Tag Archives: smartphone

Mobile addiction: ছেলের হাতে মোবাইল দিয়ে বাবার প্রাণ নিয়ে টানাটানি! মাথায় পড়ল কুঠারের কোপ

কোটা: মোবাইল এখন প্রায় প্রত্যেকের কাছেই জীবনের অবিচ্ছিন্ন অঙ্গ হয়ে উঠেছে৷ কিছুক্ষণ বাদে বাদেই মোবাইলের স্ক্রিনে চোখ রাখা অথবা মোবাইল ঘেঁটে দেখাটাই যেন অভ্যাসে পরিণত হয়েছে আমাদের৷ এই মোবাইলই অনেক পরিবারের মধ্যে অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ চিড় ধরছে সম্পর্কে৷

মোবাইল ফোনকে কেন্দ্র করে এরকমই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল রাজস্থানের কোটায়৷ মোবাইল ফোন নিয়ে গান শোনার কারণে বাবাকে কুঠার দিয়ে কোপাল ছেলে৷ অথচ ওই মোবাইলটি ছেলেকে কিনে দিয়েছিলেন আক্রান্ত ব্যক্তি নিজেই৷

আরও পড়ুন: উপনির্বাচনে কঠিন চ্যালেঞ্জ, তৃণমূলের ঘর ভাঙল বিজেপি! পদ্ম শিবিরে কোথায় কে প্রার্থী?

আহত ওই ব্যক্তির নাম মঙ্গিলাল৷ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫ বছর বয়সি ওই ব্যক্তি৷ পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে মঙ্গিলাল নিজেই ছেলেকে ওই স্মার্টফোনটি কিনে দেন৷ কিন্তু যখনই মঙ্গিলাল ফোন নিয়ে গান শুনতেন, বাবার উপরে রেগে যেত তাঁর ছেলে রাকেশ৷ এ দিন মঙ্গিলাল যখন মোবাইল নিয়ে গান শুনছিলেন, তখন আচমকাই কুঠার দিয়ে বাবার মাথায় আঘাত করে রাকেশ৷

হামলার জেরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মঙ্গিলাল৷ সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বিপদ বুঝে পালিয়ে যায় মঙ্গিলালের ছেলে রাকেশ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

General Knowledge: মোবাইল তো ইংরাজি শব্দ! এর বাংলা কী জানেন? ৯০% লোকই ভুল বলেছেন

এখনকার দিনে মোবাইল ব্যবহার করেন না, এমন কাউকে খুঁজে পাওয়া বেশ মুশকিল। যোগাযোগের অন্যতম এবং গুরুত্বপূর্ণ মাধ্যম মোবাইল।
এখনকার দিনে মোবাইল ব্যবহার করেন না, এমন কাউকে খুঁজে পাওয়া বেশ মুশকিল। যোগাযোগের অন্যতম এবং গুরুত্বপূর্ণ মাধ্যম মোবাইল।
আমরা সকলে 'Mobile' নামে বেশি পরিচিত। কোনও লেখা, বই থেকে শুরু করে লোকমুখে মোবাইল শব্দই ব্যবহার করা হয়ে থাকে।
আমরা সকলে ‘Mobile’ নামে বেশি পরিচিত। কোনও লেখা, বই থেকে শুরু করে লোকমুখে মোবাইল শব্দই ব্যবহার করা হয়ে থাকে।
কিন্তু এই 'Mobile' (মোবাইল) শব্দটি আদতে ইংরাজি শব্দ। এর বাংলা অর্থ তেমন ব্যবহার করা হয় না। অনেকেই এর বাংলা শব্দের সঙ্গে পরিচিতও নন।
কিন্তু এই ‘Mobile’ (মোবাইল) শব্দটি আদতে ইংরাজি শব্দ। এর বাংলা অর্থ তেমন ব্যবহার করা হয় না। অনেকেই এর বাংলা শব্দের সঙ্গে পরিচিতও নন।
'Mobile' শব্দটি ইংরাজি অর্থ হচ্ছে ভ্রাম্যমান কিংবা চলমান। অনেকসময় আমরা মোবাইল ভ্যান শব্দটি শুনে থাকি। অর্থাৎ চলন্ত গাড়ি।
‘Mobile’ শব্দটি ইংরাজি অর্থ হচ্ছে ভ্রাম্যমান কিংবা চলমান। অনেকসময় আমরা মোবাইল ভ্যান শব্দটি শুনে থাকি। অর্থাৎ চলন্ত গাড়ি।
কিন্তু 'Mobile' শব্দের আক্ষরিক বাংলা অনুবাদ হচ্ছে মুঠোফোন। তবে এই শব্দটি সম্পর্কে তেমন কেউ পরিচিত নন।
কিন্তু ‘Mobile’ শব্দের আক্ষরিক বাংলা অনুবাদ হচ্ছে মুঠোফোন। তবে এই শব্দটি সম্পর্কে তেমন কেউ পরিচিত নন।
মুঠোফোন শব্দটির অর্থ হাতের মুঠোয় ব্যবহার করা যায়। সহজের বহনযোগ্য।
মুঠোফোন শব্দটির অর্থ হাতের মুঠোয় ব্যবহার করা যায়। সহজের বহনযোগ্য।
এই শব্দটি তেমন ব্যবহার না করা হলেও, কবি নির্মলেন্দু গুণ একসময়ে তাঁর একটি কবিতায় মুঠোফোন শব্দটি ব্যবহার করেছেন।
এই শব্দটি তেমন ব্যবহার না করা হলেও, কবি নির্মলেন্দু গুণ একসময়ে তাঁর একটি কবিতায় মুঠোফোন শব্দটি ব্যবহার করেছেন।
তবে অনেক বাংলা ব্লগে মোবাইল ফোনের বাংলা হিসাবে 'চলভাষ' শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু এই শব্দটির সঙ্গে সাধারণ মানুষ আরও পরিচিত নন। গম্ভীর শব্দ হওয়ায় এর ব্যবহার খুবই কম বলা যায়।
তবে অনেক বাংলা ব্লগে মোবাইল ফোনের বাংলা হিসাবে ‘চলভাষ’ শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু এই শব্দটির সঙ্গে সাধারণ মানুষ আরও পরিচিত নন। গম্ভীর শব্দ হওয়ায় এর ব্যবহার খুবই কম বলা যায়।
তবে বাংলা যে কোনও অনুবাদ থেকে এখন সাধারণ মানুষের কাছে মোবাইল শব্দটিই বেশি প্রচলিত হয়ে গিয়েছে।
তবে বাংলা যে কোনও অনুবাদ থেকে এখন সাধারণ মানুষের কাছে মোবাইল শব্দটিই বেশি প্রচলিত হয়ে গিয়েছে।

