Tag Archives: WBCHSE

WB HS Results 2024: উচ্চ মাধ্যমিকের ফলাফলে জয় জয়কার বীরভূমের, আনন্দের ছবি গোটা জেলায়

বীরভূম: আজ প্রকাশিত হল উচ্চমাধ্যমিক এর ফলাফল। পরীক্ষার ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ হয়। আজ সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য। এই বছর মোট ৭ লক্ষ ৫৫ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। এবছর পাশের হার ৯০%। পাস করেছে মোট ৬ লক্ষ ৭৯ হাজার ছাত্রছাত্রী। এবং প্রথম দশের মধ্যে স্থান করেছে মোট ৫৮ জন।  প্রথম স্থান অধিকার করেছে অভীক দাস তার প্রাপ্ত নম্বর ৪৯৬। ১০ মে ছাত্রছাত্রীরা মার্কশিট হাতে পাবে। আর উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিন জয়জয়কার বীরভূমে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, বাড়ল পাশের হার, এ বছর পাশ ৯০ শতাংশ পড়ুয়া

৫০০ এর মধ্যে ৪৯১ পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবন এর ছাত্র সৌমজিৎ নন্দী। বীরভূমে রামপুরহাট থানার অন্তর্ভুক্ত রামরামপুর শান্তি পাড়ার বাসিন্দা সৌমজিৎ। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি গান বাজনা এবং খেলার প্রতি ভালবাসা রয়েছে তার। বাবা কাঞ্চন নন্দী আয়াশ উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক এবং মা তৃপ্তি কুন্ডু সন্ধিপুর প্রাইমারি স্কুলের শিক্ষিকা। বাবা-মায়ের অদম্য সহযোগিতায় আজ সৌমজিৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছে। এর আগে মাধ্যমিক পরীক্ষায় সে কোন স্থান না করলেও ৭০০ এর মধ্যে ৬৭১ নম্বর পাই।

সৌমজিৎ জানাই সারাদিন তার কোনও পড়াশোনা নির্ধারিত সময় ছিল না। যখনই সময় পেত তখনই পড়াশোনা করত সৌম্যজিত। আগামী দিনে বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে সৌমজিৎ এর। পড়াশোনার প্রিয় বিষয় মধ্যে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। ছোট থেকে গান বাজনার প্রতি ভালবাসা থাকলেও মাধ্যমিক পরীক্ষার পর পড়াশোনার চাপে সেই ভাবে আর গানের রেওয়াজ করা হয়ে ওঠে না সৌমজিৎ।  তবে বাড়ির মধ্যেই খেলাধুলা করে সে।

সৌম্যজিত-এর বাবা কাঞ্চন নন্দী জানান “সৌমজিৎ ছোট থেকেই পড়াশোনায় ভাল। মাধ্যমিক পরীক্ষার সময় ভেবেছিলাম ছেলে কোনও একটা স্থান অধিকার করবে তবে সেই সময় স্থান অধিকার না করলেও ভালো ফলাফল করেছিল ছেলে। আমি প্রচন্ডভাবে সহযোগিতা করেছিলাম পড়াশোনা করানোর জন্য এর পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও প্রচন্ডভাবে সহযোগিতা করেছিল।” তিনি আরও বলেন আগামীদিনে ছেলের যা নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে সেই নিয়ে পড়াশোনা করাবেন ছেলেকে।

সৌভিক রায়

WBCHSE HS Toppers List 2024: ছেলেদের থেকে পাশের হারে সামান্য পিছিয়ে মেয়েরা, HS-এর মেধাতালিকায় চমকে দিল প্রতীচী-স্নেহা

কলকাতাঃ মাধ্যমিকের ৬ দিনের মধ্যেই এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ঘোষণা করেন এবারের উচ্চ মাধ্যমিকের ফল। উচ্চ মাধ‍্যমিকে প্রথম অভীক দাস। আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। পেয়েছেন ৪৯৬। মেয়েদের মধ‍্যে যুগ্ম প্রথম প্রতীচী রায় তালুকদার এবং স্নেহা ঘোষ। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯২। প্রতীচী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির এবং স্নেহা চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের পড়ুয়া।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, বাড়ল পাশের হার, এ বছর পাশ ৯০ শতাংশ পড়ুয়া

