নিম্নচাপ, বঙ্গোপসাগর, ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, বর্ষা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ঝড় বৃষ্টির পূর্বাভাস, সাইক্লোনিক সার্কুলেশন, ঝড় বৃষ্টি বজ্রপাত, আবহাওয়া, বৃষ্টিপাতের সতর্কতা, তাপপ্রবাহ, হিট ওয়েভ, গরমকাল, গ্রীষ্মের ওয়েদার আপডেট, ওয়েদার আপডেট, ঝড় বৃষ্টির সতর্কতা, বিপরীত ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি, নিম্নচাপ, ঝড়-ঝঞ্ঝা, ঝড় বৃষ্টির সতর্কতা, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স, আবহাওয়া, বাংলার আবহাওয়া, তাপপ্রবাহ, বৃষ্টিপাত, গরম, তাপমাত্রা, পারদ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত সতর্কতা, বৃষ্টির সতর্কতা, দমকা বাতাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা, বৃষ্টি, দিঘা আবহাওয়া, আরবসাগরে ঘূর্ণাবর্ত, ২০২৪ ওয়েদার আপডেট, বাংলার আবহাওয়া, আবহাওয়ার পূর্বাভাস, ঝড় বৃষ্টি, বাংলার আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের আবহাওয়া, বাংলা খবর

IMD West Bengal Weather: সাগরে ঘূর্ণাবর্ত…! নিম্নচাপ সতর্কতা…! কবে থেকে চরম দুর্যোগ-দুর্ভোগ? দিন-তারিখ বলে দিল আলিপুর! আবহাওয়ার মেগা আপডেট

বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি হতে চলেছে জেলায় জেলায়। অর্থাৎ আগামী সপ্তাহেও টানা বৃষ্টির স্পেল অব্যাহত।
বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি হতে চলেছে জেলায় জেলায়। অর্থাৎ আগামী সপ্তাহেও টানা বৃষ্টির স্পেল অব্যাহত।
আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। সপ্তাহান্তে আরও একবার দুর্যোগের দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। সপ্তাহান্তে আরও একবার দুর্যোগের দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে।
সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রথযাত্রার দিনে রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা ছিল। দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি ছিল।
সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রথযাত্রার দিনে রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা ছিল। দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি ছিল।
আবহাওয়ার পূর্বাভাস বলছে উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। তাপর ফের বৃষ্টি শুরু। শনিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। তাপর ফের বৃষ্টি শুরু। শনিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে।
মৌসুমী অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে শুরু হয়ে বাংলার আসানসোল ও হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
মৌসুমী অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে শুরু হয়ে বাংলার আসানসোল ও হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এটি আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা ওড়িশা উপকূলে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও বর্ষার বৃষ্টিপাত হবে।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এটি আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা ওড়িশা উপকূলে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও বর্ষার বৃষ্টিপাত হবে।
আলিপুরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী ১১ জুলাই পর্যন্ত স্বাভাবিক বৃষ্টি চলবে রাজ্যে। ১১-১৮ জুলাই ভারী বৃষ্টিপাত হবে। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গ, পূর্ব ভারতের রাজ্যগুলিতে বেশি বৃষ্টি হবে।
আলিপুরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী ১১ জুলাই পর্যন্ত স্বাভাবিক বৃষ্টি চলবে রাজ্যে। ১১-১৮ জুলাই ভারী বৃষ্টিপাত হবে। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গ, পূর্ব ভারতের রাজ্যগুলিতে বেশি বৃষ্টি হবে।
সোমবার থেকে স্ক্যাটার্ড রেইন হবে। বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
সোমবার থেকে স্ক্যাটার্ড রেইন হবে। বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আগামিকাল সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরে ৫ জেলাতে অতিবৃষ্টি হবে।
আগামিকাল সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরে ৫ জেলাতে অতিবৃষ্টি হবে।
৯ জুলাই মঙ্গলবার উত্তরের ৫ জেলা-সহ উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে।
৯ জুলাই মঙ্গলবার উত্তরের ৫ জেলা-সহ উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে।
১০ জুলাই বুধবার বর্ধমান, বীরভূম, নদিয়াতে বজ্রপাত-সহ বৃষ্টি হবে। ৫ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
১০ জুলাই বুধবার বর্ধমান, বীরভূম, নদিয়াতে বজ্রপাত-সহ বৃষ্টি হবে। ৫ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
১১ জুলাই বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে।
১১ জুলাই বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে।
১২ জুলাই শুক্রবার ও ১৩ জুলাই শনিবার উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে।
১২ জুলাই শুক্রবার ও ১৩ জুলাই শনিবার উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে।
দুই ২৪ পরগনা, মেদিনীপুর, পুরুলিয়া বাঁকুড়া কলকাতা-সহ বৃষ্টির সতর্কতা থাকবে বেশ কিছু জেলায়।
দুই ২৪ পরগনা, মেদিনীপুর, পুরুলিয়া বাঁকুড়া কলকাতা-সহ বৃষ্টির সতর্কতা থাকবে বেশ কিছু জেলায়।
দক্ষিণবঙ্গ আবহাওয়া:দিনভর মেঘলা আকাশ থাকবে। কোথাও সামান্য সময়ের আংশিক মেঘলা আকাশ। সপ্তাহ জুড়ে এরকম বর্ষার আবহাওয়াই থাকবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবেই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গ আবহাওয়া:
দিনভর মেঘলা আকাশ থাকবে। কোথাও সামান্য সময়ের আংশিক মেঘলা আকাশ। সপ্তাহ জুড়ে এরকম বর্ষার আবহাওয়াই থাকবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবেই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের আবহাওয়া:ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া:
ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুধুমাত্র দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা।উত্তর দিনাজপুরেও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা।
সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুধুমাত্র দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তর দিনাজপুরেও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা।
কলকাতামূলত মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
কলকাতা
মূলত মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ০.৪ মিলিমিটার।
রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ০.৪ মিলিমিটার।