Health Tips: সকালে ঘুম থেকে উঠেই হাতে মোবাইল? চরম বিপদের মুখে পড়বেন আপনি

স্মার্টফোনই এখন জীবন। নীল আলোর চারপাশে পাক খায় হাসি-কান্না। জীবনকে সহজ করে তোলাই প্রযুক্তির কাজ। কিন্তু এর বিপদও অনেক। চলতি বছরের শুরুতে বোস্টন কনসাল্টিং গ্রুপের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৮৪ শতাংশ ভারতীয় সকালে ঘুম থেকে উঠেই স্মার্টফোন হাতে নেন। স্ক্রোল করে কাটান প্রায় পনেরো মিনিট। দৈনন্দিন জীবনে এর ক্ষতিকর প্রভাব পড়ে।
স্মার্টফোনই এখন জীবন। নীল আলোর চারপাশে পাক খায় হাসি-কান্না। জীবনকে সহজ করে তোলাই প্রযুক্তির কাজ। কিন্তু এর বিপদও অনেক। চলতি বছরের শুরুতে বোস্টন কনসাল্টিং গ্রুপের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৮৪ শতাংশ ভারতীয় সকালে ঘুম থেকে উঠেই স্মার্টফোন হাতে নেন। স্ক্রোল করে কাটান প্রায় পনেরো মিনিট। দৈনন্দিন জীবনে এর ক্ষতিকর প্রভাব পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম থেকে ওঠার পর মস্তিষ্ক ডেল্টা স্টেট (বিশ্রামদায়ক) থেকে থিটা স্টেটে চলে যায়। এটা এক ধরণের স্বপ্নময় অবস্থা। এরপর মস্তিষ্ক পৌঁছয় আলফা স্টেটে। এই পর্যায়ে মস্তিষ্ক জেগে থাকে কিন্তু সমস্ত তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে না। এরপর বিটা অবস্থানে পৌঁছয় মস্তিষ্ক। এই পর্যায়ে মাথা সক্রিয় হয়।
বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম থেকে ওঠার পর মস্তিষ্ক ডেল্টা স্টেট (বিশ্রামদায়ক) থেকে থিটা স্টেটে চলে যায়। এটা এক ধরণের স্বপ্নময় অবস্থা। এরপর মস্তিষ্ক পৌঁছয় আলফা স্টেটে। এই পর্যায়ে মস্তিষ্ক জেগে থাকে কিন্তু সমস্ত তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে না। এরপর বিটা অবস্থানে পৌঁছয় মস্তিষ্ক। এই পর্যায়ে মাথা সক্রিয় হয়।
এখন কেউ যদি ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটতে শুরু করেন, তাহলে মস্তিষ্ক ডেল্টা স্টেত থেকে সরাসরি বিটা স্টেটে ঝাঁপ দেয়। ফলে অতিরিক্ত চাপ পড়ে। এই দ্রুত পরিবর্তনের প্রভাব পড়ে শরীরে। উদ্বেগ, জ্বালাভাব দেখা দেয়। এমনকী কর্মক্ষমতাও কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে ঘুম থেকে ওঠার পর অন্তত আধ ঘণ্টা ফোন হাতে নেওয়া চলবে না।
এখন কেউ যদি ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটতে শুরু করেন, তাহলে মস্তিষ্ক ডেল্টা স্টেত থেকে সরাসরি বিটা স্টেটে ঝাঁপ দেয়। ফলে অতিরিক্ত চাপ পড়ে। এই দ্রুত পরিবর্তনের প্রভাব পড়ে শরীরে। উদ্বেগ, জ্বালাভাব দেখা দেয়। এমনকী কর্মক্ষমতাও কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে ঘুম থেকে ওঠার পর অন্তত আধ ঘণ্টা ফোন হাতে নেওয়া চলবে না।
অনেকে আবার ঘুমনোর আগে রাতে শুয়ে শুয়ে স্মার্টফোন দেখেন। শর্ট ভিডিও, রিলস স্ক্রোল করতে থাকেন। এটাও সমান ক্ষতিকর। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, স্মার্টফোনের নীল আলো ঘুমের ব্যাঘাত ঘটায়। সামগ্রিক সুস্থতাকে প্রভাবিত করে।
অনেকে আবার ঘুমনোর আগে রাতে শুয়ে শুয়ে স্মার্টফোন দেখেন। শর্ট ভিডিও, রিলস স্ক্রোল করতে থাকেন। এটাও সমান ক্ষতিকর। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, স্মার্টফোনের নীল আলো ঘুমের ব্যাঘাত ঘটায়। সামগ্রিক সুস্থতাকে প্রভাবিত করে।
একাধিক বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনের নীল আলো ঘুমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সারকাডিয়ান ছন্দকে তছনছ করে দেয়। ঘুমের বারোটা তো বাজেই, সামগ্রিক স্বাস্থ্যেও এর প্রভাব পড়ে।
একাধিক বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনের নীল আলো ঘুমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সারকাডিয়ান ছন্দকে তছনছ করে দেয়। ঘুমের বারোটা তো বাজেই, সামগ্রিক স্বাস্থ্যেও এর প্রভাব পড়ে।
স্মার্টফোনের নীল আলো কী: স্মার্টফোন, ল্যাপটপ বা এই ধরণের ডিভাইস থেকে স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের আলো নির্গত হয়। এটাই নীল আলো। এর তরঙ্গদৈর্ঘ্য ৪০৬ ন্যানোমিটার। এই আলো মানবদেহের ঘুম এবং জাগরণচক্রকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে, যা সার্কাডিয়ান ছন্দ নামে পরিচিত। এই ছন্দে ব্যাঘাত ঘটলে ব্যক্তি অসুস্থও হয়ে পড়তে পারেন।
স্মার্টফোনের নীল আলো কী: স্মার্টফোন, ল্যাপটপ বা এই ধরণের ডিভাইস থেকে স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের আলো নির্গত হয়। এটাই নীল আলো। এর তরঙ্গদৈর্ঘ্য ৪০৬ ন্যানোমিটার। এই আলো মানবদেহের ঘুম এবং জাগরণচক্রকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে, যা সার্কাডিয়ান ছন্দ নামে পরিচিত। এই ছন্দে ব্যাঘাত ঘটলে ব্যক্তি অসুস্থও হয়ে পড়তে পারেন।

Smartphone Tips:সব স্মার্টফোনে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? খেয়ালই করেননি নির্ঘাত! বলতে পারবেন না ৯৯%

স্মার্টফোন (Smart Phone Tips) সবার আছে। মোবাইল ফোনে চার্জারের কেবল গোঁজেন যেখানে, ঠিক তার পাশেই ছোট্ট একটা ফুটো আছে! খেয়াল করেছেন? কী কাজে লাগে ওই ছোট্ট ছিদ্র? বলুন দেখি?
স্মার্টফোন (Smart Phone Tips) সবার আছে। মোবাইল ফোনে চার্জারের কেবল গোঁজেন যেখানে, ঠিক তার পাশেই ছোট্ট একটা ফুটো আছে! খেয়াল করেছেন? কী কাজে লাগে ওই ছোট্ট ছিদ্র? বলুন দেখি?
আমরা সবাই সারাদিন মোবাইল ফোন ঘাঁটি, দিনের বেশিরভাগ অংশ কেটে যায় স্মার্টফোনের (Smartphone Tips) দিকে তাকিয়েই। কিন্তু কত জিনিস জানিই না! এই যেমন এখন আপনি ভাবতে বসেছেন! সত্যিই তো, কতবার ভেবেছেন আগে, এই ফুটোর কাজ কী? জানেন?
আমরা সবাই সারাদিন মোবাইল ফোন ঘাঁটি, দিনের বেশিরভাগ অংশ কেটে যায় স্মার্টফোনের (Smartphone Tips) দিকে তাকিয়েই। কিন্তু কত জিনিস জানিই না! এই যেমন এখন আপনি ভাবতে বসেছেন! সত্যিই তো, কতবার ভেবেছেন আগে, এই ফুটোর কাজ কী? জানেন?
ফোনের ভিতরের যন্ত্রাংশ বাদ দিলেও বাইরে ডিজাইন সম্পর্কেও সঠিকভাবে ওয়াকিবহাল নন সকলে। অবাক হবেন, সত্যিই কতটা গুরুত্বপূর্ণ এই চোখে না পড়ার মতো ছোট ছিদ্র! ভাবতেই পারছেন না!
ফোনের ভিতরের যন্ত্রাংশ বাদ দিলেও বাইরে ডিজাইন সম্পর্কেও সঠিকভাবে ওয়াকিবহাল নন সকলে। অবাক হবেন, সত্যিই কতটা গুরুত্বপূর্ণ এই চোখে না পড়ার মতো ছোট ছিদ্র! ভাবতেই পারছেন না!
কোনও কোনও ফোনে এটি চার্জিং পয়েন্টের কাছে থাকে, আবার কোনও ফোনে থাকে ক্যামেরার পাশে। যেটির কাজ শুনলে চমকে যাবেন।
কোনও কোনও ফোনে এটি চার্জিং পয়েন্টের কাছে থাকে, আবার কোনও ফোনে থাকে ক্যামেরার পাশে। যেটির কাজ শুনলে চমকে যাবেন।
সব স্মার্টফোনের পিছনের দিকে থাকে একটি ক্যামেরা সেট আপ আর সামনের দিকে থাকে ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকে সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনের চারপাশে ফ্রেমের মধ্যে আরও অনেক কিছুই দেখা যায়। ফোনের নীচে থাকে চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, কলিং মাইক্রোফোন। চার্জিং পোর্টে চার্জার কানেক্ট করলেই ফোন চার্জ করা সম্ভব হয়। এছাড়াও ফোনের স্পিকার গ্রিলের ভিতরে থেকে বেরিয়ে আসে আওয়াজ। কলিং মাইক্রোফোনের মাধ্যমে ভয়েস ও ভিডিয়ো কলের সময় আপনার কণ্ঠ ক্যাপচার হয়।
সব স্মার্টফোনের পিছনের দিকে থাকে একটি ক্যামেরা সেট আপ আর সামনের দিকে থাকে ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকে সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনের চারপাশে ফ্রেমের মধ্যে আরও অনেক কিছুই দেখা যায়। ফোনের নীচে থাকে চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, কলিং মাইক্রোফোন। চার্জিং পোর্টে চার্জার কানেক্ট করলেই ফোন চার্জ করা সম্ভব হয়। এছাড়াও ফোনের স্পিকার গ্রিলের ভিতরে থেকে বেরিয়ে আসে আওয়াজ। কলিং মাইক্রোফোনের মাধ্যমে ভয়েস ও ভিডিয়ো কলের সময় আপনার কণ্ঠ ক্যাপচার হয়।
