Earth: বিজ্ঞানীদের কথা শুনলে বুক কাঁপবে! প্রাকৃতিক বিপর্যয়, ভয়ঙ্কর পরিণতি! বারবার কেন এত ধ্বংসলীলা? ভবিষ্যৎবাণী মিলছে অক্ষরে অক্ষরে

ডুয়ার্স নিয়ে করা পরিবেশপ্রেমী ও বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী মিলছে অক্ষরে অক্ষরে, বিপন্ন মানবসভ্যতা সহ জীববৈচিত্র। উত্তরের বিশেষত ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া পাহাড়ী নদী গুলো এক লহমায় পরিবর্তন করছে গতিপত। যে কারণে বিপন্ন হচ্ছে মানবসভ্যতা সহ জীববৈচিত্র। (সুরজিৎ দে)
ডুয়ার্স নিয়ে করা পরিবেশপ্রেমী ও বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী মিলছে অক্ষরে অক্ষরে, বিপন্ন মানবসভ্যতা সহ জীববৈচিত্র। উত্তরের বিশেষত ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া পাহাড়ী নদী গুলো এক লহমায় পরিবর্তন করছে গতিপত। যে কারণে বিপন্ন হচ্ছে মানবসভ্যতা সহ জীববৈচিত্র। (সুরজিৎ দে)
কিন্তু কেন এবং কেনই বা এমন আশঙ্কা করে আসছেন পরিবেশপ্রেমী থেকে বিশেষজ্ঞরা? ডুয়ার্সে গত জুন মাস থেকে চলছে ভারী বর্ষার দাপট। পাহাড় থেকে সমতলের জীবনযাপন কার্যত বিপর্যস্ত। আর সেই বর্ষাতেই জলমগ্ন ডুয়ার্সের বিভিন্ন এলাকা সহ বনাঞ্চল।
কিন্তু কেন এবং কেনই বা এমন আশঙ্কা করে আসছেন পরিবেশপ্রেমী থেকে বিশেষজ্ঞরা? ডুয়ার্সে গত জুন মাস থেকে চলছে ভারী বর্ষার দাপট। পাহাড় থেকে সমতলের জীবনযাপন কার্যত বিপর্যস্ত। আর সেই বর্ষাতেই জলমগ্ন ডুয়ার্সের বিভিন্ন এলাকা সহ বনাঞ্চল।
শৈল শহর থেকে নেমে আসছে জল সেই জল ডুয়ার্সের বিভিন্ন গ্রামকে যেমন প্লাবিত করছে, পাশাপশি ডুয়ার্সের জঙ্গলে বসবাস করা বন্য প্রাণীদের করছে বাস্তুহারা। শুধু কি বৃষ্টির কারণেই, পাহাড় থেকে জলরাশি নেমে আসার কারণে জলস্ফীতি এবং এই ভয়াবহ অবস্থার সৃষ্টি ?
শৈল শহর থেকে নেমে আসছে জল সেই জল ডুয়ার্সের বিভিন্ন গ্রামকে যেমন প্লাবিত করছে, পাশাপশি ডুয়ার্সের জঙ্গলে বসবাস করা বন্য প্রাণীদের করছে বাস্তুহারা। শুধু কি বৃষ্টির কারণেই, পাহাড় থেকে জলরাশি নেমে আসার কারণে জলস্ফীতি এবং এই ভয়াবহ অবস্থার সৃষ্টি ?
পরিবেশপ্রেমীদের এবং বিশেষজ্ঞদের কথায়, বিশ্ব উষ্ণায়নের জেরে যেমন পাল্টেছে বিভিন্ন ঋতুর আবহাওয়া, যার জেরে শুরু হয়েছে এক নাগারেভারী বৃষ্টিপাত, পাশাপাশি ডুয়ার্সের নদী লিস, ঘিস, চেল , কুর্তি, মূর্তি, ডায়নাসহ তিস্তা এই নদীগুলো আদি অনন্তকাল থেকে নিজের গতিপথ ধরে বয়ে গেলেও বর্তমানে নদী গুলির গতিপথ ক্রমশই বদলে যাচ্ছে।
পরিবেশপ্রেমীদের এবং বিশেষজ্ঞদের কথায়, বিশ্ব উষ্ণায়নের জেরে যেমন পাল্টেছে বিভিন্ন ঋতুর আবহাওয়া, যার জেরে শুরু হয়েছে এক নাগারেভারী বৃষ্টিপাত, পাশাপাশি ডুয়ার্সের নদী লিস, ঘিস, চেল , কুর্তি, মূর্তি, ডায়নাসহ তিস্তা এই নদীগুলো আদি অনন্তকাল থেকে নিজের গতিপথ ধরে বয়ে গেলেও বর্তমানে নদী গুলির গতিপথ ক্রমশই বদলে যাচ্ছে।
এর অন্যতম কারণ ,নদী বুক থেকে অবৈজ্ঞানিক ভাবে বালি পাথর তুলে নেওয়া, দিনের পর দিন জঙ্গল কেটে বন ধংস করা, সহ শহরের আবর্জনা নদীতে ফেলা...এসব মনুষ্যসৃষ্ট অত্যাচারের জন্যেই নদীর গতিমুখ পাল্টে যাচ্ছে ।
এর অন্যতম কারণ ,নদী বুক থেকে অবৈজ্ঞানিক ভাবে বালি পাথর তুলে নেওয়া, দিনের পর দিন জঙ্গল কেটে বন ধংস করা, সহ শহরের আবর্জনা নদীতে ফেলা…এসব মনুষ্যসৃষ্ট অত্যাচারের জন্যেই নদীর গতিমুখ পাল্টে যাচ্ছে ।
আর বর্ষা আসতেই প্লাবিত হচ্ছে ডুয়ার্সের ওদলাবাড়ি থেকে শুরু করে চ্যাংমাড়ির বহু গ্ৰাম, বনাঞ্চল সহ মালবাজারের বিভিন্ন ওয়ার্ড। এখন থেকেই সতর্ক না হলে বিপদ আরও বাড়বে বলেই ফের আশঙ্কা প্রকাশ পরিবেশপ্রেমী সহ বিশেষজ্ঞদের।
আর বর্ষা আসতেই প্লাবিত হচ্ছে ডুয়ার্সের ওদলাবাড়ি থেকে শুরু করে চ্যাংমাড়ির বহু গ্ৰাম, বনাঞ্চল সহ মালবাজারের বিভিন্ন ওয়ার্ড। এখন থেকেই সতর্ক না হলে বিপদ আরও বাড়বে বলেই ফের আশঙ্কা প্রকাশ পরিবেশপ্রেমী সহ বিশেষজ্ঞদের।