Tag Archives: Examination

WBCHSE Exam Date Sheet Of Class 11 First Semester: বড় খবর! একাদশের প্রথম সেমেস্টারের দিনক্ষণ জানিয়ে দিল সংসদ! কবে থেকে শুরু? জানুন

কলকাতাঃ একাদশ শ্রেণীর সেমেস্টার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম সেমেস্টারে প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা এর সময়সীমা ১ ঘণ্টা ১৫ মিনিটের। প্রথম সেমেস্টার পরীক্ষা শুরু ১৩ ই সেপ্টেম্বর থেকে, চলবে ৩০ এ সেপ্টেম্বর পর্যন্ত। দুপুর ৩টে নাগাদ শুরু হবে পরীক্ষা। যা চলবে বিকেল ৪টে ১৫ মিনিট পর্যন্ত। সমস্ত পরীক্ষার সময় সীমা এক ঘণ্টা 15 মিনিট রাখা হলেও এই নিয়ম ভিস্যুয়াল আর্টস, মিউজিক বা সংগীত ও বৃত্তিমূলক বিষয়গুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এগুলির ক্ষেত্রে পড়ুয়ারা সময় পাবেন 45 মিনিট। অর্থাৎ দুপুর ৩টেয় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ৩টে ৪৫ মিনিটে।

দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু আগামী বছরের ৩রা মার্চ থেকে। শেষ ১৮ই মার্চ। দ্বিতীয় সেমেস্টারের প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে দুঘণ্টা ধরে।  পরীক্ষার সময়সূচী বিজ্ঞপ্তি জারি করে জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি শিক্ষাবর্ষ থেকেই সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুনঃ মোটা টাকার চাকরি! চালক ও সহকারী চালক পদে রেলে নিয়োগ! শীঘ্রই আবেদন করুন

সংসদ আরও জানিয়েছে, প্রথম সেমেস্টারের সাপ্লিমেন্টারি 2025-র ফেব্রুয়ারিতে নিতে পারবে স্কুল। সেখানে পরীক্ষার সময় সীমায় কোনও পরিবর্তন হবে না। সেপ্টেম্বরের প্রথম সেমেস্টারের পরীক্ষা সূচিতে প্রয়োজনে বদলানো হতে পারে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

Toughest Exams in the World: বলুন তো, বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা কোনগুলি? পাশ করতে গিয়ে ফেলতে হয় ঘাম… ভারতের কোন কোন EXAM এই তালিকায়?

