ঘুরে আসুন এই গ্রামে

North Bengal Trip: হোমস্টের জানালায় অচেনা পাখির মেলা! পাশেই অবাধ্য রঙ্গীতের উচ্ছ্বাস, এই বর্ষায় সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন

*ভালবাসার সঙ্গীকে নিয়ে নির্জনে কোথাও সময় কাটাতে চান? তাহলে তাঁদের জন্য সেরা জায়গা থাপা গাঁও। যাকে বার্ড প্যারাডাইস বলা হয়। পাহাড়, জঙ্গল, নদী আর মেঘের সাম্রাজ্য এখানে। খুূব একটা জনসমাগম হয় না এই থাপা গাঁও।
*ভালবাসার সঙ্গীকে নিয়ে নির্জনে কোথাও সময় কাটাতে চান? তাহলে তাঁদের জন্য সেরা জায়গা থাপা গাঁও। যাকে বার্ড প্যারাডাইস বলা হয়। পাহাড়, জঙ্গল, নদী আর মেঘের সাম্রাজ্য এখানে। খুূব একটা জনসমাগম হয় না এই থাপা গাঁও।
*দার্জিলিংয়ের ভিড়ে যাদের থাকতে ইচ্ছে করে না তাদের জন্য এই থাপা গাঁও সেরা জায়গা। এখানে আপার রেলিংয়ের মধ্যে পড়ে এই জায়গাটি। চারিদিকে নিঝুম শান্ত পরিবেশ। অসংখ্য নাম না জানার পাখির আনাগোনায় মুখরিত হয়ে থাকে গ্রাম।
*দার্জিলিংয়ের ভিড়ে যাদের থাকতে ইচ্ছে করে না তাদের জন্য এই থাপা গাঁও সেরা জায়গা। এখানে আপার রেলিংয়ের মধ্যে পড়ে এই জায়গাটি। চারিদিকে নিঝুম শান্ত পরিবেশ। অসংখ্য নাম না জানার পাখির আনাগোনায় মুখরিত হয়ে থাকে গ্রাম।
*এখানে ঘুম ভাঙবে অজানা সব পাখির ডাকে। জানলায় উঁকি দিয়ে যাবে সুন্দরী সব পাখি। জঙ্গলের মাঝেই রয়েছে জায়গাটি। ঘন কুয়াশা মাখা আকাশে যখন সন্ধে নামে তখন হোমস্টের কটেজে বসে মোমো আর কফি খাওয়ার মজাই আলাদা।
*এখানে ঘুম ভাঙবে অজানা সব পাখির ডাকে। জানলায় উঁকি দিয়ে যাবে সুন্দরী সব পাখি। জঙ্গলের মাঝেই রয়েছে জায়গাটি। ঘন কুয়াশা মাখা আকাশে যখন সন্ধে নামে তখন হোমস্টের কটেজে বসে মোমো আর কফি খাওয়ার মজাই আলাদা।
*যারা প্রকৃতিপ্রেমী তাঁদের এই জায়গা মুগ্ধ করবে তাতে কোনও সন্দেহ নেই। এখানে টেন্টে থাকার ব্যবস্থাও রয়েছে। বিজনবাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে এই জায়গা। পর্যটকদের তেমন আনাগোনা নেই। সেই কারণে হোমস্টের সংখ্যাও খুব কম। তাই আগে থেকে বুক করে আসা ভাল।
*যারা প্রকৃতিপ্রেমী তাঁদের এই জায়গা মুগ্ধ করবে তাতে কোনও সন্দেহ নেই। এখানে টেন্টে থাকার ব্যবস্থাও রয়েছে। বিজনবাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে এই জায়গা। পর্যটকদের তেমন আনাগোনা নেই। সেই কারণে হোমস্টের সংখ্যাও খুব কম। তাই আগে থেকে বুক করে আসা ভাল।
*কাছেই রয়েছে ছোট রঙ্গীত নদী। বর্ষায় ছোট রঙ্গীত নদী আরও উচ্ছ্বল হয়ে ওঠে। নদীর উপরে আবার ছোট একটি ব্রিজ রয়েছে। সেটি পেরিয়ে গেলেই রয়েছে চা বাগান। যার নাম মিম টি এস্টেট। অনেক পর্যটক আবার মিম চা বাগানে থাকেন।
*কাছেই রয়েছে ছোট রঙ্গীত নদী। বর্ষায় ছোট রঙ্গীত নদী আরও উচ্ছ্বল হয়ে ওঠে। নদীর উপরে আবার ছোট একটি ব্রিজ রয়েছে। সেটি পেরিয়ে গেলেই রয়েছে চা বাগান। যার নাম মিম টি এস্টেট। অনেক পর্যটক আবার মিম চা বাগানে থাকেন।
*শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে দার্জিলিং এসে সেখান থেকে গাড়িতে আসা যায়। রেলিং যাওয়ার গাড়িতে আসা যায়। শেয়ার গাড়িতে আসতে একটু বেশি সময় লাগে। তাড়াতাড়ি আসতে চাইলে নিজেরা গাড়ি ভাড়া করে আসতে পারেন আবার হোমস্টেকে আগে থেকে বলে রাখলে তারাও গাড়ি পাঠিয়ে দেয়।
*শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে দার্জিলিং এসে সেখান থেকে গাড়িতে আসা যায়। রেলিং যাওয়ার গাড়িতে আসা যায়। শেয়ার গাড়িতে আসতে একটু বেশি সময় লাগে। তাড়াতাড়ি আসতে চাইলে নিজেরা গাড়ি ভাড়া করে আসতে পারেন আবার হোমস্টেকে আগে থেকে বলে রাখলে তারাও গাড়ি পাঠিয়ে দেয়।