এছাড়াও ফোনের চারপাশে থাকে ভলিউম বাটন, পাওয়ার বাটন, সিম ট্রে, হেডফোন জ্যাক। যে সব ফোনে স্টিরিয়ো স্পিকার সেট আপ ব্যবহার হয় সেই সব ফোনের উপরে আরও একটি স্পিকার গ্রিল দেখা যায়। কিন্তু এই সব কিছু ছাড়াও প্রায় সব ফোনের উপরে থাকে একটি ছোট্ট ছিদ্র। এই প্রতিবেদন যদি আপনি কোন স্মার্টফোন থেকে পড়েন তবে সেই ফোনের উপরেও এই ছোট্ট ছিদ্র থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু সব স্মার্টফোনের উপরে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? কারণ জানেন কি?
এছাড়াও ফোনের চারপাশে থাকে ভলিউম বাটন, পাওয়ার বাটন, সিম ট্রে, হেডফোন জ্যাক। যে সব ফোনে স্টিরিয়ো স্পিকার সেট আপ ব্যবহার হয় সেই সব ফোনের উপরে আরও একটি স্পিকার গ্রিল দেখা যায়। কিন্তু এই সব কিছু ছাড়াও প্রায় সব ফোনের উপরে থাকে একটি ছোট্ট ছিদ্র। এই প্রতিবেদন যদি আপনি কোন স্মার্টফোন থেকে পড়েন তবে সেই ফোনের উপরেও এই ছোট্ট ছিদ্র থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু সব স্মার্টফোনের উপরে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? কারণ জানেন কি?
আসলে, এই ছোট্ট গর্তে ভর্তি রহস্য! এটি আসলে শব্দের সঙ্গে যুক্ত একটি কাজ করে! বলুন তো কী? ফোনে আমরা যখন কথা বলি, সেই শব্দটাকে ধরাই ওই ছিদ্রের কাজ। এটি আসলে মাইক্রোফোন নয়, "মাইক্রোফোন গ্রিল"। যার কাজ মাইক্রোফোনের চেয়ে অনেকাংশেই আলাদা।
আসলে, এই ছোট্ট গর্তে ভর্তি রহস্য! এটি আসলে শব্দের সঙ্গে যুক্ত একটি কাজ করে! বলুন তো কী? ফোনে আমরা যখন কথা বলি, সেই শব্দটাকে ধরাই ওই ছিদ্রের কাজ। এটি আসলে মাইক্রোফোন নয়, “মাইক্রোফোন গ্রিল”। যার কাজ মাইক্রোফোনের চেয়ে অনেকাংশেই আলাদা।
এই ছিদ্রের মাধ্যমেই আমাদের কন্ঠস্বর ফোনের মধ্যে প্রবেশ করে। অন্য প্রান্তের মানুষটি এর পরেই আপনার বক্তব্য শুনতে পান! দেখতে ছোট্ট এই ছিদ্রটির কাজ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিদ্রটি ‘নয়েজ ক‍্যান্সেলেশন মাইক্রোফোন’-কে ঢেকে রাখে। এই ছোট্ট ছিদ্রের ফোনে কথা বলার সময় বড় ভূমিকা রয়েছে।
এই ছিদ্রের মাধ্যমেই আমাদের কন্ঠস্বর ফোনের মধ্যে প্রবেশ করে। অন্য প্রান্তের মানুষটি এর পরেই আপনার বক্তব্য শুনতে পান! দেখতে ছোট্ট এই ছিদ্রটির কাজ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিদ্রটি ‘নয়েজ ক‍্যান্সেলেশন মাইক্রোফোন’-কে ঢেকে রাখে। এই ছোট্ট ছিদ্রের ফোনে কথা বলার সময় বড় ভূমিকা রয়েছে।
কেবল কথাটুকু ভালভাবে ধরাই এই খুদে মাইক্রোফোনের কাজ। আশপাশের যাবতীয় সব শব্দ ধরে না এই মাইক। ফোনের নীচের দিকে এই ফুটোর অবস্থান বলেই আসলে সমস্ত শব্দ এটি ধরে না। নয়েজ রিডাকশনে বড় ভূমিকা নেয় এটি।
কেবল কথাটুকু ভালভাবে ধরাই এই খুদে মাইক্রোফোনের কাজ। আশপাশের যাবতীয় সব শব্দ ধরে না এই মাইক। ফোনের নীচের দিকে এই ফুটোর অবস্থান বলেই আসলে সমস্ত শব্দ এটি ধরে না। নয়েজ রিডাকশনে বড় ভূমিকা নেয় এটি।
যে সব ফোনে এই ছিদ্রের অবস্থান ক্যামেরার ফ্ল্যাশলাইটের পাশে, সেখানেও এই ছিদ্র নয়েজ কমাতেই সাহায্য করে।
যে সব ফোনে এই ছিদ্রের অবস্থান ক্যামেরার ফ্ল্যাশলাইটের পাশে, সেখানেও এই ছিদ্র নয়েজ কমাতেই সাহায্য করে।

Smartphone Hang: বারবার হ‍্যাং হচ্ছে মোবাইল ফোন? ছবি, ভিডিও ডিলিট করেও হচ্ছে না ঠিক…কাজে লাগান এই ক’টি ট্রিক, নিমেষে চলবে ঝড়ের বেগে

স্মার্টফোন এমন একটি ডিভাইস যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি দিনের বেশিরভাগ সময় আমাদের সাথে থাকে। কিন্তু ক্রমাগত ব্যবহারের ফলে অনেক সময় ফোন হ্যাং হতে থাকে। অনেক সময় স্মার্টফোন হ‍্যাং-এর কারণে সমস‍্যায় পড়তে হয়।
মোবাইল ফোন বর্তমানে প্রায় প্রতিদিনের, প্রতি মুহূর্তের সঙ্গী। কিন্তু ক্রমাগত ব্যবহারের ফলে অনেক সময় ফোন হ্যাং হতে থাকে। অনেক সময় স্মার্টফোন হ‍্যাং-এর কারণে সমস‍্যায় পড়তে হয়।
অনেক সময় একটানা ব্যবহারের কারণে ফোন হ্যাং হতে থাকে। যদি আপনার স্মার্টফোনও বারবার হ্যাং হয় তাহলে ঘাবড়াবেন না। কয়েকটি সহজ পদ্ধতিতে জেনে নিলেই এই সমস‍্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
অনেক সময় একটানা ব্যবহারের কারণে ফোন হ্যাং হতে থাকে। যদি আপনার স্মার্টফোনও বারবার হ্যাং হয় তাহলে ঘাবড়াবেন না। কয়েকটি সহজ পদ্ধতিতে জেনে নিলেই এই সমস‍্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
ফোন রিবুট করুন - প্রথমে আপনার ফোন রিবুট করার চেষ্টা করুন। কখনও কখনও ছোটখাটো ত্রুটি রিবুট করে ঠিক করা যায়।
ফোন রিবুট করুন – প্রথমে আপনার ফোন রিবুট করার চেষ্টা করুন। কখনও কখনও ছোটখাটো ত্রুটি রিবুট করে ঠিক করা যায়।
অকেজো অ্যাপ আনইনস্টল করুন - যে অ্যাপগুলি আপনি ব্যবহার করেন না সেগুলি আনইনস্টল করুন। ব্যাকগ্রাউন্ডে চলা অনেক অ্যাপ ফোনের মেমরি এবং প্রসেসরের লোড বাড়িয়ে দেয়।
অকেজো অ্যাপ আনইনস্টল করুন – যে অ্যাপগুলি আপনি ব্যবহার করেন না সেগুলি আনইনস্টল করুন। ব্যাকগ্রাউন্ডে চলা অনেক অ্যাপ ফোনের মেমরি এবং প্রসেসরের লোড বাড়িয়ে দেয়।
ক্যাশে এবং ডেটা সাফ করুন - আপনার ফোনের অ্যাপগুলির ক্যাশে এবং ডেটা সাফ করুন। এতে ফোনের স্টোরেজ খালি হবে এবং ফোন দ্রুত কাজ করবে।
ক্যাশে এবং ডেটা সাফ করুন – আপনার ফোনের অ্যাপগুলির ক্যাশে এবং ডেটা সাফ করুন। এতে ফোনের স্টোরেজ খালি হবে এবং ফোন দ্রুত কাজ করবে।
অটোমেটিক আপডেটগুলি বন্ধ করুন - অ্যাপগুলির অটোমেটিক আপডেটগুলি বন্ধ করুন। এতে ফোনে ডেটা সাশ্রয় হবে এবং ব্যাটারিও কম খরচ হবে।
অটোমেটিক আপডেটগুলি বন্ধ করুন – অ্যাপগুলির অটোমেটিক আপডেটগুলি বন্ধ করুন। এতে ফোনে ডেটা সাশ্রয় হবে এবং ব্যাটারিও কম খরচ হবে।
ভাইরাস স্ক্যান - একটি ভাল অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার দিয়ে আপনার ফোন স্ক্যান করুন। এটা সম্ভব যে আপনার ফোনে একটি ভাইরাস আছে যা ফোনের গতি কমিয়ে দিচ্ছে।
ভাইরাস স্ক্যান – একটি ভাল অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার দিয়ে আপনার ফোন স্ক্যান করুন। এটা সম্ভব যে আপনার ফোনে একটি ভাইরাস আছে যা ফোনের গতি কমিয়ে দিচ্ছে।
ফোন ফ্যাক্টরি রিসেট করুন - আপনি আপনার ফোন ফ্যাক্টরি রিসেটও করতে পারেন। তবে এটি করার আগে অবশ্যই আপনার ফোনের ডেটা ব্যাকআপ নিন।
ফোন ফ্যাক্টরি রিসেট করুন – আপনি আপনার ফোন ফ্যাক্টরি রিসেটও করতে পারেন। তবে এটি করার আগে অবশ্যই আপনার ফোনের ডেটা ব্যাকআপ নিন।
মেমোরি কার্ড রিমুভ করুন- আপনি যদি মেমোরি কার্ড ব্যবহার করেন, তাহলে তা সরিয়ে দেখে নিন ফোন ঠিকমতো কাজ করছে কি না। অনেক সময় মেমরি কার্ডের কারণেও ফোন হ‍্যাং হতে পারে।
মেমোরি কার্ড রিমুভ করুন- আপনি যদি মেমোরি কার্ড ব্যবহার করেন, তাহলে তা সরিয়ে দেখে নিন ফোন ঠিকমতো কাজ করছে কি না। অনেক সময় মেমরি কার্ডের কারণেও ফোন হ‍্যাং হতে পারে।
সফটওয়্যার আপডেট করুন - আপনার ফোনের সফটওয়্যার সবসময় আপডেট রাখুন। সফ্টওয়্যার আপডেটে প্রায়ই বাগ ফিক্স এবং পারফরম্যান্সের উন্নতি থাকে।

সফটওয়্যার আপডেট করুন – আপনার ফোনের সফটওয়্যার সবসময় আপডেট রাখুন। সফ্টওয়্যার আপডেটে প্রায়ই বাগ ফিক্স এবং পারফরম্যান্সের উন্নতি থাকে।
ফোন ঠাণ্ডা রাখুন- ফোন ব্যবহার করার সময় খেয়াল রাখবেন ফোন যেন বেশি গরম না হয়। খুব গরম হলেই ফোন হ্যাং হতে থাকে।
ফোন ঠাণ্ডা রাখুন- ফোন ব্যবহার করার সময় খেয়াল রাখবেন ফোন যেন বেশি গরম না হয়। খুব গরম হলেই ফোন হ্যাং হতে থাকে।

১০০% চার্জ হয়েছে, তবু ফোন লাগানো চার্জারে! এই ভুল করেন? কী হচ্ছে জেনে নিন

কলকাতা: অনেকেই বিশ্বাস করেন, স্মার্টফোন পুরোপুরি চার্জ করা উচিত, যাতে ফোনের ব্যাটারি দরকারের সময় শেষ না হয়। এছাড়াও আপনি অবশ্যই অনেকবার দেখেছেন যে অনেকে স্মার্টফোন চার্জে দিয়ে ভুলে যায়। ফলে ফোন ১০০% চার্জ হয়ে যায়। তার পরেও চার্জারের সঙ্গে সংযুক্ত থাকে। কিন্তু এটা করা উচিত নয় একেবারেই।

ফোন ১০০% চার্জ হওয়ার পরও চার্জারের সাথে সংযুক্ত রাখলে আপনার ফোনের ব্যাটারির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে ফোনের ব্যাটারিতে তাৎক্ষণিকভাবে কোনও প্রভাব হয়তো ফেলে না, তবে এটি ফোনের ব্যাটারির কর্মক্ষমতা নষ্ট করতে পারে।

আরও পড়ুন- আপনি কি রয়্যাল এনফিল্ড চালান? ২০২২-২৩-এর মডেলে সমস্যা! বাইক তুলে নিচ্ছে সংস্থা!

সম্পূর্ণ চার্জ হওয়ার পরেও ফোনটি চার্জে রাখলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে। এছাড়া ফোনে অতিরিক্ত গরমের সমস্যাও হতে পারে। চার্জারের সাথে দীর্ঘক্ষণ ফোন সংযুক্ত রাখলে তা গরম হতে পারে, যা ফোনের ব্যাটারি এবং অন্যান্য অংশের ক্ষতি করতে পারে।

প্রতিবার যখন আপনি আপনার ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ করেন এবং তারপর সেটি ডিসচার্জ করেন, এটি একটি চক্রের মতো কাজ করে। অতিরিক্ত চক্র ব্যাটারির ক্ষমতা হ্রাস করতে পারে।

স্মার্টফোনের ব্যাটারি ৮০% পর্যন্ত চার্জ করার পরামর্শ দেওয়া হয়। এটি ব্যাটারি লাইফ ভাল রাখে। এছাড়াও, ফোনটি পুরোপুরি ডিসচার্জ হতে দেবেন না। যখন ব্যাটারি ২০% থাকে, তখন সেটি চার্জে রাখুন।

আরও পড়ুন- বাইক একটানা কত কিলোমিটার চালানো উচিত? না জানা থাকলে শরীরে সমস্যা বাড়ে

সারা রাত ফোন চার্জ করবেন না। এটি ফোনের ব্যাটারি লাইফের উপর খারাপ প্রভাব ফেলে। এছাড়াও ভাল মানের চার্জার ব্যবহার করুন। সর্বদা আপনার ফোনের সাথে আসা আসল চার্জার ব্যবহার করুন।

এছাড়াও মনে রাখবেন, ফোন গরম জায়গায় রেখে চার্জ দেবেন না। এছাড়াও ফোনটিকে সূর্যের আলোতে রেখে চার্জ করা থেকে বিরত থাকুন। এর ফলে ফোন গরম হতে পারে।

ফোনে এই ছিদ্র কেন থাকে? কী কাজ এটির? কেউ বলতে পারছে না, আপনি পারবেন?

হাতে ফোন নেই, এমন প্রাপ্তবয়স্ক মানুষের দেখা পাওয়াই এখন ভার। প্রায় প্রত‍্যেকেই ব‍্যবহার করেন স্মার্টফোন। কিন্তু পকেটে থাকা মোবাইলের ছোটো ছোটো অনেক বিষয় এখনও বেশিরভাগ জনের অজানা।
হাতে ফোন নেই, এমন প্রাপ্তবয়স্ক মানুষের দেখা পাওয়াই এখন ভার। প্রায় প্রত‍্যেকেই ব‍্যবহার করেন স্মার্টফোন। কিন্তু পকেটে থাকা মোবাইলের ছোটো ছোটো অনেক বিষয় এখনও বেশিরভাগ জনের অজানা।
ফোনের নীচের দিকে বেশ কয়েকটি ছিদ্র থাকে। এর মধ‍্যে কোনওটি থাকে হেডফোনের তার গোঁজার জন‍্য। একটি ছিদ্র থাকে চার্জের তার লাগাবার জন‍্য। অনেক ফোনে স্পিকারের জন‍্যও ছিদ্র থাকে ফোনের নীচের দিকে।
ফোনের নীচের দিকে বেশ কয়েকটি ছিদ্র থাকে। এর মধ‍্যে কোনওটি থাকে হেডফোনের তার গোঁজার জন‍্য। একটি ছিদ্র থাকে চার্জের তার লাগাবার জন‍্য। অনেক ফোনে স্পিকারের জন‍্যও ছিদ্র থাকে ফোনের নীচের দিকে।
এই সব ছিদ্রের সঙ্গেই ফোনের নীচের দিকে আরও একটি ছোট্ট ছিদ্র থাকে। কিন্তু এই ছিদ্রের কাজ কী জানেন? এই ছিদ্রটি সকলেই দেখেছেন, কিন্তু যে আদৌ কী প্রয়োজন, তা অনেকেই জানেন না।
এই সব ছিদ্রের সঙ্গেই ফোনের নীচের দিকে আরও একটি ছোট্ট ছিদ্র থাকে। কিন্তু এই ছিদ্রের কাজ কী জানেন? এই ছিদ্রটি সকলেই দেখেছেন, কিন্তু যে আদৌ কী প্রয়োজন, তা অনেকেই জানেন না।
স্মার্টফোনের একেবারে নীচের দিকের এই ছোট্ট ছিদ্রটিকে অনেকেই ভেবে বসেন মাইক্রোফোন। কিন্তু এটা আসলে "মাইক্রোফোন গ্রিল"। যার কাজ মাইক্রোফোনের চেয়ে অনেকাংশেই আলাদা।
স্মার্টফোনের একেবারে নীচের দিকের এই ছোট্ট ছিদ্রটিকে অনেকেই ভেবে বসেন মাইক্রোফোন। কিন্তু এটা আসলে “মাইক্রোফোন গ্রিল”। যার কাজ মাইক্রোফোনের চেয়ে অনেকাংশেই আলাদা।
দেখতে ছোট্ট এই ছিদ্রটির কাজ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিদ্রটি ‘নয়েজ ক‍্যান্সেলেশন মাইক্রোফোন’-কে ঢেকে রাখে। এই ছোট্ট ছিদ্রের ফোনে কথা বলার সময় বড় ভূমিকা রয়েছে।
দেখতে ছোট্ট এই ছিদ্রটির কাজ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিদ্রটি ‘নয়েজ ক‍্যান্সেলেশন মাইক্রোফোন’-কে ঢেকে রাখে। এই ছোট্ট ছিদ্রের ফোনে কথা বলার সময় বড় ভূমিকা রয়েছে।
কথা বলার সময় যাতে আশপাশের অতিরিক্ত আওয়াজ প্রবেশ না করে, তার জন‍্য কাজ করে এই মাইক্রোফোন গ্রিল। এই ছোট্ট ছিদ্রটি না থাকলে কথা বলায় অসুবিধা হত।
কথা বলার সময় যাতে আশেপাশের অতিরিক্ত আওয়াজ প্রবেশ না করে, তার জন‍্য কাজ করে এই মাইক্রোফোন গ্রিল। এই ছোট্ট ছিদ্রটি না থাকলে কথা বলায় অসুবিধা হত।
যদি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন গ্রিল সরিয়ে দেওয়া হয়, তাহলে কলের গুণমান প্রভাবিত হতে পারে। কলে আশেপাশের আওয়াজ আরও স্পষ্টভাবে শোনা যাবে, যার ফলে কথোপকথন চালিয়ে যাওয়া কঠিন করে তুলতে পারে।
যদি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন গ্রিল সরিয়ে দেওয়া হয়, তাহলে কলের গুণমান প্রভাবিত হতে পারে। কলে আশেপাশের আওয়াজ আরও স্পষ্টভাবে শোনা যাবে, যার ফলে কথোপকথন চালিয়ে যাওয়া কঠিন করে তুলতে পারে।উপরন্তু, কিছু ক্ষেত্রে, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অপসারণ করলে অন্য ফোন ফাংশন যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে সমস্যা হতে পারে।
উপরন্তু, কিছু ক্ষেত্রে, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অপসারণ করলে অন্য ফোন ফাংশন যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে সমস্যা হতে পারে।
উপরন্তু, কিছু ক্ষেত্রে, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অপসারণ করলে অন্য ফোন ফাংশন যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে সমস্যা হতে পারে।
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সব স্মার্টফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকে না। যদি আপনি নিশ্চিত না হন যে আপনার ফোনে এটি আছে কিনা, আপনি আপনার ফোনের ম্যানুয়াল বা প্রস্তুতকারকের ওয়েবসাইট চেক করতে পারেন।
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সব স্মার্টফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকে না। যদি আপনি নিশ্চিত না হন যে আপনার ফোনে এটি আছে কিনা, আপনি আপনার ফোনের ম্যানুয়াল বা প্রস্তুতকারকের ওয়েবসাইট চেক করতে পারেন।

