকিম মানেই যেমন অপার সৌন্দর্য, সিকিম মানে তেমনই পকেট খালিও। সিকিম পর্যটকদের দীর্ঘদিনের অভিযোগ গাড়ি ভাড়া নিয়ে। ঘোরার জন্য গাড়ি ভাড়ায় যা দর হাঁকে চালকরা, তাতেই অনেকের ঘোরা মাটি হয়ে যায়। দীর্ঘদিনের এই অভিযোগের প্রেক্ষিতে এই পরিস্থিতিতে এবার নড়েচড়ে বসল পর্যটন মন্ত্রক।
সিকিম মানেই যেমন অপার সৌন্দর্য, সিকিম মানে তেমনই পকেট খালিও। সিকিম পর্যটকদের দীর্ঘদিনের অভিযোগ গাড়ি ভাড়া নিয়ে। ঘোরার জন্য গাড়ি ভাড়ায় যা দর হাঁকে চালকরা, তাতেই অনেকের ঘোরা মাটি হয়ে যায়। দীর্ঘদিনের এই অভিযোগের প্রেক্ষিতে এই পরিস্থিতিতে এবার নড়েচড়ে বসল পর্যটন মন্ত্রক।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক সিকিম পর্যটন দফতরকে চিঠি দিয়ে লাগামছাড়া গাড়ি ভাড়া নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, পর্যটকদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ওই চিঠিতে।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক সিকিম পর্যটন দফতরকে চিঠি দিয়ে লাগামছাড়া গাড়ি ভাড়া নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, পর্যটকদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ওই চিঠিতে।
গত ১৩ মে সেন্ট্রাল পাবলিক গ্রিভ্যান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টমের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে সিকিম সরকারকে। সেখানেই একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, একাধিক পর্যটকের থেকে দীর্ঘদিন ধরে পাওয়া অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হল।
গত ১৩ মে সেন্ট্রাল পাবলিক গ্রিভ্যান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টমের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে সিকিম সরকারকে। সেখানেই একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, একাধিক পর্যটকের থেকে দীর্ঘদিন ধরে পাওয়া অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হল।
সূত্রের খবর, কেন্দ্রের এক আধিকারিকের সিকিম ভ্রমণের খারাপ অভিজ্ঞতার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। পারমিট এবং ট্যুরিস্ট স্পটে ভ্রমণ করানোর জন্য ট্রাভেল এজেন্সিগুলি পর্যটকদের থেকে বিপুল পরিমান টাকা নিচ্ছে বলে অভিযোগ। বিষয়গুলি অবিলম্বে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, কেন্দ্রের এক আধিকারিকের সিকিম ভ্রমণের খারাপ অভিজ্ঞতার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। পারমিট এবং ট্যুরিস্ট স্পটে ভ্রমণ করানোর জন্য ট্রাভেল এজেন্সিগুলি পর্যটকদের থেকে বিপুল পরিমান টাকা নিচ্ছে বলে অভিযোগ। বিষয়গুলি অবিলম্বে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রকের প্রাক্তন অতিরিক্ত কমিশনার কে পি ওয়াসনিক গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সপরিবারে দার্জিলিং এবং সিকিম ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু সিকিম ভ্রমণ প্রসঙ্গে তিনি অভিযোগ জানিয়েছেন, গাড়ির দর আকাশছোঁয়া। পর্যটকদের লুঠ করা হচ্ছে। সিকিম সরকারের উচিত গাড়ির জন্য সুনির্দিষ্ট রেটচার্ট তৈরি করে দেওয়া।
কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রকের প্রাক্তন অতিরিক্ত কমিশনার কে পি ওয়াসনিক গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সপরিবারে দার্জিলিং এবং সিকিম ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু সিকিম ভ্রমণ প্রসঙ্গে তিনি অভিযোগ জানিয়েছেন, গাড়ির দর আকাশছোঁয়া। পর্যটকদের লুঠ করা হচ্ছে। সিকিম সরকারের উচিত গাড়ির জন্য সুনির্দিষ্ট রেটচার্ট তৈরি করে দেওয়া।
সিকিমের ঘোরার বাজেটও অনেক সময় সীমা ছাড়িয়ে যাচ্ছে। খরচের ধাক্কায় সিকিমের প্ল্যান ভুলে অন্য পর্যটন কেন্দ্রের দিকে পা বাড়াচ্ছেন পর্যটকেরা। এই নিয়ে চিন্তায় পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবসায়ীরাও। এরাজ্য হোক কিংবা অন্য রাজ্য। পর্যটকদের কাছে যেমন দার্জিলিং প্রিয়, তেমনি সিকিম অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন।
সিকিমের ঘোরার বাজেটও অনেক সময় সীমা ছাড়িয়ে যাচ্ছে। খরচের ধাক্কায় সিকিমের প্ল্যান ভুলে অন্য পর্যটন কেন্দ্রের দিকে পা বাড়াচ্ছেন পর্যটকেরা। এই নিয়ে চিন্তায় পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবসায়ীরাও। এরাজ্য হোক কিংবা অন্য রাজ্য। পর্যটকদের কাছে যেমন দার্জিলিং প্রিয়, তেমনি সিকিম অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন।
একদিনের জন্যের গাড়ির ভাড়া আকাশছোঁয়া। সম্প্রতি সিকিমের গাড়িভাড়া অত্যাধিক হারে বৃদ্ধি বেড়েছে। পাশাপাশি হোটেল ও খাবার খরচও তুলনামূলকভাবে বেড়েছে।
একদিনের জন্যের গাড়ির ভাড়া আকাশছোঁয়া। সম্প্রতি সিকিমের গাড়িভাড়া অত্যাধিক হারে বৃদ্ধি বেড়েছে। পাশাপাশি হোটেল ও খাবার খরচও তুলনামূলকভাবে বেড়েছে।
ফলে পরিবার কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে সিকিম ঘুরতে গিয়ে এখন বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। অনেকেই সিকিম যাওয়ার আগে আগাম খোঁজখবর নেন। আর সেই খোঁজ করতে গিয়ে গাড়িভাড়ার খরচ শুনে শেষ পর্যন্ত ট্যুর বাতিল করে দিচ্ছেন বলে খবর।

ফলে পরিবার কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে সিকিম ঘুরতে গিয়ে এখন বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। অনেকেই সিকিম যাওয়ার আগে আগাম খোঁজখবর নেন। আর সেই খোঁজ করতে গিয়ে গাড়িভাড়ার খরচ শুনে শেষ পর্যন্ত ট্যুর বাতিল করে দিচ্ছেন বলে খবর।