: স্ত্রীকে সন্দেহ। দাম্পত্য জীবনের কঠিন জটিলতা। তারপরে যা করলেন স্বামী শুনলে রীতিমতভিমড়ি খেতে হবে আপনাকে। দাম্পত্য জীবন আপনারও হয়তো রয়েছে,সমস্যা হয় আপনার এবং আপনার জীবন সঙ্গীর মধ্যে। তবে বীরভূমের এই বাসিন্দা স্ত্রীকে সন্দেহ করে যেটা করেছেন সেটা হয়তো অবাক করবে আপনাকেও। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্ভুক্ত রামপুরহাট পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চাকলা মাঠ পাড়ায়। Photo- Represnetative

Husband and Wife: স্ত্রী নাকি দারুণ সুন্দরী, পাড়ার ছেলেদের নজর খালি তাঁর উপর, সন্দেহের চোটে যা করলেন স্বামী, তোলপাড় এলাকায়

: স্ত্রীকে সন্দেহ। দাম্পত্য জীবনের কঠিন জটিলতা। তারপরে যা করলেন স্বামী শুনলে রীতিমতভিমড়ি খেতে হবে আপনাকে। দাম্পত্য জীবন আপনারও হয়তো রয়েছে,সমস্যা হয় আপনার এবং আপনার জীবন সঙ্গীর মধ্যে। তবে বীরভূমের এই বাসিন্দা স্ত্রীকে সন্দেহ করে যেটা করেছেন সেটা হয়তো অবাক করবে আপনাকেও। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্ভুক্ত রামপুরহাট পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চাকলা মাঠ পাড়ায়। Photo- Represnetative
: স্ত্রীকে সন্দেহ। দাম্পত্য জীবনের কঠিন জটিলতা। তারপরে যা করলেন স্বামী শুনলে রীতিমতভিমড়ি খেতে হবে আপনাকে। দাম্পত্য জীবন আপনারও হয়তো রয়েছে,সমস্যা হয় আপনার এবং আপনার জীবন সঙ্গীর মধ্যে। তবে বীরভূমের এই বাসিন্দা স্ত্রীকে সন্দেহ করে যেটা করেছেন সেটা হয়তো অবাক করবে আপনাকেও। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্ভুক্ত রামপুরহাট পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চাকলা মাঠ পাড়ায়। Photo- Represnetative
জানা যায় আজ থেকে প্রায় ১২ থেকে ১৩ বছর আগে নাজির হোসেন এবং মুজিমা বিবি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।তাদের রয়েছে একটি বাচ্চা মেয়েও। তবে স্বামী নাজির হোসেন ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে তার স্ত্রীর ওপরে। আর তবে থেকে শুরু হয় বিপত্তি। Photo- Represnetative
জানা যায় আজ থেকে প্রায় ১২ থেকে ১৩ বছর আগে নাজির হোসেন এবং মুজিমা বিবি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।তাদের রয়েছে একটি বাচ্চা মেয়েও। তবে স্বামী নাজির হোসেন ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে তার স্ত্রীর ওপরে। আর তবে থেকে শুরু হয় বিপত্তি। Photo- Represnetative
নাজির হোসেনের দাবি পাড়া-প্রতিবেশীরা নাকি তার স্ত্রীর দিকে খারাপ নজরে তাকান। এর পাশাপাশি তাঁর ওপর এবং তাঁর মোটরবাইকের ওপর বিভিন্নভাবে অত্যাচার করে পাড়ার ছেলেরা। আর সেই কারণেই তিনি ঘটিয়েছেন ভয়ঙ্কর কাণ্ড। নিজের বাড়ির চারপাশে ইলেকট্রিক তার বিছিয়ে রেখেছেন প্রতিবেশীদের আটকানোর জন্য। অর্থাৎ তার বাড়ি প্রবেশ করলেই ইলেকট্রিক শকে কার্যত যমের বাড়ির রাস্তা দেখবেন  এমনটাই হাসতে হাসতে দাবি করছেন এলাকার বাসিন্দারা। Photo- Represnetative