একজন শিক্ষার্থীর জীবনের অবিচ্ছেদ্য অংশ পরীক্ষা। দ্বাদশ শ্রেণি বা স্নাতক বা স্নাতকোত্তর পড়াশোনার পর ভবিষ্যৎ পরিকল্পনা করছেন কি? উচ্চশিক্ষা হোক বা সরকারি, বেসরকারি সেক্টরের চাকরিতে প্রার্থীদের একাধিক রাউন্ডে (লিখিত/সাক্ষাৎকার বা উভয়) পরীক্ষা দিতে হয়।
একজন শিক্ষার্থীর জীবনের অবিচ্ছেদ্য অংশ পরীক্ষা। দ্বাদশ শ্রেণি বা স্নাতক বা স্নাতকোত্তর পড়াশোনার পর ভবিষ্যৎ পরিকল্পনা করছেন কি? উচ্চশিক্ষা হোক বা সরকারি, বেসরকারি সেক্টরের চাকরিতে প্রার্থীদের একাধিক রাউন্ডে (লিখিত/সাক্ষাৎকার বা উভয়) পরীক্ষা দিতে হয়।
এখানে আমরা বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে ৫টি নিয়ে আলোচনা করব। সারা বিশ্বের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে রয়েছে ভারতেরও একাধিক পরীক্ষা।
এখানে আমরা বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে ৫টি নিয়ে আলোচনা করব। সারা বিশ্বের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে রয়েছে ভারতেরও একাধিক পরীক্ষা।
চিনের গাওকাও পরীক্ষা- বিশ্বের সবথেকে কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। ন্যাশনাল কলেজ এন্ট্রান্স এক্সাম (এনসিইই) বা গাওকাও হল কলেজের প্রবেশিকা পরীক্ষা। বছরে একবার হয়।
চিনের গাওকাও পরীক্ষা- বিশ্বের সবথেকে কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। ন্যাশনাল কলেজ এন্ট্রান্স এক্সাম (এনসিইই) বা গাওকাও হল কলেজের প্রবেশিকা পরীক্ষা। বছরে একবার হয়।
ভারতের IIT JEE Advanced- ভারতের শীর্ষ কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে একটি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (IITs) ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের IIT-JEE অ্যাডভান্সড পরীক্ষা দিতে হয়।
ভারতের IIT JEE Advanced- ভারতের শীর্ষ কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে একটি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (IITs) ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের IIT-JEE অ্যাডভান্সড পরীক্ষা দিতে হয়।
ভারতে সিভিল সার্ভিসেস পরীক্ষা- ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম সিভিল সার্ভিসেস। আইএএস পরীক্ষা হল ভারতীয় প্রার্থীদের জন্য যারা প্রশাসনিক পদে দেশের সেবা করতে চাইছেন। UPSC (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত, সিভিল সার্ভিসেস জাতীয়-স্তরের পরীক্ষা, যা তিন পর্যায়ে হয়, প্রিলিম, মেইনস এবং ইন্টারভিউ। ভারতীয় প্রশাসনিক পরিষেবা (IAS), ভারতীয় পুলিশ পরিষেবাগুলিতে (IPS) প্রার্থীদের নিয়োগ করা হয় এই পরীক্ষা দিয়েই।
ভারতে সিভিল সার্ভিসেস পরীক্ষা- ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম সিভিল সার্ভিসেস। আইএএস পরীক্ষা হল ভারতীয় প্রার্থীদের জন্য যারা প্রশাসনিক পদে দেশের সেবা করতে চাইছেন। UPSC (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত, সিভিল সার্ভিসেস জাতীয়-স্তরের পরীক্ষা, যা তিন পর্যায়ে হয়, প্রিলিম, মেইনস এবং ইন্টারভিউ। ভারতীয় প্রশাসনিক পরিষেবা (IAS), ভারতীয় পুলিশ পরিষেবাগুলিতে (IPS) প্রার্থীদের নিয়োগ করা হয় এই পরীক্ষা দিয়েই।
ভারতের গেট- ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক যোগ্যতা পরীক্ষা বা GATE হল একটি অনলাইন জাতীয়-স্তরের পরীক্ষা যা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (ME), মাস্টার ইন টেকনোলজি (MTech) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IITs), National Institutes of Technology (NITs)-তে সরাসরি পিএইচডি ভর্তির জন্য পরিচালিত হয়।
ভারতের গেট- ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক যোগ্যতা পরীক্ষা বা GATE হল একটি অনলাইন জাতীয়-স্তরের পরীক্ষা যা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (ME), মাস্টার ইন টেকনোলজি (MTech) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IITs), National Institutes of Technology (NITs)-তে সরাসরি পিএইচডি ভর্তির জন্য পরিচালিত হয়।
আমেরিকা এবং কানাডার জিআরই: আমেরিকায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় জিআরই স্কোর দেখা হয়। আমেরিকার এডুকেশন টেস্টিং সার্ভিস (ইটিএস) জিআরই পরীক্ষার দায়িত্বে। আমেরিকা, কানাডা-সহ বিশ্বের বহু দেশের গ্র্যাজুয়েট প্রতিষ্ঠানগুলিতে মাস্টার্স এবং পিএইচডি-তে ভর্তি হতে ‘গ্র্যাজুয়েট রেকর্ড এক্স্যামিনেশনস’ দিতে হয়।
আমেরিকা এবং কানাডার জিআরই: আমেরিকায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় জিআরই স্কোর দেখা হয়। আমেরিকার এডুকেশন টেস্টিং সার্ভিস (ইটিএস) জিআরই পরীক্ষার দায়িত্বে। আমেরিকা, কানাডা-সহ বিশ্বের বহু দেশের গ্র্যাজুয়েট প্রতিষ্ঠানগুলিতে মাস্টার্স এবং পিএইচডি-তে ভর্তি হতে ‘গ্র্যাজুয়েট রেকর্ড এক্স্যামিনেশনস’ দিতে হয়।