পরা যাবে না মাদুলি কবজ। পরা যাবে না আংটি, মালা। স্কুলে আসা পড়ুয়াদের মাথার চুলের ছাঁটই বা কেমন হবে, সেসবও লেখা হল স্কুলের নোটিশে। কাঁথির নয়াপুট হাইস্কুলে পড়ুয়াদের জন্য চালু হয়েছে একগুচ্ছ নিয়ম ও আচরণবিধি। যা ঘিরে ফের আলোচনায় কাঁথির এই স্কুল।

School Rules: স্কুলে ঝোলানো হল ‘নজিরবিহীন’ নোটিস…! কী আছে লেখা? আলোচনায় কাঁথির ‘এই’ স্কুল

কাঁথি : হাতে পরা যাবে না মাদুলি কবজ। পরা যাবে না আংটি, মালা। স্কুলে আসা পড়ুয়াদের মাথার চুলের ছাঁটই বা কেমন হবে, সেসবও লেখা হল স্কুলের নোটিসে। কাঁথির নয়াপুট হাইস্কুলে পড়ুয়াদের জন্য চালু হয়েছে একগুচ্ছ নিয়ম ও আচরণবিধি। যা ঘিরে ফের আলোচনায় কাঁথির এই স্কুল।
কাঁথি : হাতে পরা যাবে না মাদুলি কবজ। পরা যাবে না আংটি, মালা। স্কুলে আসা পড়ুয়াদের মাথার চুলের ছাঁটই বা কেমন হবে, সেসবও লেখা হল স্কুলের নোটিসে। কাঁথির নয়াপুট হাইস্কুলে পড়ুয়াদের জন্য চালু হয়েছে একগুচ্ছ নিয়ম ও আচরণবিধি। যা ঘিরে ফের আলোচনায় কাঁথির এই স্কুল।
স্কুল পড়ুয়াদের ছাত্রাবস্থাতেই বিজ্ঞানমনস্ক করে তোলাই লক্ষ্য। আর সেই লক্ষ্যেই ছাত্র-ছাত্রীদের দের মন থেকে কুসংস্কার সহ গ্রামীণ নানা ধরনের টোটকার প্রভাব এবং ভ্রান্ত ধারণা দূর করতে কাঁথির স্কুলে চালু করা হলো নতুন এক আচিরন বিধি। সেই নিয়ম মেনেই স্কুলে আসা পড়ুয়াদের তাবিজ মাদুলি কিংবা কোন রকম কোন টোটকা সুতো পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই মর্মে কাঁথির নয়াপুট হাই স্কুলে টাঙানো হয়েছে একটি বিশেষ নোটিস।
স্কুল পড়ুয়াদের ছাত্রাবস্থাতেই বিজ্ঞানমনস্ক করে তোলাই লক্ষ্য। আর সেই লক্ষ্যেই ছাত্র-ছাত্রীদের দের মন থেকে কুসংস্কার সহ গ্রামীণ নানা ধরনের টোটকার প্রভাব এবং ভ্রান্ত ধারণা দূর করতে কাঁথির স্কুলে চালু করা হলো নতুন এক আচিরন বিধি। সেই নিয়ম মেনেই স্কুলে আসা পড়ুয়াদের তাবিজ মাদুলি কিংবা কোন রকম কোন টোটকা সুতো পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই মর্মে কাঁথির নয়াপুট হাই স্কুলে টাঙানো হয়েছে একটি বিশেষ নোটিস।
নোটিশ ভেঙ্গে সংস্কারবশত কেউ কোন কিছু পরে এলে ক্লাস রুমে ঢোকার আগেই খুলে ফেলতে হচ্ছে সেইসব মাদুলি তাবিজ মালা। স্কুল পড়ুয়াদের বিজ্ঞান ও বাস্তবমুখী করে তোলার লক্ষ্যেই এই ভাবনা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিত নয়াপুট সুধীরকুমার হাইস্কুল কর্তৃপক্ষের।
নোটিস ভেঙ্গে সংস্কারবশত কেউ কোন কিছু পরে এলে ক্লাস রুমে ঢোকার আগেই খুলে ফেলতে হচ্ছে সেইসব মাদুলি তাবিজ মালা। স্কুল পড়ুয়াদের বিজ্ঞান ও বাস্তবমুখী করে তোলার লক্ষ্যেই এই ভাবনা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিত নয়াপুট সুধীরকুমার হাইস্কুল কর্তৃপক্ষের।
