গ্রেটার ম্যাঞ্চেস্টারের বাসিন্দা কে ওয়াকার একটি চ্যারিটি শপ থেকে মাত্র ১ পাউন্ড অর্থাৎ ১০৫ টাকায় একটি জ্যাকেট কেনেন। কিন্তু কেনার পরপরই পকেটগুলি খতিয়ে দেখা হয়নি তাঁর। সেই জ্যাকেটটি পরেই একটি পার্টিতে পৌঁছন। (প্রতীকী)

Second Hand Jacket: মাত্র ১০০ টাকায় পুরনো জ্যাকেট কিনেছিলেন মহিলা, পার্টিতে গিয়ে পকেটে হাত দিয়ে যা মিলল…! গায়ে কাঁটা দেবে

টাকা বাঁচাতে সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে আশ্চর্য ঘটনার সাক্ষী হলেন কে ওয়াকার নামের এক মহিলা। মাত্র ১০০ টাকায় একটি সেকেন্ড হ্যান্ড জ্যাকেট কিনে অদ্ভুত জিনিস আবিষ্কার করেন তিনি। (Image Courtesy: Jam Press/@ellenawalker)
টাকা বাঁচাতে সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে আশ্চর্য ঘটনার সাক্ষী হলেন কে ওয়াকার নামের এক মহিলা। মাত্র ১০০ টাকায় একটি সেকেন্ড হ্যান্ড জ্যাকেট কিনে অদ্ভুত জিনিস আবিষ্কার করেন তিনি। (Image Courtesy: Jam Press/@ellenawalker)
গ্রেটার ম্যাঞ্চেস্টারের বাসিন্দা কে ওয়াকার একটি চ্যারিটি শপ থেকে মাত্র ১ পাউন্ড অর্থাৎ ১০৫ টাকায় একটি জ্যাকেট কেনেন। কিন্তু কেনার পরপরই পকেটগুলি খতিয়ে দেখা হয়নি তাঁর। সেই জ্যাকেটটি পরেই একটি পার্টিতে পৌঁছন। (প্রতীকী)
গ্রেটার ম্যাঞ্চেস্টারের বাসিন্দা কে ওয়াকার একটি চ্যারিটি শপ থেকে মাত্র ১ পাউন্ড অর্থাৎ ১০৫ টাকায় একটি জ্যাকেট কেনেন। কিন্তু কেনার পরপরই পকেটগুলি খতিয়ে দেখা হয়নি তাঁর। সেই জ্যাকেটটি পরেই একটি পার্টিতে পৌঁছন। (প্রতীকী)
সেই পার্টিতেই জ্যাকেটের একটি পকেট থেকে আবিষ্কার হয় আজব জিনিস। পকেটে হাত দিয়ে দেখেন ২০ বছর পুরনো দু’টি টিকিট। বিখ্যাত গায়ক লুসিয়ানো পাভারোত্তির কনসার্টের টিকিট সেগুলি। (Image Courtesy: Jam Press/@ellenawalker)
সেই পার্টিতেই জ্যাকেটের একটি পকেট থেকে আবিষ্কার হয় আজব জিনিস। পকেটে হাত দিয়ে দেখেন ২০ বছর পুরনো দু’টি টিকিট। বিখ্যাত গায়ক লুসিয়ানো পাভারোত্তির কনসার্টের টিকিট সেগুলি। (Image Courtesy: Jam Press/@ellenawalker)
১৯৯৫ সালের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া কনসার্টের টিকিট। যদিও টিকিটের দাম তেমন বেশি নয়। কিন্তু তখনকার হিসেব অনুযায়ী খুব কমও নয়। টিকিটের দাম ছিল ৫৫ পাউন্ড অর্থাৎ ৫৮২৬ টাকায়। (প্রতীকী ছবি)
১৯৯৫ সালের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া কনসার্টের টিকিট। যদিও টিকিটের দাম তেমন বেশি নয়। কিন্তু তখনকার হিসেব অনুযায়ী খুব কমও নয়। টিকিটের দাম ছিল ৫৫ পাউন্ড অর্থাৎ ৫৮২৬ টাকায়। (প্রতীকী ছবি)
যাঁর কনসার্ট ছিল, তিনি ইতালির এক অপেরা গায়ক। ১৯৯০ সালের ফিফা বিশ্বকাপে হাজার হাজার দর্শকের সামনে গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন লুসিয়ানো। ২০০৭ সালে মৃত্যু হয় সেই সঙ্গীতশিল্পীর। (প্রতীকী ছবি)
যাঁর কনসার্ট ছিল, তিনি ইতালির এক অপেরা গায়ক। ১৯৯০ সালের ফিফা বিশ্বকাপে হাজার হাজার দর্শকের সামনে গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন লুসিয়ানো। ২০০৭ সালে মৃত্যু হয় সেই সঙ্গীতশিল্পীর। (প্রতীকী ছবি)