আইফোন এখন অনেকের স্বপ্ন! জানেন কি, এই ফোন আইফোনকে ৫ গোল দেবে!

আইফোন ১৬ সিরিজ লঞ্চ হয়েছে। সেই নিয়ে গোটা বিশ্বে হইচই। ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন একটা স্মার্টফোন লঞ্চ করে চিনা কোম্পানি Huawei। চমকে যায় গোটা দুনিয়া। এমন স্মার্টফোন বিশ্ব এর আগে দেখেনি।
আইফোন ১৬ সিরিজ লঞ্চ হয়েছে। সেই নিয়ে গোটা বিশ্বে হইচই। ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন একটা স্মার্টফোন লঞ্চ করে চিনা কোম্পানি Huawei। চমকে যায় গোটা দুনিয়া। এমন স্মার্টফোন বিশ্ব এর আগে দেখেনি।
Huawei নিয়ে এসেছে Mate XT। বিশ্বের প্রথম ট্রাই ফোল্ডিং স্মার্টফোন। অর্থাৎ এই ফোন দুইবার নয়, তিনবার ভাঁজ হয়। তাহলে এই ফোন কতটা বড় একবার ভাবুন। স্যামসং, ওয়ান প্লাস, ওপ্পো-এর ডুয়াল ফল্ডেবল স্মার্টফোন রয়েছে। কিন্তু ট্রিপল ফোল্ডেবল স্মার্টফোন প্রযুক্তির জগতে এক নতুন রেকর্ড। চিন অ্যাপলের বড় বাজার। তাদের টক্কর দিতেই Huawei একই দিনে এই ফোন নিয়ে এসেছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
Huawei নিয়ে এসেছে Mate XT। বিশ্বের প্রথম ট্রাই ফোল্ডিং স্মার্টফোন। অর্থাৎ এই ফোন দুইবার নয়, তিনবার ভাঁজ হয়। তাহলে এই ফোন কতটা বড় একবার ভাবুন। স্যামসং, ওয়ান প্লাস, ওপ্পো-এর ডুয়াল ফল্ডেবল স্মার্টফোন রয়েছে। কিন্তু ট্রিপল ফোল্ডেবল স্মার্টফোন প্রযুক্তির জগতে এক নতুন রেকর্ড। চিন অ্যাপলের বড় বাজার। তাদের টক্কর দিতেই Huawei একই দিনে এই ফোন নিয়ে এসেছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
Huawei Mate XT পুরো খুললে ট্যাবের মতো হয়ে যায়। ১০.২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এতে। এর মধ্যে ৬.৪ ইঞ্চির OLED ডিসপ্লে। এটা একবার ভাঁজ করে খুললে স্ক্রিনের আকার ৭.৯ ইঞ্চির হয়ে যাবে। দ্বিতীয়বার ভাঁজ খুঁললে আকার দাঁড়াবে ১০.২ ইঞ্চির।
Huawei Mate XT পুরো খুললে ট্যাবের মতো হয়ে যায়। ১০.২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এতে। এর মধ্যে ৬.৪ ইঞ্চির OLED ডিসপ্লে। এটা একবার ভাঁজ করে খুললে স্ক্রিনের আকার ৭.৯ ইঞ্চির হয়ে যাবে। দ্বিতীয়বার ভাঁজ খুঁললে আকার দাঁড়াবে ১০.২ ইঞ্চির।
ট্রিপল ফোল্ডেবল এই স্মার্টফোনে Kirin 9 চিপসেট প্রসেসর দিয়েছে Huawei। রয়েছে ১৬ জিবি র‍্যাম। সঙ্গে ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি-এর স্টোরেজ অপশন। কোম্পানির দাবি, এই ফোন হাই এন্ড গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ।
ট্রিপল ফোল্ডেবল এই স্মার্টফোনে Kirin 9 চিপসেট প্রসেসর দিয়েছে Huawei। রয়েছে ১৬ জিবি র‍্যাম। সঙ্গে ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি-এর স্টোরেজ অপশন। কোম্পানির দাবি, এই ফোন হাই এন্ড গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ।
Huawei Mate XT-তে রয়েছে EMUI 13 অপারেটিং সিস্টেম, Android OS-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে গ্রাহক গুগলের কোনও পরিষেবাই ব্যবহার করতে পারবেন না। তবে Huawei নিজস্ব অ্যাপ সার্চ ইঞ্জিন দিয়েছে।
Huawei Mate XT-তে রয়েছে EMUI 13 অপারেটিং সিস্টেম, Android OS-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে গ্রাহক গুগলের কোনও পরিষেবাই ব্যবহার করতে পারবেন না। তবে Huawei নিজস্ব অ্যাপ সার্চ ইঞ্জিন দিয়েছে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপের প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। এছাড়াও ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই সেট আপ ফটোগ্রাফি এবং ভিড গ্রাফির জন্য চমৎকার বলে দাবি করেছে কোম্পানি।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপের প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। এছাড়াও ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই সেট আপ ফটোগ্রাফি এবং ভিড গ্রাফির জন্য চমৎকার বলে দাবি করেছে কোম্পানি।
Huawei Mate XT-এর দাম ১৯,৯৯৯ CNY (২,৮১০ ডলার) থেকে শুরু। ভারতীয় মুদ্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা। তবে এখন শুধুমাত্র চিনের বাজারেই মিলছে এই ফোন। তবে খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারেও চলে আসবে।
Huawei Mate XT-এর দাম ১৯,৯৯৯ CNY (২,৮১০ ডলার) থেকে শুরু। ভারতীয় মুদ্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা। তবে এখন শুধুমাত্র চিনের বাজারেই মিলছে এই ফোন। তবে খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারেও চলে আসবে।

রাতে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখেন? হতে পারে মারাত্মক বিপদ! সাবধান

রাতে মোবাইল ব্যবহার করতে এই ছোট্ট ভুল মারাত্মক বিপদ ডেকে আনছে জানেন কি? আপনার অজান্তেই এই একটা সামান্য ভুলে কুড়ে কুড়ে নষ্ট হচ্ছে শরীর। বর্তমান সময় স্মার্ট ফোন বা কম্পিউটার ল্যাপটপের মত ইলেকট্রনিক্স জিনিস এর নির্ভরতা বা ব্যবহার দারুণ ভাবে বেড়েছে। মানুষের হাতে হাতে মোবাইল। এক কথায় মোবাইল ছাড়া মানুষ বর্তমানে অচল প্রায়। মানুষ ঠায় মুখ গুঁজে রয়েছে স্মার্ট ফোনে। ছাত্র সমাজ থেকে কর্মী ব্যস্ত মানুষ আজ দারুণ ভাবে নির্ভর হয়ে পড়েছে এই ইলেকট্রনিক্স গ্যাজেটে। মানুষ দিবা-রাত্রি কারণে অকারণে মোবাইল ফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ছে। এতেই ধীরে ধীরে শরীরে বিপদের আশঙ্কা বাড়াচ্ছে। এই নিয়মে বদল আনতে পারলে বিপদের ঝুঁকি কম হতে পারে বলেই জানাচ্ছে অভিজ্ঞ ডাক্তার বাবু মনসিজ জানা। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে মানুষের শরীরে এর দারুন ভাবে কুপ্রভাব পড়ছে। সেই দিক থেকে আরওক্ষতি বাড়িয়ে দেয় রাত্রি শোয়ার পর দীর্ঘক্ষন স্মার্টফোন এর ঠায় স্কিনের দিকে তাকিয়ে থাকা। বিশেষ করে রাত্রে ঘন্টার পর ঘন্টা রুমের লাইট বন্ধ করে স্কিনের দিকে তাকিয়ে থাকা। এর ফলে মস্তিষ্ক সেল উত্তেজিত হয়ে পড়ে ঘুমে ব্যাঘাত ঘটে। এর ফলে শরীর খারাপ হওয়ার প্রবণতা বাড়ে।

Smartphone Discount: স্মার্টফোনে এত ডিসকাউন্ট! ৩০ হাজার টাকার কমে মোবাইল পাবেন অ‍্যামাজনে

২৭ সেপ্টেম্বর থেকে অ্যামাজনে শুরু হয়েছে ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’ সেল। স্মার্টফোন, টিভি ফ্রিজ থেকে শুরু করে এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, যাবতীয় ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স মিলছে বিপুল ডিসকাউন্টে।

শুধু দামে ডিসকাউন্ট নয়। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে কেনাকাটায় মিলছে অতিরিক্ত ডিসকাউন্টও। স্টেট ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডে কিনলে ১০ শতাংশ বাড়তি ছাড় দেওয়া হচ্ছে গ্রাহককে। এই প্রিস্থিতিতে পুজোর মুখে যদি কেউ মিড রেঞ্জের নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে এটাই আদর্শ সময়।

আরও পড়ুন: স্মার্টফোনের চার্জার আসল না কি নকল? ভুল চার্জারে ফোন চার্জ করছেন না তো? এক নিমেষে চেনার উপায় জেনে নিন

OnePlus Nord 4 5G: ১৬ জুলাই ভারতে লঞ্চ হয়েছিল OnePlus Nord 4 5G মডেল। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩২,৯৯৯ টাকা এবং ৩৫,৯৯৯ টাকা।

গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার নিয়ে বেস ভ্যারিয়েন্টের দাম পড়ছে ২৫,৭৪৮ টাকা। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনলে দাম পড়বে ২৭,৭৪৮ টাকা। আর হাই এন্ড ভ্যারিয়েন্ট মিলছে ৩১,৭৪৮ টাকায়।

আরও পড়ুন: দেখলেই নাক সিঁটকান! এই সবজি খেয়েই ৮৮ তেও ফিট ধর্মেন্দ্র, দামও একেবারে কম, নাম জানলে অবাক হবেন

Realme GT 6T 5G: ২২ মে ভারতে লঞ্চ হয়েছিল Realme GT 6T 5G মডেল। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ-সহ বেস মডেলের দাম ৩০,৯৯৯ টাকা। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এটা পাওয়া যাচ্ছে ২৪,৭৪৮ টাকায়।

৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। সেলে এটা মিলছে ২৫,৭৪৮ টাকায়। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। অ্যামাজনে এটা পাওয়া যাচ্ছে ২৮,৭৪৮ টাকায়।

আরও পড়ুন: নিজের কানেই পাবেন হার্ট অ‍্যাটাকের খবর! চিনে নিন সঙ্কেত, হৃদরোগকে রুখে দিন ‘হামলার’ আগেই

Redmi Note 13 Pro Plus: ৪ জানুয়ারি ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 13 Pro Plus। সেই সময় ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৩১,৯৯৯ টাকা। অ্যামাজনের সেলে এটা মিলছে ২৪,৯৯৯ টাকায়।

১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৩,৯৯৯ টাকা। সেলে এই মডেল পাওয়া যাচ্ছে ২৬,৯৯৯ টাকায়। ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৫,৯৯৯ টাকা। এটা এখন অ্যামাজনে মিলছে ২৮,৯৯৯ টাকায়।