নাজির হোসেনের দাবি পাড়া-প্রতিবেশীরা নাকি তার স্ত্রীর দিকে খারাপ নজরে তাকান। এর পাশাপাশি তাঁর ওপর এবং তাঁর মোটরবাইকের ওপর বিভিন্নভাবে অত্যাচার করে পাড়ার ছেলেরা। আর সেই কারণেই তিনি ঘটিয়েছেন ভয়ঙ্কর কাণ্ড। নিজের বাড়ির চারপাশে ইলেকট্রিক তার বিছিয়ে রেখেছেন প্রতিবেশীদের আটকানোর জন্য। অর্থাৎ তার বাড়ি প্রবেশ করলেই ইলেকট্রিক শকে কার্যত যমের বাড়ির রাস্তা দেখবেন  এমনটাই হাসতে হাসতে দাবি করছেন এলাকার বাসিন্দারা। Photo- Represnetative
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাজির হোসেন জানান তাঁদের দাম্পত্য জীবনে কোন সমস্যা নেই তবে পাড়া-প্রতিবেশীর জন্যই তিনি এই ইলেকট্রিক তার বিছিয়ে রেখেছেন। এতদিন কেউ জানতেন না এই ব্যাপারে তবে হঠাৎ জানাজানি হওয়াতে তিনি সমস্যায় পড়ে গেছেন। পাড়া সূত্রে জানা যায় ইলেকট্রিক তারের শকে বাগানের মধ্যে মারা গেছে দুইটি বিষধর সাপ এবং একটি ব্যাঙ। এলাকাবাসীরা জানাচ্ছেন তাঁদের নজরে না এলে হয়তো কোনও সময়ে কোনও বাচ্চা ছেলে বা অন্য কারোর বড় বিপদ ঘটে যেতে পারত। Photo- Represnetative
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাজির হোসেন জানান তাঁদের দাম্পত্য জীবনে কোন সমস্যা নেই তবে পাড়া-প্রতিবেশীর জন্যই তিনি এই ইলেকট্রিক তার বিছিয়ে রেখেছেন। এতদিন কেউ জানতেন না এই ব্যাপারে তবে হঠাৎ জানাজানি হওয়াতে তিনি সমস্যায় পড়ে গেছেন। পাড়া সূত্রে জানা যায় ইলেকট্রিক তারের শকে বাগানের মধ্যে মারা গেছে দুইটি বিষধর সাপ এবং একটি ব্যাঙ। এলাকাবাসীরা জানাচ্ছেন তাঁদের নজরে না এলে হয়তো কোনও সময়ে কোনও বাচ্চা ছেলে বা অন্য কারোর বড় বিপদ ঘটে যেতে পারত। Photo- Represnetative
অন্যদিকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাজির হোসেনের স্ত্রী জানান আজ বলে নয় দীর্ঘদিন ধরেই তার স্বামী তাঁর ওপর বিভিন্নভাবে সন্দেহ করছেন। আর সেই কারণেই তিনি গোটা বাড়ির চত্বরে বিছিয়ে রেখেছেন ইলেকট্রিক তার।পাড়া প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে তৎক্ষণাৎ জানিয়ে দেন রামপুরহাট থানার পুলিশকে। Photo- Represnetative
অন্যদিকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাজির হোসেনের স্ত্রী জানান আজ বলে নয় দীর্ঘদিন ধরেই তার স্বামী তাঁর ওপর বিভিন্নভাবে সন্দেহ করছেন। আর সেই কারণেই তিনি গোটা বাড়ির চত্বরে বিছিয়ে রেখেছেন ইলেকট্রিক তার।পাড়া প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে তৎক্ষণাৎ জানিয়ে দেন রামপুরহাট থানার পুলিশকে। Photo- Represnetative
রামপুরহাট থানার পুলিশ এসে বাড়িটি ঘিরে রাখেন এবং খবর দেওয়া হয় ইলেকট্রিক অফিসের লোকজনকে।তাঁরাই ওই তার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন। কার্যত এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়া প্রতিবেশীদের মধ্যে শুরু হয়েছে ট্রোলিং।  Photo- Represnetative  Input- Souvik Roy
রামপুরহাট থানার পুলিশ এসে বাড়িটি ঘিরে রাখেন এবং খবর দেওয়া হয় ইলেকট্রিক অফিসের লোকজনকে।তাঁরাই ওই তার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন। কার্যত এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়া প্রতিবেশীদের মধ্যে শুরু হয়েছে ট্রোলিং।  Photo- Represnetative  Input- Souvik Roy