দিঘা মাছের মার্কেট

Digha Ilish: বর্ষার বৃষ্টি নামতেই ট্রলারে মাছের বন্যা, চওড়া হাসি মৎস্যজীবীদের মুখে, অবশেষে ইলিশ উঠল?

দিঘা: দিঘায় বৃষ্টির কারণে মাছ শিকারের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। আর তাতেই খুশির হাওয়া দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে। ৬ জুলাই শনিবার দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে উঠল নানা প্রজাতির টন টন সামুদ্রিক মাছ। চলতি মরশুমে সেভাবে ইলিশ ওঠেনি দিঘা মোহনা মৎস্য বিপনন কেন্দ্রে। চলতি বছর মাছধরা মৌসুম শুরু হওয়ার পর থেকেই দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে গুরুগম্ভীর পরিবেশ মৎস্যজীবীদের মুখ ভার ছিল। কিন্তু চলতি সপ্তাহে সেই পরিবেশ উধাও দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রের। যার একমাত্র কারণ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ।।

জুন মাসের ১৪ তারিখ থেকে সমুদ্রে মাছ শিকার শুরু হয়েছে। শুরুর দিকে এমনিতে ইলিশের দেখা নেই তার ওপর অন্যান্য সামুদ্রিক মাছের যোগান কম ছিল। ফলে পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ইলিশ মাছ-সহ অন্যান্য সামুদ্রিক মাছের মন্দা দেখা দিয়েছিল আবহাওয়ার খামখেয়ালীপনায়। জুলাই মাসের শুরুতে সেই চিত্রটা বদলে গেল। জুলাই মাসের প্রথম সপ্তাহে ভাল পরিমান সামুদ্রিক মাছের যোগান হয়েছে দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে।

আরও পড়ুনঃ কলকাতা-দমদম হয়ে সোজা দিঘা! রথযাত্রায় রেলের বিরাট উপহার! কবে, কোন সময়ে ছাড়বে ট্রেন? জানুন

জুলাই মাসের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে। দিঘায় শুরু হয়েছে বৃষ্টি। দিঘায় মৎস্যজীবীদের আশা ছিল বৃষ্টি শুরু হলেও ইলিশ অন্যান্য সামুদ্রিক মাছের যোগান বাড়বে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। এবারে আশাহত হতে হল। বৃষ্টি নামতেই ঝাঁকে ঝাঁকে মাছ উঠে আসছে মৎস্যজীবীদের জালে। তবে ইলিশের খুব একটা দেখা নেই। ইলিশ মাছ না এলে ও অন্যান্য মাছের যোগানে ইলিশের দুঃখ ভুলিয়ে দিয়েছে মৎস্যজীবী থেকে মৎস্যজীবী ট্রলার মালিকদের।

আরও পড়ুনঃ রাজধানী লাল, গরীব রথ সবুজ কেন? নীল-হলুদ রং কেন, কোন ট্রেনে? উত্তর জানে না প্রায় কেউই, আপনি জানেন?

দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে নানান ধরনের সামুদ্রিক মাছের যোগান সম্পর্কে দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, ‘বর্ষা শুরু হতেই মাছ ধরার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। পমফ্রেট, তোপসে, ভোলা, সামুদ্রিক চিংড়ি, কাগজি-সহ নানা ধরনের মাছ উঠে আসছে প্রচুর পরিমাণে। আর তাতেই মৎস্য নিলাম কেন্দ্র সরগরম। ইলিশ এখনও সেভাবে উঠে আসেনি। সামান্য পরিমাণ ইলিশ উঠেছে। যার বাজার দর ভালই। আশা করা যায় এরকম আবহাওয়া থাকলে আগামী দিনে ইলিশ ভাল পরিমান উঠে আসবে দিঘায়।’

চলতি মাছ ধরার মরশুমে মাছ ধরার মৌসুম শুরু হওয়ার পর থেকেই ইলিশের দেখা নেই এখনও তবে অন্যান্য সামুদ্রিক মাছের যোগান অনেক বেশি কম। পূর্ব মেদিনীপুর জেলার প্রায় প্রায় দুই হাজারেরও বেশি মাছ ধরার ট্রলার, লঞ্চ ভুটভুটি সমুদ্রে পাড়ি দিয়েছে মাছ ধরার উদ্দেশ্যে। পরপর কয়েক বছর দিঘায় ইলিশ মাছের খরা। তবে ইলিশ নিয়ে আশাবাদী ছাড়তে নারাজ ট্রলার মালিক ও মৎস্যজীবীরা। তাদের আশা জুলাই মাসের মাঝামাঝি থেকে দিঘায় ইলিশ উঠবে ভাল পরিমানে।

সৈকত শী