Digha Sea Beach 

Digha: কমল দিঘা বেড়ানোর খরচ! মাত্র ৪৫ টাকায় কলকাতা থেকে সোজা দিঘা! সপ্তাহান্তে ঘুরে আসুন

*দিঘা যাওয়ার এই ট্রেনের রুট জানেন? তাহলে দিঘা ঘোরার খরচ অনেকটাই কমে যাবে। দিঘা বেড়ানোর সাশ্রয় হবে অনেকটা।
*দিঘা যাওয়ার এই ট্রেনের রুট জানেন? তাহলে দিঘা ঘোরার খরচ অনেকটাই কমে যাবে। দিঘা বেড়ানোর সাশ্রয় হবে অনেকটা।
*বাঙালির গোয়া দিঘা। বাঙালির নস্টালজিয়া বাঙালির আবেগের নাম দিঘা। তাইতো ভ্রমণপ্রিয় বাঙালি সময় পেলেই ভিড় করে দিঘা সমুদ্র সৈকতে।
*বাঙালির গোয়া দিঘা। বাঙালির নস্টালজিয়া বাঙালির আবেগের নাম দিঘা। তাইতো ভ্রমণপ্রিয় বাঙালি সময় পেলেই ভিড় করে দিঘা সমুদ্র সৈকতে।
*বছরের নানা সময়ের পাশাপাশি বর্ষাকালে বহু মানুষ দিঘায় আসেন। তবে এবার দিঘা আসার আগে ট্রেনের এই রুটটি মাথায় রাখুন। তাহলে আপনার দিঘা ঘুরে বেড়ানোর খরচ অনেকটাই সাশ্রয় হবে।
*বছরের নানা সময়ের পাশাপাশি বর্ষাকালে বহু মানুষ দিঘায় আসেন। তবে এবার দিঘা আসার আগে ট্রেনের এই রুটটি মাথায় রাখুন। তাহলে আপনার দিঘা ঘুরে বেড়ানোর খরচ অনেকটাই সাশ্রয় হবে।
*হাওড়া থেকে লোকাল ট্রেনে করে দিঘা এলে মাত্র ১০০ টাকার মধ্যেই যাতায়াত হয়ে যাবে। তবে হাওড়া থেকে দিঘা পর্যন্ত সরাসরি লোকাল ট্রেন নেই।
*হাওড়া থেকে লোকাল ট্রেনে করে দিঘা এলে মাত্র ১০০ টাকার মধ্যেই যাতায়াত হয়ে যাবে। তবে হাওড়া থেকে দিঘা পর্যন্ত সরাসরি লোকাল ট্রেন নেই।
*এক্ষেত্রে আপনাকে লোকাল ট্রেনে করে ভায়া মেচেদা বা পাঁশকুড়া হয়ে দিঘা পৌঁছতে হবে। প্রতিদিন সকাল ৮:০২ মিনিটে মেচেদা স্টেশন থেকে দিঘার উদ্দেশ্যে লোকাল ট্রেন ছেড়ে যায়। মেচেদা থেকে দিঘার ভাড়া মাত্র ৩০ টাকা। অন্যদিকে, হাওড়া থেকে মেচেদার লোকাল ট্রেন ভাড়া ১৫ টাকা। ফলে ৪৫ টাকা দিয়ে হাওড়া থেকে দিঘা পৌঁছনো সম্ভব।
*এক্ষেত্রে আপনাকে লোকাল ট্রেনে করে ভায়া মেচেদা বা পাঁশকুড়া হয়ে দিঘা পৌঁছতে হবে। প্রতিদিন সকাল ৮:০২ মিনিটে মেচেদা স্টেশন থেকে দিঘার উদ্দেশ্যে লোকাল ট্রেন ছেড়ে যায়। মেচেদা থেকে দিঘার ভাড়া মাত্র ৩০ টাকা। অন্যদিকে, হাওড়া থেকে মেচেদার লোকাল ট্রেন ভাড়া ১৫ টাকা। ফলে ৪৫ টাকা দিয়ে হাওড়া থেকে দিঘা পৌঁছনো সম্ভব।
*হাওড়া থেকে লোকাল ট্রেনে দিঘা আসতে মোটামুটি পাঁচ ঘণ্টার একটু বেশি সময় লাগে। ফিরতি পথে আবার লোকাল ট্রেনে করে মেচেদা থেকে হাওড়া ফেরা যায়। মোট ৯০ টাকা খরচ করে লোকাল ট্রেনে হাওড়া থেকে দিঘা যাতায়াত হয়ে গেলে দিঘা বেড়ানোর খরচ অনেকটাই কমে যাবে।
*হাওড়া থেকে লোকাল ট্রেনে দিঘা আসতে মোটামুটি পাঁচ ঘণ্টার একটু বেশি সময় লাগে। ফিরতি পথে আবার লোকাল ট্রেনে করে মেচেদা থেকে হাওড়া ফেরা যায়। মোট ৯০ টাকা খরচ করে লোকাল ট্রেনে হাওড়া থেকে দিঘা যাতায়াত হয়ে গেলে দিঘা বেড়ানোর খরচ অনেকটাই কমে যাবে।