এবার ধস নামল সেবকে। রবিবার সেবকের ১০ নং জাতীয় সড়কে নতুন করে ধস নামে। ধসের জেরে ব্যহত যান চলাচল।

North Bengal and Sikkim news: সেবকে নতুন করে ধসে ব্যাহত যান চলাচল, বন্ধ পূর্ব সিকিমের সঙ্গে কালিম্পংয়ের যোগাযোগও

এবার ধস নামল সেবকে। রবিবার সেবকের ১০ নং জাতীয় সড়কে নতুন করে ধস নামে। ধসের জেরে ব্যহত যান চলাচল।
এবার ধস নামল সেবকে। রবিবার সেবকের ১০ নং জাতীয় সড়কে নতুন করে ধস নামে। ধসের জেরে ব্যহত যান চলাচল।
পূর্ত দফতর ইতিমধ্যেই ধস সরানোর কাজ শুরু করেছে। একমুখী যান চলাচল করছে। শিলিগুড়ির সঙ্গে কালিম্পং এবং সিকিমের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ সেবক।
পূর্ত দফতর ইতিমধ্যেই ধস সরানোর কাজ শুরু করেছে। একমুখী যান চলাচল করছে। শিলিগুড়ির সঙ্গে কালিম্পং এবং সিকিমের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ সেবক।
পাশাপাশি বৃষ্টিপাত কিছুটা কমায় খানিকটা স্বস্তি, জল কমল তিস্তায়! কালিম্পং এবং দার্জিলিংয়ের সংযোগকারী তিস্তা বাজার-পেশক রোড থেকেও নেমেছে জল, তবে ক্ষতিগ্রস্ত রাস্তা। প্রশাসনের অনুমতি না থাকলেও কিছু ছোট গাড়ি ঝুঁকি নিয়ে চলাতল করছে এই রুটে।
পাশাপাশি বৃষ্টিপাত কিছুটা কমায় খানিকটা স্বস্তি, জল কমল তিস্তায়! কালিম্পং এবং দার্জিলিংয়ের সংযোগকারী তিস্তা বাজার-পেশক রোড থেকেও নেমেছে জল, তবে ক্ষতিগ্রস্ত রাস্তা। প্রশাসনের অনুমতি না থাকলেও কিছু ছোট গাড়ি ঝুঁকি নিয়ে চলাতল করছে এই রুটে।
সেই সঙ্গে আজও পূর্ব সিকিমের রেনকের সঙ্গে কালিম্পংয়ের সড়ক যোগাযোগ আজও বন্ধ। পেডং এবং ঋষিখোলার মাঝে একাধিক জায়গায় ধস নামার কারণে বন্ধ সড়ক যোগাযোগ।
সেই সঙ্গে আজও পূর্ব সিকিমের রেনকের সঙ্গে কালিম্পংয়ের সড়ক যোগাযোগ আজও বন্ধ। পেডং এবং ঋষিখোলার মাঝে একাধিক জায়গায় ধস নামার কারণে বন্ধ সড়ক যোগাযোগ।
প্রসঙ্গত, শনিবার পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সংযোগকারী ১১০ নং জাতীয় সড়ক। নতুন করে জাতীয় সড়কে আবার ধস নামে, তার পরেই ১১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, শনিবার পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সংযোগকারী ১১০ নং জাতীয় সড়ক। নতুন করে জাতীয় সড়কে আবার ধস নামে, তার পরেই ১১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।