Tag Archives: Joynagar

South 24 Parganas News: দু’বছর আগে নিখোঁজ বীরভূমের মহিলার খোঁজ মিলল জয়নগরের গ্রামে

দক্ষিণ ২৪ পরগনা: কেরলে স্বামীর কাছে যাবেন বলে বছর দুই আগে বীরভূমের বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর পঞ্চাশের মহিলা। তারপর থেকে তাঁর আর খোঁজ পাননি পরিবারের সদস্যরা। সম্প্রতি তাঁর খোঁজ মেলে জয়নগরের ঢোসা গ্রামে। স্থানীয় বাসিন্দা ও হ্যাম রেডিওর সহায়তায় শেষ পর্যন্ত মানসিক ভারসাম্যহীন ওই মহিলা পরিবারের কাছে ফিরেছেন। বৃহস্পতিবার বীরভূম থেকে মহিলার মেয়ে ঢোসা গ্রামে এসে মা’কে নিয়ে যান। সম্প্রতি ঢোসা এলাকায় মহিলাকে ইতস্তত ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মহিলাকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। তবে স্পষ্ট করে কিছুই বলতে পারেননি তিনি। অসংলগ্ন কথা বলেন। গ্রামের কয়েকজন থানায় জানান। খবর দেওয়া হয় হ্যাম রেডিয়োকে। হ্যাম রেডিয়ো মহিলার সঙ্গে কথা বলে ও তাঁর ছবি দিয়ে খোঁজ শুরু করে।

আরও পড়ুন: দড়ি টেনে নৌ পারাপার! সুন্দরবনের কেল্লায় আজব যাতায়াত

দিন চারেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত মহিলার পরিবারের খোঁজ মেলে। জানা যায়, তাঁর নাম তাপসী ঘোষ। বীরভূমের পাইকর থানার আমডোল গ্রামে তাঁর বাড়ি। স্বামী কেরলে কাজ করেন। দুই মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে একাই থাকতেন তাপসী। বছর দুই আগে স্বামীর কাছে যাবেন বলে বাড়ি থেকে বেরোন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।  ঢোসার বাসিন্দা অতনু সর্দার-সহ কয়েকজন থানা ও হ্যাম রেডিয়োর সাহায্য নিয়ে মহিলার পরিবারের খোঁজ শুরু করেন। পরিবারের খোঁজ না মেলা পর্যন্ত মহিলাকে গ্রামেই একটি বাড়িতে রাখার ব্যবস্থাও হয়। শেষপর্যন্ত এ দিন মহিলার মেয়ে ঝিলিক ঘোষের হাতে তাঁকে তুলে দেন গ্রামবাসীরা। মাকে ফিরে পেয়ে গ্রামবাসীদের ধন্যবাদ জানান ঝিলিক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

South 24 Parganas News: জয়নগরের এই গ্রামে ছিল না আর্সেনিক মুক্ত জল! মিলল পরিষেবা

দক্ষিণ ২৪ পরগনা: কথায় আছে জলের আরেক নাম জীবন আর তাই জলের কোন বিকল্প হয় না। আর এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা জয়নগর থানা এলাকায় জয়নগর এক নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলের দলুয়াখাকী গ্ৰামে স্বাধীনতার পর এই প্রথম গ্রামে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রবেশ করতে চলেছে। আর এই জল গ্রামের মিলতেই অত্যন্ত খুশি ওই গ্রামের বাসিন্দারা। মূলত এই গ্রামে টিউবওয়েলে ও নলকূপের জলের উপরেই ভরসা করে থাকতে হতো। গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের তাদের দাবি ছিল অন্যান্য এলাকার মত তাদের গ্রামে এই আর্সেনিক মুক্ত পানীয় জল আসুক।

আরও পড়ুন: উত্তাল সমুদ্রে বিপদ থেকে বাঁচা এখন আরও সহজ! প্রশিক্ষণ পেয়ে উপলব্ধি মৎস্যজীবীদের

