গ্রামে ঢুকছে, আর্সেনিকমুক্ত পানীয় জল

South 24 Parganas News: জয়নগরের এই গ্রামে ছিল না আর্সেনিক মুক্ত জল! মিলল পরিষেবা

দক্ষিণ ২৪ পরগনা: কথায় আছে জলের আরেক নাম জীবন আর তাই জলের কোন বিকল্প হয় না। আর এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা জয়নগর থানা এলাকায় জয়নগর এক নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলের দলুয়াখাকী গ্ৰামে স্বাধীনতার পর এই প্রথম গ্রামে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রবেশ করতে চলেছে। আর এই জল গ্রামের মিলতেই অত্যন্ত খুশি ওই গ্রামের বাসিন্দারা। মূলত এই গ্রামে টিউবওয়েলে ও নলকূপের জলের উপরেই ভরসা করে থাকতে হতো। গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের তাদের দাবি ছিল অন্যান্য এলাকার মত তাদের গ্রামে এই আর্সেনিক মুক্ত পানীয় জল আসুক।

আরও পড়ুন: উত্তাল সমুদ্রে বিপদ থেকে বাঁচা এখন আরও সহজ! প্রশিক্ষণ পেয়ে উপলব্ধি মৎস্যজীবীদের

চিকিৎসকদের মতে আর্সেনিকযুক্ত জল যা মানবদেহে পান করলে শরীরে আর্সেনিক বি প্রবেশ করে। যার শরীরে প্রচুর পরিমাণে আর্সেনিক জমা হওয়ার কারণে এমনকি মৃত্যুর ঘটতে পারে তাই। গ্রাম মানুষের স্বাস্থ্যের কথা ভেবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে গ্রামে আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা করল।মূলত এই পানীয় জল পৌঁছে যাবে বাড়ি বাড়ি। প্রথমে একটি জায়গায় প্রতিদিন রিজার্ভার্ডের মাধ্যমে জল সংরক্ষণ করা হবে। তারপর সেই জল পাইপ লাইনের মাধ্যমে গ্রামবাসীদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে।দীর্ঘদিনের অপেক্ষার পর পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশি গ্রামবাসীরাও।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা