প্রতীকী ছবি

Indian Railways Good News: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কম সময়েই কাজ শেষ, তাও বাতিলের তালিকায় বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন, রইল লিস্ট

: দশ দিন নয় রথযাত্রা উৎসবের আগেই চটজলদি শেষ হবে নন-ইন্টারলকিং এর কাজ। কাজে গতি বাড়িয়ে ১০ দিনের পরিবর্তে ৮ দিনে শেষ করা হবে নন-ইন্টারলকিংয়ের কাজ। রেলের তরফ হয়ে জারি করা নির্দেশিকা সংশোধন করে ফের নির্দেশিকা প্রকাশ করল দক্ষিণ পূর্ব রেল।
: দশ দিন নয় রথযাত্রা উৎসবের আগেই চটজলদি শেষ হবে নন-ইন্টারলকিং এর কাজ। কাজে গতি বাড়িয়ে ১০ দিনের পরিবর্তে ৮ দিনে শেষ করা হবে নন-ইন্টারলকিংয়ের কাজ। রেলের তরফ হয়ে জারি করা নির্দেশিকা সংশোধন করে ফের নির্দেশিকা প্রকাশ করল দক্ষিণ পূর্ব রেল।
ফের সংশোধন করা হল খড়্গপুর ডিভিশনের ট্রেন চলাচলের বিধি আরোপের বিজ্ঞপ্তি। গত ২৪ জুন জানানো হয়েছিল, আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য ২৯ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত লোকাল, এক্সপ্রেস মিলিয়ে তিন শতাধিক ট্রেন (২৩৭টি লোকাল ও ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন) বাতিল করা হবে।
ফের সংশোধন করা হল খড়্গপুর ডিভিশনের ট্রেন চলাচলের বিধি আরোপের বিজ্ঞপ্তি। গত ২৪ জুন জানানো হয়েছিল, আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য ২৯ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত লোকাল, এক্সপ্রেস মিলিয়ে তিন শতাধিক ট্রেন (২৩৭টি লোকাল ও ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন) বাতিল করা হবে।
শেষ পর্যন্ত, যাত্রী-স্বার্থে আবারও কিছুটা পিছিয়ে এল খড়গপুর ডিভিশন (Kharagpur Division) তথা দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway)। ফের সংশোধনী এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ জুলাই এর পরিবর্তে কাজ শেষ করা হবে ৬ জুলাই। কারণ, ৭ জুলাই রথযাত্রা। ওই দিন যাত্রীদের চাপ অনেক বেশি থাকে। তাই, টানা ১০ দিনের পরিবর্তে ৮ দিনের কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে তথা খড়্গপুর ডিভিশন
শেষ পর্যন্ত, যাত্রী-স্বার্থে আবারও কিছুটা পিছিয়ে এল খড়গপুর ডিভিশন (Kharagpur Division) তথা দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway)। ফের সংশোধনী এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ জুলাই এর পরিবর্তে কাজ শেষ করা হবে ৬ জুলাই। কারণ, ৭ জুলাই রথযাত্রা। ওই দিন যাত্রীদের চাপ অনেক বেশি থাকে। তাই, টানা ১০ দিনের পরিবর্তে ৮ দিনের কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে তথা খড়্গপুর ডিভিশন।

 