চিকিৎসকদের মতে আর্সেনিকযুক্ত জল যা মানবদেহে পান করলে শরীরে আর্সেনিক বি প্রবেশ করে। যার শরীরে প্রচুর পরিমাণে আর্সেনিক জমা হওয়ার কারণে এমনকি মৃত্যুর ঘটতে পারে তাই। গ্রাম মানুষের স্বাস্থ্যের কথা ভেবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে গ্রামে আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা করল।মূলত এই পানীয় জল পৌঁছে যাবে বাড়ি বাড়ি। প্রথমে একটি জায়গায় প্রতিদিন রিজার্ভার্ডের মাধ্যমে জল সংরক্ষণ করা হবে। তারপর সেই জল পাইপ লাইনের মাধ্যমে গ্রামবাসীদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে।দীর্ঘদিনের অপেক্ষার পর পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশি গ্রামবাসীরাও।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

South 24 Parganas News: ভাঙা হল বেআইনি নির্মাণ! জয়নগরে হুঁশিয়ারি দিল পৌরসভা

জয়নগর: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বেআইনি নির্মাণ ভেঙে দিলো প্রশাসন জয়নগরে।২০১৮ সালে জয়নগর মজিলপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের উওরপাড়ার বাসিন্দা অভিজিৎ সরকার কলকাতা হাইকোর্টে পৌরসভার ১১ নং ওয়ার্ডের ডোম পাড়ায় আলম লস্কর নামে এক ব্যক্তির বেআইনি নির্মাণ কাজ নিয়ে জনস্বার্থে মামলা দায়ের করেন। তিনি মামলায় উল্লেখ করেন আলম লস্কর নামে এক ব্যক্তি সরকারি জলনিকাশী নালার ওপর বেআইনি নির্মাণ কাজ করায় জল পথ বন্ধ হয়ে গেছে,জলপথ পরিস্কার করার জায়গা পর্যন্ত নেই। তাই অবিলম্বে এই বেআইনি নির্মাণ কাজ ভেঙে জলনিকাশী নালার জলপথ বের করার আবেদন জানায়।

আরও পড়ুন: গঙ্গাসাগরে সেতুবন্ধন! শুরু হল মুড়িগঙ্গায় সেতু তৈরির প্রক্রিয়া 

দীর্ঘ কয়েক বছর ধরে এই মামলা চলার পর অবশেষে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি এই বেআইনি নির্মাণ কাজ ভেঙে দেওয়ার পক্ষে রায় দেয়। আর তার পরেই জয়নগর ১ নং বিডিও পূর্ণেন্দু স্যানাল, জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল,জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার,ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল, স্থানীয় কাউন্সিলার নব গোপাল গাঙ্গুলি, মামলাকারী অভিজিৎ সরকারের উপস্থিতিতে ওই বেআইনি নির্মাণ কাজ ভেঙে দেওয়া হয়।এদিন এই নির্মাণ কাজ ভেঙে দেওয়ার সময় যে কোনও ধরনের অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন,রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বেআইনি নির্মাণ নিয়ে কঠোর সমালোচনা করেছেন। আর এই পৌরসভায় বেআইনি ভাবে নির্মাণ কাজ ভেঙে দেওয়া হবে এবার সরকারি নিয়ম মেনেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

Joynagar Name Origin: মোয়া খেতে ভালবাসেন? কিন্তু ‘জয়নগর’ নাম এল কোথা থেকে? জানলে চমকে যাবেন…

সুমন সাহা, দক্ষিণ 24 পরগনা : জয়নগর মানে নলেন গুড়ের মোয়া। দেশ-বিদেশের জয়নগরের খ্যাতি এই মোয়ার জন্য! কিন্তু কেন এই এলাকার নাম জয়নগর হয়েছে তা জানেন কি?এক সময় আদিগঙ্গা এখান থেকেই প্রবাহিত ছিল। শ্রী চৈতন্য দেবের আদি গঙ্গার তীর ধরে চক্র তীর্থ গমন করে জয়নগর হয়ে পুরীধামে গমন করেন। জয়নগরের ইতিহাসে প্রসিদ্ধ কুলদেবী হলেন জয়চণ্ডী। ‌ গবেষকদের কেউ বলেন দেবীর নামে জয়নগর নামটির উৎপত্তি।  এই জয়চণ্ডী দেবীর মন্দিরে আজ ও সেই পরম্পরায় ১৫ দিনব্যাপী মায়ের রূপ পরিবর্তনের বিভিন্ন রূপ ফুটে ওঠে।

সুদূর অতীতে কোন এক পুণ্য জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে প্রত্যাদেশ অনুসারে দেবীকে স্থাপন করা হয়। তার পর আজ পর্যন্ত প্রতি বছরই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে জয়নগর জয়চণ্ডীতলায় দেবী মন্দিরে মায়ের আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে জ্যৈষ্ঠ মাসের শুক্লা প্রতিপদ হইতে পূর্ণিমা পর্যন্ত এক পক্ষকাল ব্যাপী প্রতি সন্ধ্যায় বিভিন্ন সাজসজ্জায় ও বিচিত্র ভাবভঙ্গিমায় মায়ের রূপ পরিবর্তন হয়। দেশ দেশান্তরের বিভিন্ন ভক্তরা, শক্তি রূপিণী মায়ের নিত্য নতুন বিভিন্ন রূপ স্বচক্ষে দর্শন করে। মায়ের মন্দির জয়নগর মজিলপুর ষ্টেশন হইতে মাত্র আট মিনিটের পথ।

আরও পড়ুন : কালো ছোপ ধরা পেঁয়াজ, রসুন কি খাওয়া যায়? খেলে কতটা ক্ষতি শরীরের? জানুন সর্বনাশ থেকে বাঁচতে

কলকাতা- লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনের মধ্যে বা সংলগ্ন এলাকা থেকে রোজ বিকেলের ট্রেনে এসে রাত্রে ফেরা যায়। যানবাহনের সুবিধা হওয়ায় নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, উত্তরভাগ, রায়দিঘী, বেহালা প্রভৃতি স্থান থেকেও আসা যায়। জয়নগর রথতলা হইতে পশ্চিমদিকে ৪ মিনিটের পথের শ্রীশ্রী জয়চণ্ডীমাতার মন্দির অবস্থিত।

এ বার দেখে নেওয়া যাক ১৫ দিনে মায়ের কী কী রূপ থাকছে-২৪ জ্যৈষ্ঠ শুক্রবার প্রতিপদ মাহেশ্বরী, ২৫ জ্যৈষ্ঠ  শনিবার দ্বিতীয়ায় কমলেকামিনী, ২৬ জ্যৈষ্ঠ রবিবার তৃতীয়ায় দেবীমনসা, ২৭ জ্যৈষ্ঠ সোমবার চতুর্থীতে বৈষ্ণবী, ২৮ জ্যৈষ্ঠ মঙ্গলবার পঞ্চমীতে বিপত্তারিণী, ২৯ জ্যৈষ্ঠ বুধবার ষষ্ঠীতে  গণেশ জননী, ৩০ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সপ্তমীতে ব্রহ্মাণী, ৩১ জ্যৈষ্ঠ শুক্রবার অষ্টমীতে মা শীতলা, ৩২ জ্যৈষ্ঠ শনিবার নবমী , দশমী একাদশী উপলক্ষে জগদ্ধাত্রী। ১ আষাঢ় রবিবার জাহ্নবী, ২ আষাঢ় সোমবার অন্নপূর্ণা, ৩রা আষাঢ় মঙ্গলবার দ্বাদশী রাইরাজা, ৪ আষাঢ় বুধবার দ্বাদশী, ৫ আষাঢ় বৃহস্পতিবার ত্রয়োদশী চতুর্দ্দশী শ্রীলক্ষ্মী, ৬ই আষাঢ় শুক্রবার ইন্দ্রাণী, ৭ আষাঢ় শনিবার পূর্ণিমা কাত্যায়নী মায়ের রাজবেশ।

South 24 Parganas News: জয়নগরে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের নতুন ঠিকানা! বিনামূল্যে মিলছে পরিষেবা

দক্ষিণ ২৪ পরগনা: আধুনিক সমাজের নিয়মে একান্নবর্তী পরিবার ভেঙে ভেঙে এখন ছোটো ছোটো সংসার হয়ে গেছে। আর জন্মদাতা পিতা মাতা এখন সন্তানদের কাছে বোঝার সমান। নিজেদের সঙ্গে বাবা মাকে রাখতে অনীহা তাঁদের। আর তাই বাবা মায়ের ঠিকানা বৃদ্ধাশ্রম। আর গরীব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের অবস্থাতো আরও খারাপ তাদের ঠাঁই হয় পথে ধারে গাছের তলায় বা রেল স্টেশনের প্ল্যাটফর্মে। এই সব অসহায় বৃদ্ধবৃদ্ধাদের জন্যে এবারে একেবারে বিনামূল্যে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে জয়নগরে।

আরও পড়ুন:  ঘূর্ণিঝড় রিমলে শাপে বর! প্রচুর ইলিশ আসার অপেক্ষা, বাজার ছেয়ে যাবে রুপোলি শস্যে, দাম কত হবে?

নিরিবিলি শান্ত পরিবেশে গহেরপুরে জয়নগর দু’নম্বর ব্লকের ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের দোষরা ভগবানপুরে প্রায় এক বিঘা জমির উপরে গড়ে উঠেছে প্রচেষ্টা বৃদ্ধাশ্রম। গত ১২ই ফেব্রুয়ারি এই বৃদ্ধাশ্রম এর পথ চলা শুরু হয়। বর্তমানে সুন্দরবন সহ দক্ষিন ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে ১২ জন গরিব অসহায় বৃদ্ধ বৃদ্ধার জায়গা হয়েছে এই বৃদ্ধাশ্রমে। সম্পূর্ণ বিনামূল্যে এই বৃদ্ধাশ্রমে তাদের রাখা হয়েছে। নিয়ম করে খাওয়া-দাওয়া থেকে শুরু করে বিনোদনের জন্য টিভির ব্যবস্থা, পুজো অর্চনা করার জন্য ঠাকুর ঘর সহ একাধিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য।

আরও পড়ুন: বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম, বৃষ্টির সম্ভাবনা কবে? জানাল হাওয়া অফিস

এই বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ বৃদ্ধরা নিজেদের মধ্যে একটা পরিবার তৈরি করে ফেলেছে। তাঁরা তাদের পরিবার থেকে হারিয়ে ও নতুন পরিবার তৈরি করে খুব ভাল আছে বলেই জানালেন। এ ব্যাপারে প্রচেষ্টা বৃদ্ধাশ্রমের সদস্য বলেন আমরা চাই সমাজে অবহেলিত দু:স্থ অসহায় বয়স্কদের এই বৃদ্ধাশ্রমে এনে তাদের দেখভাল করতে, তাদের পাশে থাকতে। তারা আরও জানান, দক্ষিণ ২৪ পরগনা বা আশেপাশের এলাকা থেকে এরকম মানুষের সন্ধ্যান পেলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা তাদের প্রচেষ্টা বৃদ্ধাশ্রমের পরিবারের সদস্য করে নেবে অসহায় মানুষদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

Lok Sabha Election 2024: ভোট উৎসবের শোভা‌যাত্রায় স্থান পেল হারিয়ে ‌যেতে বসা এই শিল্প

দক্ষিণ ২৪ পরগনা: বর্ণাঢ্য শোভা‌যাত্রা নিয়ে ভোটের প্রচার জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমার মন্ডলের।আর এই প্রচারে শোভাযাত্রায় দেখা মিলেছে তাসা বাজিয়ে বিভিন্ন বেলুনের প্লাকার্ড তার সঙ্গে প্রচারের মূল আকর্ষণ ছিল রণপা। মূলত এই রণপা আগেকার দিনে বেশি ব্যবহার করা হতো ডাকাতি করার সময়। জোরে যাওয়ার জন্য এই ধরনের রণপা ব্যবহার করত।  তবে এখন তা বিলুপ্তর পথে তবে এখন এই রণপা বিভিন্ন বিনোদনের কাজে ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন: খোল-করতাল নিয়ে ভোট প্রচারে তৃণমূল

আর সেই মতো জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচারে দেখা মিলল এই রণপা। হাতে আর মাত্র কয়েকটা দিন, শেষ দফার নির্বাচনে ভোট হবে জয়নগর লোকসভা কেন্দ্রে। নির্বাচন ঘোষণার পর থেকেই ভোটের প্রচারে নেমেছেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল। যত দিন যাচ্ছে ততই প্রচারে ভিড় বাড়ছে, জন সমর্থন বাড়ছে বলে দাবি প্রতিমার। এবারে জয়ের মার্জিন আরও বাড়বে বলেই দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: প্রচারে সৃজন! কোল্ড স্টোরেজ থেকে রেললাইন, বললেন জিতলে কী কাজ করবেন

বিজেপি মানুষকে ধাপ্পা দিচ্ছে, সি এ এ নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার নকল করে ৩ হাজার টাকার ভাতা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, মানুষ এসবের যোগ্য জবাব দেবেন বলেই জানান প্রতিমা। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের খিরিশতলা থেকে বহিরবেনা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ভোটের প্রচার করেন প্রতিমা। সঙ্গে ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস সহ ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

South 24 Parganas News : লিঙ্গ বৈষম্য ও তৃতিয় লিঙ্গ কী! শিখল স্কুলের ছাত্রছাত্রীরা

দক্ষিণ ২৪ পরগনার: সমাজে লিঙ্গ বৈষম্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই কথা মাথায় রেখে এক স্বেচ্ছাসেবী সংগঠন ও এক সংস্থার উদ্যোগে জয়নগর মজিলপুর জে এম ট্রেনিং স্কুলে ছাত্রছাত্রীদের  লিঙ্গ বৈষম্য নিয়ে একটি সচেতনতা মূলক শিবির হয়ে গেল। যে শিবিরে উপস্থিত ছিলেন বিট্রিশ ডেপুটি হাইকমিশনার কলকাতার ড: এন্ড্রু ফেল্মিং, বাপু সংস্থার কর্ণধার প্রতীক চৌধুরী, মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর মন্ডল, অরিত্র কাঞ্জিলাল সহ আরও অনেকে।

আরও পড়ুন: দিদির মতো সাজ-দিদির মতো কাজ! টিকিট পেতেই বারুইপুরে প্রিয় খাবার ‘রান্না’ সায়নীর, দেখুন

কেন্দ্রীয় সরকারের তরফে ১০ ই ডিসেম্বর ২০২০ সালে তৃতীয় লিঙ্গকে সম্মতি দিয়েছেন মিলেছে নাগরিকত্বের অধিকার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিয়েছেন। তা সত্বেও এই তৃতীয় লিঙ্গের ছাত্র ছাত্রীরা এখন ও স্কুলে গেলে অন্য পড়ুয়াদের কাছ থেকে হেনস্থা হয়। স্কুলে ছেলেমেয়েদের এক সারিতে বসানোর জন্য রীতিমতো শিক্ষক রা মায়েদের কমিটি তৈরি করে মায়েদের নিয়ে বৈঠক করতে হবে৷ কয়েকটি বৈঠকে মধ্য দিয়ে মায়েদের বোঝানো হবে যে ছেলে-মেয়ের মধ্যে কোন ভাবে ফারাক করা ঠিক নয়৷

