এবার আর বিপাকে উত্তরবঙ্গের মানুষ এবং পর্যটকেরা। পুরোপুরি বন্ধ হয়ে গেল শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সংযোগকারী ১১০ নং জাতীয় সড়ক। নতুন করে জাতীয় সড়কে আবার ধস নামে, তার পরেই ১১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Darjeeling Sikkim news: বন্ধ দার্জিলিং যাওয়ার পথ NH 110, খুলল না সিকিমের রাস্তাও! প্রবল বিপাকে পর্যটকেরা

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে নয়া সিদ্ধান্ত জিটিএর! পর্যটকদের প্রিয় দার্জিলিংয়ের রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত জিটিএ।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে নয়া সিদ্ধান্ত জিটিএর! পর্যটকদের প্রিয় দার্জিলিংয়ের রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত জিটিএ।
এবার আর বিপাকে উত্তরবঙ্গের মানুষ এবং পর্যটকেরা। পুরোপুরি বন্ধ হয়ে গেল শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সংযোগকারী ১১০ নং জাতীয় সড়ক। নতুন করে জাতীয় সড়কে আবার ধস নামে, তার পরেই ১১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার আরও বিপাকে উত্তরবঙ্গের মানুষ এবং পর্যটকেরা। পুরোপুরি বন্ধ হয়ে গেল শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সংযোগকারী ১১০ নং জাতীয় সড়ক। নতুন করে জাতীয় সড়কে আবার ধস নামে, তার পরেই ১১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, গয়াবাড়ি ও মহানদীর মাঝে পাগলাঝোরায় ধস নেমেছে। জাতীয় সড়কের বড় অংশ ধসে গিয়েছে। টানা বৃষ্টির জেরেই এই ধস বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, গয়াবাড়ি ও মহানদীর মাঝে পাগলাঝোরায় ধস নেমেছে। জাতীয় সড়কের বড় অংশ ধসে গিয়েছে। টানা বৃষ্টির জেরেই এই ধস বলে মনে করা হচ্ছে।
অর্থাৎ শিলিগুড়ি থেকে এখন দার্জিলিং যেতে হলে ঘুর পথে যেতে হবে। যাওয়ার জন্য যে পথ খোলা রয়েছে- ১. শিলিগুড়ি-শিমূলবাড়ি-রোহিণী-কার্শিয়ং-সোনাদা-ঘুম-দার্জিলিং দার্জিলিং-ঘুম-সোনাদা-কার্শিয়ং-পাঙ্খাবাড়ি-দুধিয়া-শিমূলবাড়ি-শিলিগুড়ি ২. অথবা শিলিগুড়ি থেকে মিরিক হয়ে ঘুরপথে ‍
অর্থাৎ শিলিগুড়ি থেকে এখন দার্জিলিং যেতে হলে ঘুর পথে যেতে হবে। যাওয়ার জন্য যে পথ খোলা রয়েছে-
১. শিলিগুড়ি-শিমূলবাড়ি-রোহিণী-কার্শিয়ং-সোনাদা-ঘুম-দার্জিলিং
দার্জিলিং-ঘুম-সোনাদা-কার্শিয়ং-পাঙ্খাবাড়ি-দুধিয়া-শিমূলবাড়ি-শিলিগুড়ি
২. অথবা শিলিগুড়ি থেকে মিরিক হয়ে ঘুরপথে
অন্য দিকে, বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নং জাতীয় সড়ক স্বাভাবিক অবস্থায় ফিরতে আরো অন্তত ৭ দিন সময় লাগবে। সেল্ফিদারায় পাহাড় কেটে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করা হয়েছে। তবে বৃষ্টির জন্য সেই কাজ দ্রুত করা যাচ্ছে না বলে জানিয়েছেন কালিম্পংয়ের জেলাশাসক সুব্রহ্মণ্যম টি।
অন্য দিকে, বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নং জাতীয় সড়ক স্বাভাবিক অবস্থায় ফিরতে আরো অন্তত ৭ দিন সময় লাগবে। সেল্ফিদারায় পাহাড় কেটে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করা হয়েছে। তবে বৃষ্টির জন্য সেই কাজ দ্রুত করা যাচ্ছে না বলে জানিয়েছেন কালিম্পংয়ের জেলাশাসক সুব্রহ্মণ্যম টি।