বুনকুলুং 

North Bengal Trip: একেবারে কম খরচ, বর্ষায় ডেস্টিনেশন হোক পাহাড়-জঙ্গল ঘেরা এই অ্যাডভেঞ্চার ক্যাম্প! ভাল লাগবেই গ্যারান্টি

*প্রাণভরা বুনকুলুং। এই বুনকুলুং শব্দটি আসলে একটি লিম্বু জনজাতির শব্দ। লিম্বু ভাষা অনুযায়ী 'বুন' শব্দটির অর্থ 'ফুল' এবং 'কুলুং'-র অর্থ 'পাথর'। অর্থাৎ পাথরের ফুল, নামটা খটোমটো লাগলেও জায়গাটা কিন্তু অসাধারণ। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি। 
*প্রাণভরা বুনকুলুং। এই বুনকুলুং শব্দটি আসলে একটি লিম্বু জনজাতির শব্দ। লিম্বু ভাষা অনুযায়ী ‘বুন’ শব্দটির অর্থ ‘ফুল’ এবং ‘কুলুং’-র অর্থ ‘পাথর’। অর্থাৎ পাথরের ফুল, নামটা খটোমটো লাগলেও জায়গাটা কিন্তু অসাধারণ। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি।
*মিরিক থেকে বেশ কাছেই। এটিকে মডেল গ্রাম হিসাবেও ধরা হয়। ঈশ্বর যেন নিজে হাতে এই গ্রামকে সাজিয়েছেন। পাহাড়, জঙ্গল, হরেক পাখির মেলা, নদী কী নেই এই গ্রামে। সবুজে সুবজ এই গ্রাম। যারা শহরের কোলাহল ছেড়ে একান্তে শান্ত পরিবেশ রাত্রিযাপন করতে চান তাদের জন্য আদর্শ ঠিকানা এটি। সংগৃহীত ছবি। 
*মিরিক থেকে বেশ কাছেই। এটিকে মডেল গ্রাম হিসাবেও ধরা হয়। ঈশ্বর যেন নিজে হাতে এই গ্রামকে সাজিয়েছেন। পাহাড়, জঙ্গল, হরেক পাখির মেলা, নদী কী নেই এই গ্রামে। সবুজে সুবজ এই গ্রাম। যারা শহরের কোলাহল ছেড়ে একান্তে শান্ত পরিবেশ রাত্রিযাপন করতে চান তাদের জন্য আদর্শ ঠিকানা এটি। সংগৃহীত ছবি।
*জঙ্গল ক্যাম্পে থাকলে আপনি হয়তো সেই পাঁচতারা হোটেলের বিলাসিতা পাবেন না। কিন্তু যেটা পাবেন সেটা জন্মজন্মান্তরেও ভোলা যাবে না। একেবারে প্রকৃতির মাঝে তৈরি হয়েছে কটেজ। ঠিক তাঁবু নয়, কিন্তু তাঁবুর মতো অনুভুতি হবে আপনার। সংগৃহীত ছবি। 
*জঙ্গল ক্যাম্পে থাকলে আপনি হয়তো সেই পাঁচতারা হোটেলের বিলাসিতা পাবেন না। কিন্তু যেটা পাবেন সেটা জন্মজন্মান্তরেও ভোলা যাবে না। একেবারে প্রকৃতির মাঝে তৈরি হয়েছে কটেজ। ঠিক তাঁবু নয়, কিন্তু তাঁবুর মতো অনুভুতি হবে আপনার। সংগৃহীত ছবি।
*বালাসনের ধার বরাবর ট্রেকিংয়েরও ব্যবস্থা রয়েছে। কম উচ্চতার ট্রেকিং, সার্ভাইভাল ক্যাম্প, নেচার ক্যাম্পেরও সুযোগ রয়েছে। সংগৃহীত ছবি। 
*বালাসনের ধার বরাবর ট্রেকিংয়েরও ব্যবস্থা রয়েছে। কম উচ্চতার ট্রেকিং, সার্ভাইভাল ক্যাম্প, নেচার ক্যাম্পেরও সুযোগ রয়েছে। সংগৃহীত ছবি।
*এনজেপি থেকে মিরিক হয়ে বুনকুলুং (Bungkulung) মাত্র ৫০ কিলোমিটার পথ। আপনি এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া না করেও আসতে পারেন। এতে টাকা অনেকটা সাশ্রয় হবে। দার্জিলিং মোড় বা এনজেপি অথবা তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে আপনি শেয়ার গাড়িতে মিরিক আসতে পারেন। এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে বুনকুলুং। দার্জিলিং থেকে মিরিক, সৌরিনী হয়েও বুনকুলুং আসা যায়। সংগৃহীত ছবি। 
*এনজেপি থেকে মিরিক হয়ে বুনকুলুং (Bungkulung) মাত্র ৫০ কিলোমিটার পথ। আপনি এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া না করেও আসতে পারেন। এতে টাকা অনেকটা সাশ্রয় হবে। দার্জিলিং মোড় বা এনজেপি অথবা তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে আপনি শেয়ার গাড়িতে মিরিক আসতে পারেন। এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে বুনকুলুং। দার্জিলিং থেকে মিরিক, সৌরিনী হয়েও বুনকুলুং আসা যায়। সংগৃহীত ছবি।
*বুনকুলুং জঙ্গল ক্যাম্পের অন্যতম কর্ণধার অশ্বিনী তামাং বলেন, মানুষ এখন কংক্রিটের জঙ্গল ছেড়ে একটু সবুজের মাঝে কাটাতে চায়। তাই তাদের জন্য একটি আদর্শ জায়গা এই ক্যাম্প। মাত্র ১৫০০ টাকা খরচ করলেই তিনবেলা থাকা-খাওয়া মিলে যাবে এখানে। সংগৃহীত ছবি। 
*বুনকুলুং জঙ্গল ক্যাম্পের অন্যতম কর্ণধার অশ্বিনী তামাং বলেন, মানুষ এখন কংক্রিটের জঙ্গল ছেড়ে একটু সবুজের মাঝে কাটাতে চায়। তাই তাদের জন্য একটি আদর্শ জায়গা এই ক্যাম্প। মাত্র ১৫০০ টাকা খরচ করলেই তিনবেলা থাকা-খাওয়া মিলে যাবে এখানে। সংগৃহীত ছবি।
*পাহাড়ি এই গ্রামে মোট সাতটি হোমস্টে রয়েছে। তবে জঙ্গল ক্যাম্পে থাকার মজাই আলাদা। জঙ্গল ক্যাম্পে থাকলে আপনি হয়তো সেই পাঁচতারা হোটেলের বিলাসিতা পাবেন না। কিন্তু এই অভিজ্ঞতা সারা জীবন মনে থেকে যাবে আপনার। যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন তাহলে পাহাড়ের কোলে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে আপনার ঠিকানা হতে পারে এই গ্রাম। সংগৃহীত ছবি।
*পাহাড়ি এই গ্রামে মোট সাতটি হোমস্টে রয়েছে। তবে জঙ্গল ক্যাম্পে থাকার মজাই আলাদা। জঙ্গল ক্যাম্পে থাকলে আপনি হয়তো সেই পাঁচতারা হোটেলের বিলাসিতা পাবেন না। কিন্তু এই অভিজ্ঞতা সারা জীবন মনে থেকে যাবে আপনার। যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন তাহলে পাহাড়ের কোলে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে আপনার ঠিকানা হতে পারে এই গ্রাম। সংগৃহীত ছবি।