উপরের এই ছুটির তালিকা দেখে বোঝা যাচ্ছে অগাস্ট মাসে দুই দু'বার টানা দুই তিন দিন করে ছুটি থাকছে। অর্থাৎ আগস্ট মাসে রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারী, বিভিন্ন ব্যাঙ্ক কর্মচারী এবং স্কুল, কলেজের পড়ুয়ারা পেতে চলেছেন টানা ছুটি।

WBCHSE Exam Date Sheet Of Class 11 First Semester: বড় খবর! একাদশের প্রথম সেমেস্টারের দিনক্ষণ জানিয়ে দিল সংসদ! কবে থেকে শুরু? জানুন

কলকাতাঃ একাদশ শ্রেণীর সেমেস্টার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম সেমেস্টারে প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা এর সময়সীমা ১ ঘণ্টা ১৫ মিনিটের। প্রথম সেমেস্টার পরীক্ষা শুরু ১৩ ই সেপ্টেম্বর থেকে, চলবে ৩০ এ সেপ্টেম্বর পর্যন্ত। দুপুর ৩টে নাগাদ শুরু হবে পরীক্ষা। যা চলবে বিকেল ৪টে ১৫ মিনিট পর্যন্ত। সমস্ত পরীক্ষার সময় সীমা এক ঘণ্টা 15 মিনিট রাখা হলেও এই নিয়ম ভিস্যুয়াল আর্টস, মিউজিক বা সংগীত ও বৃত্তিমূলক বিষয়গুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এগুলির ক্ষেত্রে পড়ুয়ারা সময় পাবেন 45 মিনিট। অর্থাৎ দুপুর ৩টেয় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ৩টে ৪৫ মিনিটে।

দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু আগামী বছরের ৩রা মার্চ থেকে। শেষ ১৮ই মার্চ। দ্বিতীয় সেমেস্টারের প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে দুঘণ্টা ধরে।  পরীক্ষার সময়সূচী বিজ্ঞপ্তি জারি করে জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি শিক্ষাবর্ষ থেকেই সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুনঃ মোটা টাকার চাকরি! চালক ও সহকারী চালক পদে রেলে নিয়োগ! শীঘ্রই আবেদন করুন

সংসদ আরও জানিয়েছে, প্রথম সেমেস্টারের সাপ্লিমেন্টারি 2025-র ফেব্রুয়ারিতে নিতে পারবে স্কুল। সেখানে পরীক্ষার সময় সীমায় কোনও পরিবর্তন হবে না। সেপ্টেম্বরের প্রথম সেমেস্টারের পরীক্ষা সূচিতে প্রয়োজনে বদলানো হতে পারে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।