আরও পড়ুন:  বাড়িতে এই কাজ শুরু করলে ভাগ্য বদলে যাবে আপনার

তার পাশাপাশি স্কুলের পড়ুয়াদের বোঝাতে হবে যে ফুটবল খেলা বা স্কিপিং করা এসবই শরীর মজবুত করে৷ সেখানে ছেলে-মেয়ের মধ্যে ফারাক থাকে না। তাই শিক্ষক রা মনে করেন লিঙ্গ বৈষম্য দুর করতে হলে মায়েদেরই এগিয়ে আসতে হবে৷ এছাড়া সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে এরা হেনস্তার শিকার হয় সবসময় । আর এই সম্পর্কে সমাজকে সচেতন করার লক্ষে লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষে এদিন এই শিবিরের আয়োজন করা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই সংস্থার উদ্যোগে জয়নগর থানা এলাকার কয়েকটি স্কুলে ইতিমধ্যে এই বিষয়ের উপর সমীক্ষা করা হয়।

সুমন সাহা

খড় বোঝাই গাড়িতে লাগল ভয়ঙ্কর আগুন! দেখুন ভিডিও

সোমবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে একটি খড়ের গাড়িতে।আর এই ঘটনাটি ঘটেছে জয়নগর বিধানসভার বকুলতলা থানার নতুনহাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১২ টা নাগাদ কুলতলি থেকে একটি খড়বোঝাই গাড়ি নতুনহাট,জয়নগর হয়ে কলকাতা যাবার পথে নতুনহাট এলাকায় আচমকা আগুন লেগে যায়।

South 24 Parganas News: “হোক কবাডি” জয়নগরের মাঠে লড়াই প্রত্যন্ত গ্রামের মেয়েদের

দক্ষিণ ২৪ পরগনা : লিঙ্গবৈষম্য রোধে বেশ কয়েক বছর ধরেই গ্রামীণ এলাকার স্কুল পড়ুয়া মেয়েদের নিয়ে কবাডি প্রতিযোগিতার আয়োজন করে আসছে এক স্বেচ্ছাসেবী সংগঠন। এবার জয়নগর ১ ব্লকের ছ’টা পঞ্চায়েতকে নিয়ে ‘হোক কবাডি’ প্রতিযোগিতা শুরু হয়েছিল। বহড়ু হাই স্কুলের মাঠে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।জয়নগর ১ নং ব্লকের হরিনারায়ণপুর, চালতাবেড়িয়া,ঢোষা চন্দনেশ্বর, বামুনগাছি, জাঙালিয়া,খাকুড়দহ পঞ্চায়েত এলাকার মেয়েদের নিয়ে ৬ টি পৃথক দলের মধ্যে দিয়ে এই কবাডি খেলা হয়।  এদিন এই খেলায় বিজয়ী হন হরিনারায়ণপুর পঞ্চায়েতের মেয়েরা ও রানার্স আপ হয় চালতাবেড়িয়া পঞ্চায়েতের মেয়েরা।  এদের হাতে বিজয়ী ও রানার্স ট্রফি ও সাটিফিকেট তুলে দেন জয়নগর থানার আই সি পার্থ, জয়নগর ১ নং বিডিও,জয়েন্ট বিডিও, আয়োজক সংস্থার কর্ণধার সহ আরো অনেকে।

আরও পড়ুন: প্রেম দিবসের দাপটে কোণঠাসা বাগদেবী? কুমোরটুলির ছবি কী বলছে

মুলত সুন্দরবন প্রত্যন্ত এলাকার মেয়েরা একটু হলেও পিছিয়ে আছে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে এলাকার বিডিও আই সি রা অনেক সময় ১৮ বছর নিচের মেয়েদেরকে এই সমস্ত গ্রামে বিয়ে দিয়ে দেওয়া হয় তাই নাবলিকা অবস্থায় যাতে বিয়ে না দেওয়া হয় অভিভাবকদের বলেন। তাছাড়া অজানা কারোর সঙ্গেবন্ধুত্ব পাতানো, ফোন নং আদান প্রদান,অজানা কারুর সঙ্গে গল্প করা, বেড়ানো থেকে বিরত থাকতে বলা হয়। এদিন নারী পাচারের ওপর সতর্ক থাকতে বলেন।মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটে, কবাডি জাতীয় খেলার দিকে নজর দেওয়া হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এছাড়া মেয়েদের স্বনির্ভর ও আত্মরক্ষার জন্য এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনের আছে।

