কলকাতা এয়ারপোর্টে উজ্জ্বল পাল

Inspirational news: বিদেশে সাইকেল চালিয়ে সবুজায়নের বার্তা দিতে চান! সাইবেরিয়া চললেন বাংলার যুবক

দক্ষিণ ২৪ পরগনা: সবুজায়নের বার্তা দিতে সাইকেল নিয়ে সাইবেরিয়ার উদ্দেশে পাড়ি দিলেন বাংলার উজ্জ্বল পাল। কলকাতা বিমানবন্দর থেকে তিনি রাশিয়ার উদ্দেশে রওনা দেন ৷ পৃথিবী জুড়ে গাছ লাগানোর বার্তা দিতে ইতিমধ্যে ২০টি দেশে সাইকেল নিয়ে ভ্রমণ করেছেন তিনি ৷

বিশ্ব জুড়েই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, স্কুল, কলেজ, কালচারাল অর্গানাইজেশান, স্পোর্টস ক্লাব ও পাড়ায় পাড়ায় গিয়ে গাছ লাগানোর বার্তা দিয়েছেন ৷ দেশে তো বটেই বিদেশেও এই কাজ করে যাচ্ছেন উজ্জ্বল ৷ সেই লক্ষ্যেই সাইকেল নিয়েই সফলভাবে কিলিমাঞ্জারো অভিযানও করেছেন তিনি ৷

আরও পড়ুন: পুরীর রথযাত্রায় মিছিলে মর্মান্তিক দুর্ঘটনা! দমবন্ধ হয়ে মৃত ১, আহত বেশ কয়েক জন

জীবনে অন্তত একটা গাছ লাগান, তার পরিচর্যা করুন এবং তাকে বড় করে তুলুন এই বার্তাই তিনি ছড়িয়ে দিতে চান সারা বিশ্বে ৷ রাশিয়ার সেন্টপিটার্সবার্গ থেকে তিনি তার যাত্রা শুরু করবেন ৷ সাইকেল চালিয়ে রাশিয়ার রাজধানী মস্কো হয়ে কাজাখস্তান, মঙ্গোলিয়া হয়ে জাপানে পৌঁছাবেন ৷ টোকিও থেকে আবার তিনি দেশে ফিরে আসবেন ৷ মোট ৯০ দিনের এই সফর ৷ তিনি বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে জড়ো করে সেই বার্তা ছড়িয়ে দেবেন ৷

২০১১ সালে বাংলাদেশ দিয়ে শুরু হয় তার এই সফর ৷ সোনারপুর আরোহীর সদস্যদের সঙ্গে নিয়ে তিনি প্রথম অভিযান শুরু করেন৷ উজ্জলের বাড়ি বীরভূমের সিউড়িতে ৷ এখানে থাকলে চাষবাস করেন ৷ রোজ যা খান তা তিনি নিজেই উৎপাদন করেন ৷ কার্যত সিদ্ধ খাবার খেয়েই কাটে তাঁর জীবন৷ জৈব পদ্ধতিতে চাষ করে উদবৃত্ত ফসল তিনি বিক্রি করে দেন ৷ যে টাকা তিনি পান তা দিয়ে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গাছ লাগান নানা জায়গা জুড়ে ৷ বন দফতরের সহযোগিতায় বিভিন্ন জায়গা থেকে নানা প্রাণী উদ্ধারের কাজেও যুক্ত থাকেন তিনি ৷