২০২৪-এ পাশের হার ৯০ শতাংশ। ৬৭৯৭৮৪ পড়ুয়া পাশ করেছেন। এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হারে এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার ৯২.৩২ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। চলতি বছরে গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি। ২০২৩-এ পাশের হার ছিল ৮৯.২৫ শতাংশ। প্রথম ১০ ছিল ৮৭ জন পরীক্ষর্থী। গত বছর পড়ুয়া ছিল ৮ লক্ষ ৫৩ হাজার। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কম এই বছর।

অন্যদিকে, ছাত্রদের শতকরা হার ৪৩.৪৮ ও এবং ছাত্রীদের ক্ষেত্রে শতকরা হার ৫৬.৫৩ শতাংশ। ছাত্রীদের সংখ্যায় ছাত্রদের তুলনায় ১ লক্ষ ৩ হাজার ৫৩ জন বেশি। ২৩৪১ টি পরীক্ষাকেন্দ্র থেকে এই বছর পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে ১৭৬টি কেন্দ্র স্পর্শকাতর। তার জন্য এই কেন্দ্রগুলিতে হ্যান্ড মেড মেটাল ডিটেক্টর থাকবে ও কিছু পরীক্ষাকেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ও থাকবে বলে জানিয়েছিল সংসদ।

West Bengal HS 2024: বড় ঘোষণা! উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু মে মাস থেকে, বিজ্ঞপ্তি জারি শিক্ষা সংসদের

কলকাতাঃ এবার থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে মে মাস থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানাল। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরে যারা একাদশ শ্রেণিতে উঠবেন তাঁদের সময় থেকেই উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি।

আরও পড়ুনঃ ২২ এপ্রিল থেকে শুরু স্কুলের গরমের ছুটি, নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

আর সেই সেমিস্টার পদ্ধতিতেই মে মাস থেকে ক্লাস শুরুর নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।সেমিস্টার ওয়ান ও তিনের ক্লাস শুরু হবে মে মাস এর মাঝামাঝি থেকে, চলবে অক্টোবর মাস পর্যন্ত। আর সেমিস্টার টু ও চার ক্লাস শুরু হবে নভেম্বর থেকে,চলবে এপ্রিল মাস পর্যন্ত।

সেমিস্টার ওয়ান ও সেমিস্টার টু এর পরীক্ষার প্রশ্ন হবে মাল্টিপেল চয়েস টাইপ ও শর্ট প্রশ্ন। সেমিস্টার ওয়ানের পরীক্ষা হবে ওএমআর শিট এ।সেমিস্টার ওয়ান ও সেমিস্টার টু এর প্রশ্ন করবে স্কুলগুলি। অন্যদিকে সেমিস্টার থ্রি ও সেমিস্টার ৪ এর পরীক্ষা নেবে সংসদ। সেমিস্টার থ্রি ও সেমিস্টার ফোরের প্রাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষার নম্বর কাউন্সিল তাদের পোর্টাল এ আপলোড করবে। প্রতি বছর সেমিস্টার ফোরের পরীক্ষা এপ্রিল মাসে হবে। সেমিস্টার ৩ ও সেমিস্টার ৪ এর নম্বর এর ভিত্তিতেই উচ্চ মাধ্যমিক এর মোট নম্বর দেওয়া হবে ছাত্র ছাত্রীদের।

Higher Secondary Examination 2024: সহজ কিছু নিয়ম, উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় মিলবে পুরো নম্বর

পশ্চিম মেদিনীপুর : মাধ্যমিকের সামান্য কয়েকদিন পরেই ছাত্র জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। ছাত্র-ছাত্রীরা বিষয়ভিত্তিক পড়াশোনা নিয়েই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। তবে অন্যান্য বিষয়ের তুলনায় বিজ্ঞান বিভাগে অংক বেশ কঠিন। একদিকে বড় সিলেবাস অন্যদিকে বেশ কিছুদিন এগিয়ে এসেছে পরীক্ষা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বেশ কিছু সাজেশনের বিস্তারিত বর্ণনা দিলেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির কুলবনি হাইস্কুলের অংক বিভাগের শিক্ষক অমিত রায়। একটি নির্দিষ্ট অধ্যায়ের একটি অংকের একটি শর্ট মেথড এবং তার লং প্রসেস তুলে ধরলেন শিক্ষক অমিত রায়।

আরও পড়ুনঃ সেরা অভিনেতা রণবীর, সেরা ছবি 12th Fail! শেষ হাসি হাসলেন কারা? রইল বিজয়ীদের তালিকা