প্রসঙ্গত, দক্ষিণ পূর্ব রেলওয়ের শাখায় আন্দুল স্টেশনে নন ইন্টারলকিং এর কাজ ২৯ জুন থেকে ৬ জুলাই অবধি, টানা ৮ দিন ধরে চলবে। আর সেজন্যই, খড়্গপুর ডিভিশনে বাতিল করা হয়েছে ২০২টি লোকাল ট্রেন এবং ৭ জোড়া এক্সপ্রেস বা মেল ট্রেন। খড়্গপুর ডিভিশনের অধীন হাওড়া-মেদিনীপুর, হাওড়া-আমতা, হাওড়া-হলদিয়া-খড়্গপুর এবং দীঘা-খড়গপুর-হাওড়া লাইনের মোট ২০২টি লোকাল ট্রেন বাতিল করা হবে আগামী ৮ দিনের জন্য।
প্রসঙ্গত, দক্ষিণ পূর্ব রেলওয়ের শাখায় আন্দুল স্টেশনে নন ইন্টারলকিং এর কাজ ২৯ জুন থেকে ৬ জুলাই অবধি, টানা ৮ দিন ধরে চলবে। আর সেজন্যই, খড়্গপুর ডিভিশনে বাতিল করা হয়েছে ২০২টি লোকাল ট্রেন এবং ৭ জোড়া এক্সপ্রেস বা মেল ট্রেন। খড়্গপুর ডিভিশনের অধীন হাওড়া-মেদিনীপুর, হাওড়া-আমতা, হাওড়া-হলদিয়া-খড়্গপুর এবং দীঘা-খড়গপুর-হাওড়া লাইনের মোট ২০২টি লোকাল ট্রেন বাতিল করা হবে আগামী ৮ দিনের জন্য।
এছাড়াও, হাওড়া-দীঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস, সামলেশ্বরী এক্সপ্রেস সহ মোট ৭ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে ২৯ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে বিভিন্ন দিনে। অপরদিকে, ৫ জোড়া ট্রেনের যাত্রাপথ ঘোরানো হচ্ছে অর্থাৎ চালানো হবে ঘুরপথে (Division)। ২০ জোড়া এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন (Rescheduling) করা হচ্ছে এবং ৩ জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে বলে শুক্রবার (২৮ জুন) জানিয়েছেন খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম (Sr DCM, Kharagpur Division) অলোক কৃষ্ণ।
এছাড়াও, হাওড়া-দীঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস, সামলেশ্বরী এক্সপ্রেস সহ মোট ৭ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে ২৯ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে বিভিন্ন দিনে। অপরদিকে, ৫ জোড়া ট্রেনের যাত্রাপথ ঘোরানো হচ্ছে অর্থাৎ চালানো হবে ঘুরপথে (Division)। ২০ জোড়া এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন (Rescheduling) করা হচ্ছে এবং ৩ জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে বলে শুক্রবার (২৮ জুন) জানিয়েছেন খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম (Sr DCM, Kharagpur Division) অলোক কৃষ্ণ।
খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম অলোক কৃষ্ণ এও জানিয়েছেন, খড়্গপুর ডিভিশনে প্রতিদিন ১৭০টি লোকাল ট্রেন চলে। মেদিনীপুর, আমতা, দীঘা ও হলদিয়া লাইনে এই ট্রেনগুলি চলে। নন-ইন্টারলকিংয়ের কাজ চলার কারণে কিছু লোকাল ট্রেন বাতিল করতে হচ্ছে ঠিকই, তবে তাতে যাত্রীদের খুব বেশি অসুবিধা হবে না বলে মনে করেন তিনি। তাঁর মতে, ৮ দিনের মধ্যে প্রথম ৬ দিনে (২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত) মাত্র ৬৯-টি ট্রেন বাতিল করা হবে। সপ্তম (৫ জুলাই) ও অষ্টম (৬ জুলাই) দিনেই সর্বাধিক (১৩৩টি) ট্রেন বাতিল করা হচ্ছে। সংখ্যাটা যথাক্রমে ৬২ ও ৭১। তবে, প্রতিদিন যেহেতু ১৭০টি লোকাল ট্রেন চলে, সেক্ষেত্রে এই দু'দিন যাত্রীদের একটু কষ্ট হলেও, পরিষেবা পুরোপুরি বন্ধ হচ্ছেনা।
খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম অলোক কৃষ্ণ এও জানিয়েছেন, খড়্গপুর ডিভিশনে প্রতিদিন ১৭০টি লোকাল ট্রেন চলে। মেদিনীপুর, আমতা, দীঘা ও হলদিয়া লাইনে এই ট্রেনগুলি চলে। নন-ইন্টারলকিংয়ের কাজ চলার কারণে কিছু লোকাল ট্রেন বাতিল করতে হচ্ছে ঠিকই, তবে তাতে যাত্রীদের খুব বেশি অসুবিধা হবে না বলে মনে করেন তিনি। তাঁর মতে, ৮ দিনের মধ্যে প্রথম ৬ দিনে (২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত) মাত্র ৬৯-টি ট্রেন বাতিল করা হবে। সপ্তম (৫ জুলাই) ও অষ্টম (৬ জুলাই) দিনেই সর্বাধিক (১৩৩টি) ট্রেন বাতিল করা হচ্ছে। সংখ্যাটা যথাক্রমে ৬২ ও ৭১। তবে, প্রতিদিন যেহেতু ১৭০টি লোকাল ট্রেন চলে, সেক্ষেত্রে এই দু’দিন যাত্রীদের একটু কষ্ট হলেও, পরিষেবা পুরোপুরি বন্ধ হচ্ছেনা।
প্রসঙ্গত, প্রথমে সিদ্ধান্ত হয়েছিল টানা ১০ দিন ধরে অর্থাৎ ৮ জুলাই পর্যন্ত কাজ চলবে। তবে, ৭ জুলাই রথযাত্রা-র কারণে নন-ইন্টারলকিংয়ের কাজ ৬ জুলাই-ই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্যই ২৩৭-টি লোকালের পরিবর্তে ২০২টি লোকাল এবং ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেনের পরিবর্তে মাত্র ৭ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে সংশোধিত নির্দেশিকাতে (Revised Order)। Input- Ranjan Chanda
প্রসঙ্গত, প্রথমে সিদ্ধান্ত হয়েছিল টানা ১০ দিন ধরে অর্থাৎ ৮ জুলাই পর্যন্ত কাজ চলবে। তবে, ৭ জুলাই রথযাত্রা-র কারণে নন-ইন্টারলকিংয়ের কাজ ৬ জুলাই-ই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্যই ২৩৭-টি লোকালের পরিবর্তে ২০২টি লোকাল এবং ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেনের পরিবর্তে মাত্র ৭ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে সংশোধিত নির্দেশিকাতে (Revised Order)। Input- Ranjan Chanda