বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে ‘মির্জাপুর সিজন ৩’। তবে ভক্তদের থেকে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কারণ কিছু ভক্ত মির্জাপুরের এই সিজন নিয়ে বেশ হতাশই হয়েছেন। যদিও সমস্ত কিছুর মাঝে চর্চার শিরোনামে রয়েছেন সলোনি ত্যাগি তথা দাদ্দা ত্যাগির পুত্রবধূ সলোনি ভাবি।

Mirzapur 3: ‘মির্জাপুর সিজন ৩’-র সলোনি ভাবি এখন জাতীয় ক্রাশ; জানেন কি দাদ্দা ত্যাগীর পুত্রবধূর আসল পরিচয়?

বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে ‘মির্জাপুর সিজন ৩’। তবে ভক্তদের থেকে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কারণ কিছু ভক্ত মির্জাপুরের এই সিজন নিয়ে বেশ হতাশই হয়েছেন। যদিও সমস্ত কিছুর মাঝে চর্চার শিরোনামে রয়েছেন সলোনি ত্যাগি তথা দাদ্দা ত্যাগির পুত্রবধূ সলোনি ভাবি।
বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে ‘মির্জাপুর সিজন ৩’। তবে ভক্তদের থেকে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কারণ কিছু ভক্ত মির্জাপুরের এই সিজন নিয়ে বেশ হতাশই হয়েছেন। যদিও সমস্ত কিছুর মাঝে চর্চার শিরোনামে রয়েছেন সলোনি ত্যাগি তথা দাদ্দা ত্যাগির পুত্রবধূ সলোনি ভাবি।
‘মির্জাপুর সিজন ২’-তে দাদ্দার জ্যেষ্ঠ পুত্র ভরত ত্যাগির সঙ্গে বিয়ে হয়েছিল সলোনির। সিজন ৩-তে এই ভূমিকায় দারুণ অভিনয় করে নজর কেড়ে নিয়েছেন তিনি। ফলে আপাতত ন্যাশনাল ক্রাশের তকমাও পেয়ে গিয়েছেন। এই সলোনি ত্যাগীর আসল পরিচয় কি জানা আছে? তাহলে জেনে নেওয়া যাক, সলোনি ত্যাগী তথা সলোনি ভাবির আসল পরিচয়!
‘মির্জাপুর সিজন ২’-তে দাদ্দার জ্যেষ্ঠ পুত্র ভরত ত্যাগির সঙ্গে বিয়ে হয়েছিল সলোনির। সিজন ৩-তে এই ভূমিকায় দারুণ অভিনয় করে নজর কেড়ে নিয়েছেন তিনি। ফলে আপাতত ন্যাশনাল ক্রাশের তকমাও পেয়ে গিয়েছেন। এই সলোনি ত্যাগীর আসল পরিচয় কি জানা আছে? তাহলে জেনে নেওয়া যাক, সলোনি ত্যাগী তথা সলোনি ভাবির আসল পরিচয়!
সলোনি ত্যাগীর চরিত্রে যিনি অভিনয় করেছেন, তাঁর আসল নাম নেহা সরগম। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় তিনি। তবে প্রথমে অবশ্য অভিনয়ে আসতে চাননি নেহা। সঙ্গীতশিল্পী হতে চেয়েছিলেন তিনি। নেহা আদতে বিহারের পটনার বাসিন্দা। মা এবং বোনের সঙ্গে মুম্বইয়ে গিয়ে বাস করতে শুরু করেন অভিনেত্রী। বরাবরই তাঁর দু’চোখে ছিল গায়িকা হওয়ার স্বপ্ন।
সলোনি ত্যাগীর চরিত্রে যিনি অভিনয় করেছেন, তাঁর আসল নাম নেহা সরগম। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় তিনি। তবে প্রথমে অবশ্য অভিনয়ে আসতে চাননি নেহা। সঙ্গীতশিল্পী হতে চেয়েছিলেন তিনি। নেহা আদতে বিহারের পটনার বাসিন্দা। মা এবং বোনের সঙ্গে মুম্বইয়ে গিয়ে বাস করতে শুরু করেন অভিনেত্রী। বরাবরই তাঁর দু’চোখে ছিল গায়িকা হওয়ার স্বপ্ন।
এমনকী, নজর স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রমও করেছিলেন নেহা।ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণও করেছিলেন নেহা। সিজন ৪ পর্যন্ত পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে প্রতিযোগিতা চলাকালীন গলার সংক্রমণের জেরে প্রত্যাখ্যাত হন তিনি। এরপর টেলিদুনিয়ায় আসেন নেহা।
এমনকী, নজর স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রমও করেছিলেন নেহা। ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণও করেছিলেন নেহা। সিজন ৪ পর্যন্ত পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে প্রতিযোগিতা চলাকালীন গলার সংক্রমণের জেরে প্রত্যাখ্যাত হন তিনি। এরপর টেলিদুনিয়ায় আসেন নেহা।
২০১২ সালে ‘রামায়ণ: সবকে জীবন কা আধার’ ধারাবাহিকে সীতার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। টেলি অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়তা লাভও করেছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে অভিনেত্রী কি সিঙ্গেল। কিছু প্রতিবেদন অনুযায়ী, একটা সময় টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেতা নীল ভাটের সঙ্গে সম্পর্কে ছিলেন নেহা সরগম। প্রায় তিন বছর স্থায়ী হয়েছিল তাঁদের সেই সম্পর্ক। যদিও ব্যক্তিগত মতভেদের কারণে তাঁদের সেই প্রেমের সম্পর্ক ভেঙে যায়। ফলে তাঁরা আলাদা হয়েই জীবনে এগিয়ে যান।
২০১২ সালে ‘রামায়ণ: সবকে জীবন কা আধার’ ধারাবাহিকে সীতার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। টেলি অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়তা লাভও করেছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে অভিনেত্রী কি সিঙ্গেল। কিছু প্রতিবেদন অনুযায়ী, একটা সময় টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেতা নীল ভাটের সঙ্গে সম্পর্কে ছিলেন নেহা সরগম। প্রায় তিন বছর স্থায়ী হয়েছিল তাঁদের সেই সম্পর্ক। যদিও ব্যক্তিগত মতভেদের কারণে তাঁদের সেই প্রেমের সম্পর্ক ভেঙে যায়। ফলে তাঁরা আলাদা হয়েই জীবনে এগিয়ে যান।