আপনার বাচ্চা মোবাইল আসক্ত! পড়াশোনায় মন বসছে না? কি করবেন বুঝতে পারছেন না? সকালে ঘুম থেকে উঠেই করান এই আসনগুলো।তাহলেই বাচ্চার শরীর থাকবে তরতাজা আর মনোযোগ বাড়বে পড়াশোনায়।

Parenting Tips: সারাক্ষণ ফোন নিয়ে ঘাটাঘাটি করছে বাচ্চা? ভুলেও এই বয়সের আগে মোবাইল দেবেন না সন্তানকে! পড়াশোনা মাথায় উঠবে!

সন্তানদের পড়াশোনা নিয়ে বাবা-মায়েদের চিন্তার শেষ নেই। অপরদিকে, বাচ্চাদের ছোট্ট মাথায় কতই বা পড়াশোনার ভার নেবে।

সন্তানদের পড়াশোনা নিয়ে বাবা-মায়েদের চিন্তার শেষ নেই। অপরদিকে, বাচ্চাদের ছোট্ট মাথায় কতই বা পড়াশোনার ভার নেবে।
শিশুকালে কারুর মন পড়াশোনায় থাকে না। পড়াশোনা করলে কী কী হতে পারে সেটা বোঝার ক্ষমতাও তৈরি হয় না।
শিশুকালে কারুর মন পড়াশোনায় থাকে না। পড়াশোনা করলে কী কী হতে পারে সেটা বোঝার ক্ষমতাও তৈরি হয় না।
তাই, সব চিন্তাই থাকে অভিভাবকদের। তাঁরা পড়তে বসা নিয়ে জোড়াজুড়ি করতেই থাকেন। কিন্তু বর্তমানে বাচ্চাদের আরেকটি মনযোগ ভেঙে যাওয়ার কারণ হল মোবাইল।
তাই, সব চিন্তাই থাকে অভিভাবকদের। তাঁরা পড়তে বসা নিয়ে জোড়াজুড়ি করতেই থাকেন। কিন্তু বর্তমানে বাচ্চাদের আরেকটি মনযোগ ভেঙে যাওয়ার কারণ হল মোবাইল।
ম্যাক্স স্টসেল, 'সোশ্যাল ওয়াকেনিং'-এর প্রতিষ্ঠাতা এবং সিইও, একটি গ্রুপ যা প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার স্বাস্থ্যকর ব্যবহার প্রচার করে, তিনি বলেন যে অভিভাবকরা অন্তত অষ্টম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের স্মার্টফোন দেওয়া উচিত না।
ম্যাক্স স্টসেল, ‘সোশ্যাল ওয়াকেনিং’-এর প্রতিষ্ঠাতা এবং সিইও, একটি গ্রুপ যা প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার স্বাস্থ্যকর ব্যবহার প্রচার করে, তিনি বলেন যে অভিভাবকরা অন্তত অষ্টম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের স্মার্টফোন দেওয়া উচিত না।
ফোনের সবচেয়ে খারাপ জিনিস হল ইন্টারনেট। বাচ্চারা ফোন পেলেই এখন গেম খেলতে শুরু করে বা ইউটিউব কিছু দেখতে শুরু করে যা তাঁদের মনযোগ নষ্ট করে।
ফোনের সবচেয়ে খারাপ জিনিস হল ইন্টারনেট। বাচ্চারা ফোন পেলেই এখন গেম খেলতে শুরু করে বা ইউটিউব কিছু দেখতে শুরু করে যা তাঁদের মনযোগ নষ্ট করে।
কিন্তু বিশেষজ্ঞদের মতে, অষ্টম শ্রেণী বা ১৩-১৪ বছর না হলে ফোন না দেওয়াই ভাল। যদি কখনও কোনও দরকার হয় তবে, বাবা-মায়েদের ফোন ব‍্যবহার করতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
কিন্তু বিশেষজ্ঞদের মতে, অষ্টম শ্রেণী বা ১৩-১৪ বছর না হলে ফোন না দেওয়াই ভাল। যদি কখনও কোনও দরকার হয় তবে, বাবা-মায়েদের ফোন ব‍্যবহার করতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)