শিক্ষক অমিত রায়ের কথায়, উচ্চমাধ্যমিকে অংক লিখিত পরীক্ষায় মোট ৮০ নম্বরের পরীক্ষা দিতে হয়। যেখানে ১০ নম্বর থাকে মাল্টিপল চয়েজ কোশ্চেন, বাকি ৭০ নম্বর থাকে বড় প্রশ্ন। সেক্ষেত্রে প্রায় প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন থাকে। দু’নম্বর হোক কিংবা বেশি নম্বরে প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রে অথবা দিয়ে থাকে পরীক্ষায়। সারা বছরের পাশাপাশি পরীক্ষার আগের মুহূর্তে প্রতিটি অধ্যায় থেকে বিভিন্ন সূত্র এবং অংক অনুশীলন করা প্রয়োজন।

প্রসঙ্গত একটি অংকের একাধিক সমাধানের উপায় থাকে। একটি শর্ট মেথড এবং অন্যটি লং প্রসেস। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা সেই অধ্যায় এবং অংক সম্পর্কে জ্ঞান এবং অনুশীলন থাকার পর পরীক্ষা কেন্দ্রে শর্ট মেথডে অংকটি করলে সময় বাঁচানো সম্ভব।

পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে প্রথমে যেগুলো সহজ এবং দ্রুত করা সম্ভব তা করে নিতে হবে। এরপর অপেক্ষাকৃত কষ্ট অংকগুলিকে তারপর করতে হবে। সিলেবাস জেনে কোন অধ্যায় থেকে কত নম্বরে প্রশ্ন আসে এবং কোন দাগে অথবা অংক থাকে, তা বিস্তারিত জেনে পরীক্ষা কেন্দ্রে গেলে কোনও অসুবিধায় পড়তে হবে না ছাত্রছাত্রীদের।

রঞ্জন চন্দ

WBCHSE: একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা কবে? স্কুলে স্কুলে বড় নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে স্কুলগুলিতে নেওয়া যাবে স্কুলের পরীক্ষাও। এই মর্মে নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৩ – ২৪ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষাও নিতে পারবেন ওই  দিনগুলিতে।

এই মর্মে রাজ্যজুড়ে স্কুলে স্কুলে নির্দেশিকা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা এগিয়ে আনা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি অপরিবর্তিত রাখা হলেও পরীক্ষা শুরুর সময়সীমা এগিয়ে আনার ব্যাপারে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার! লক্ষ লক্ষ মহিলার জন্য সুসংবাদ! ঘুরে যাবে ‘খেলা’?

দুপুর ১২ টার পরিবর্তে সকাল ৯ঃ৪৫ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলতি বছরের। রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে গত বৃহস্পতিবারই এই নির্দেশিকা দিয়েছে সংসদ। এর সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মঙ্গলবার নির্দেশিকা দিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা যেহেতু এগিয়ে আনা হয়েছে সেক্ষেত্রে স্কুলগুলি একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরীক্ষাও নিতে পারবে।

আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?

দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত পরীক্ষা নিতে পারবে। প্রসঙ্গত এতদিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা থাকত সকাল দশটা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। তারপর স্কুলগুলি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নিত। কিন্তু চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই সময়সীমার পরিবর্তন করে দুপুর বারোটা থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপর গত বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে সেই সময়সীমা এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলগুলিকে জানিয়েছে স্কুলগুলি প্রয়োজন মনে করলে ওই দিনগুলিতে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নিতে পারবে।প্রসঙ্গত স্কুল গুলি তাদের নিজেদের স্কুলেই এই বার্ষিক পরীক্ষা নেয় ছাত্র-ছাত্রীদের। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণি বার্ষিক পরীক্ষার নম্বর স্কুল থেকে চেয়ে নেয়। তবে এ বছর এখনও পর্যন্ত বার্ষিক পরীক্ষার নম্বর স্কুলগুলি থেকে চাওয়া হবে কি না, তা নিয়ে কোনও অবস্থান নেয়নি সংসদ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার সময়সীমাও এগিয়ে আনা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকলেও সকাল নটা ৪৫ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু করা হবে। এই মর্মেও ইতিমধ্যেই নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯ঃ৪৫ থেকে দুপুর একটা পর্যন্ত হবে মাধ্যমিক পরীক্ষা। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। অন্যদিকে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়