সুমন সাহা

South 24 Parganas News : জয়নগরে মোয়া উৎসব, ভিড় জামাচ্ছে ভিন জেলার মানুষও

জয়নগর: শীতকালে এলেই মিষ্টির দোকানে দোকানে ছেয়ে যায় মোয়ার পসরা ও হাঁড়ি। ইচ্ছে হলেই অফিস ফেরত বাঙালি বিকেলে কিংবা সন্ধ্যায় বাক্সবন্দি করে মোয়া নিয়ে বাড়ি ফেরে। শীতের মরশুমে বেশিরভাগ দিন রাত্রিবেলা ডিনারের শেষ পাতে ওটাই বাঙালির প্রিয় ডেজার্ট। মোয়া নিয়ে বাঙালি একটু আবার নাকউঁচু। কেউ কেউ আবার একটা কামড় দিয়েই নাকি বলে দিতে পারেন, কোনটা অরিজিনাল জয়নগরের মোয়া। তাই নিয়ে অনেকে আবার আলোচনাতেও বসে পড়েন। অনেকেই আছেন মোয়ার রসনাতৃপ্তি করতে, সোজা ট্রেনে উঠে জয়নগরে চলে আসেন মোয়া কিনতে।

আরও পড়ুন: ছয় মাসেই গায়েব হবে গঙ্গাসাগর মেলার বিপুল বর্জ্য! কিভাবে জানুন

সম্প্রতি জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে। বাঙালি এই নিয়ে আনন্দিত।জয়নগরে দুদিনব্যাপী মোয়া উৎসবের আয়োজন। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুলের। নানা স্বাদের নানা ধরনের জয়নগরের মোয়া, নলেন গুড় থেকে শুরু করে পাটালির সম্ভার ও নানা ধরনের শীতকালীন মিষ্টির সম্ভার রয়েছে এই মোয়া উৎসবে। শীতে ভোজন রসিক বাঙালির অন্যতম আকর্ষণ জয়নগরের মোয়া। কনকচূড় ধানের খই ও নলেন গুড়ের মিশ্রণে তৈরি হয় এই অসাধারণ শীতকালীন মিষ্টি।

আরও পড়ুন: প্রায় কোনও পুঁজিই লাগবে না, মাসে আয় ২০-২৫ হাজার টাকা! পথ দেখাচ্ছে জয়নগরের এই গ্রামের বাসিন্দারা

সীতাভোগ, মিহিদানা যদি হয় বর্ধমান জেলার সেরা মিষ্টি, তেমনই দক্ষিণ ২৪ পরগনা জেলার সেরা মিষ্টি এই জয়নগরের মোয়া। শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও এই মোয়ার ব্যাপক চাহিদা রয়েছে। সেই কথা মাথায় রেখেই এই মোয়া বর্তমানে মিলছে অনলাইনেও। তাছাড়া যারা ডায়বেটিক রোগে আক্রান্ত সেই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে নো-অ্যাডেড সুগার মোয়াও এবার মিলছে এই মোয়া উৎসবে। এই চিন্তাধারা নিয়েই তিনদিনের এই মোয়া উৎসবের আয়োজন করা হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ইতিমধ্যেই উৎসব প্রাঙ্গনে মানুষের ঢল নেমেছে। স্টলে ঘুরে ঘুরে মোয়া চেঁখে দেখে কেনাকাটাও শুরু করেছেন মানুষজন। সব মিলিয়ে জমে উঠেছে জয়নগরের মোয়া উৎসব।

সুমন সাহা