স্কুলে এলে পরা যাবে না মাদুলি তাবিজ কিংবা কোনও টোটকা সুতো। শুধু কুসংস্কার মুক্ত করা নয়, ছেলে ও মেয়েদের চুলের রং বাহার থেকে বিনুনির ক্ষেত্রেও আরোপ করা হয়েছে বিধি নিষেধ। ছাত্রীদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুই বেনুনি, ও নবম থেকে দ্বাদশ পর্যন্ত এক বেনুনি চুল বেঁধে আসার নোটিশ দেয়া হয়েছে। ছেলেদের ক্ষেত্রে হাতের ডুরি, আংটি পরে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
স্কুলে এলে পরা যাবে না মাদুলি তাবিজ কিংবা কোনও টোটকা সুতো। শুধু কুসংস্কার মুক্ত করা নয়, ছেলে ও মেয়েদের চুলের রং বাহার থেকে বিনুনির ক্ষেত্রেও আরোপ করা হয়েছে বিধি নিষেধ। ছাত্রীদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুই বেনুনি, ও নবম থেকে দ্বাদশ পর্যন্ত এক বেনুনি চুল বেঁধে আসার নোটিশ দেয়া হয়েছে। ছেলেদের ক্ষেত্রে হাতের ডুরি, আংটি পরে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই এই মর্মে নোটিস দেওয়া হয়েছে স্কুলে। পাশাপাশি সেই নোটিস পাঠানো হয়েছে অভিভাবকদেরকেও। কাঁথি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্র তীরবর্তী প্রান্তিক গ্রামীন এলাকায় রয়েছে এই স্কুল। এই এলাকায় মাঝে মধ্যেই সাধারণ মানুষদের মধ্যে এখনও বেশ কিছু কুসংস্কার দেখা যায়। সেই ছোঁয়া কাটাতে স্কুল-পড়ুয়াদেরকেই আগেভাগে সচেতন করার উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই এই মর্মে নোটিস দেওয়া হয়েছে স্কুলে। পাশাপাশি সেই নোটিশ পাঠানো হয়েছে অভিভাবকদেরকেও। কাঁথি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্র তীরবর্তী প্রান্তিক গ্রামীন এলাকায় রয়েছে এই স্কুল। এই এলাকায় মাঝে মধ্যেই সাধারণ মানুষদের মধ্যে এখনও বেশ কিছু কুসংস্কার দেখা যায়। সেই ছোঁয়া কাটাতে স্কুল-পড়ুয়াদেরকেই আগেভাগে সচেতন করার উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ।
এর পাশাপাশি স্কুলের শিক্ষকরাও ক্লাসে ক্লাসে পড়ার ফাঁকে কুসংস্কারবোধ কাটিয়ে বিজ্ঞানমনস্ক করে তোলার বিভিন্ন পরামর্শ ও আলাপচারিতার মধ্য দিয়ে সচেতন করছেন ছাত্র-ছাত্রীদের। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। নতুন নিয়মবিধি চালু করে ফের চর্চায় পূর্ব মেদিনীপুর জেলার এই স্কুল। Representative Image
এর পাশাপাশি স্কুলের শিক্ষকরাও ক্লাসে ক্লাসে পড়ার ফাঁকে কুসংস্কারবোধ কাটিয়ে বিজ্ঞানমনস্ক করে তোলার বিভিন্ন পরামর্শ ও আলাপচারিতার মধ্য দিয়ে সচেতন করছেন ছাত্র-ছাত্রীদের। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। নতুন নিয়মবিধি চালু করে ফের চর্চায় পূর্ব মেদিনীপুর জেলার এই স্কুল। Representative Image