ঘরে আসবে ইতিবাচক শক্তি, পরিবারের হবে মঙ্গল, তবে আগে জানতে হবে তুলসী গাছ কোন দিকে লাগাবেন

Tulsi Plant Vastu Tips: তুলসিগাছ রাখুন শুধু বাড়ির এই দিকেই! তুলসিগাছের কাছে এই গাছ রাখলেই সংসারে আসবে ঘোর অনর্থ ও চরম বিপদ

গৃহস্থের বাড়িতে তুলসিগাছ সব সময়ই অর্থসম্পদ, শ্রী, সুখসমৃদ্ধির প্রতীক৷ বাড়িতে তুলসিগাছ থাকলে এর যত্ন নেওয়া একান্ত প্রয়োজনীয়৷ সেইসঙ্গে মেনে চলতে হবে কিছু নিয়মও৷
গৃহস্থের বাড়িতে তুলসিগাছ সব সময়ই অর্থসম্পদ, শ্রী, সুখসমৃদ্ধির প্রতীক৷ বাড়িতে তুলসিগাছ থাকলে এর যত্ন নেওয়া একান্ত প্রয়োজনীয়৷ সেইসঙ্গে মেনে চলতে হবে কিছু নিয়মও৷

 

তুলসিগাছ বাড়িতে রাখলে এই নিয়মগুলি পান না করলে সংসারে নেমে আসতে পারে ঘোর অনর্থ এবং চরম বিপদ৷ বলছেন জ্যোতিষ বিশারদ কল্পেশ শাহ৷
তুলসিগাছ বাড়িতে রাখলে এই নিয়মগুলি পান না করলে সংসারে নেমে আসতে পারে ঘোর অনর্থ এবং চরম বিপদ৷ বলছেন জ্যোতিষ বিশারদ কল্পেশ শাহ৷

 

তুলসিগাছ সব সময় বাড়ির উত্তর, পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখুন৷ পবিত্র এই গাছকে রাখতে পারেন বাড়ির উঠোনের কেন্দ্রীয় অবস্থানেও৷
তুলসিগাছ সব সময় বাড়ির উত্তর, পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখুন৷ পবিত্র এই গাছকে রাখতে পারেন বাড়ির উঠোনের কেন্দ্রীয় অবস্থানেও৷

 

তুলসিগাছের নীচে যেন নোংরা না জমে, সেদিকে খেয়াল রাখবেন৷ সেখানে আগাছা জন্মাতে দেবেন না৷ তুলসিগাছের শুকনো পাতাও যেন পায়ের নীচে না পড়ে, সেদিকে খেয়াল রাখুন৷
তুলসিগাছের নীচে যেন নোংরা না জমে, সেদিকে খেয়াল রাখবেন৷ সেখানে আগাছা জন্মাতে দেবেন না৷ তুলসিগাছের শুকনো পাতাও যেন পায়ের নীচে না পড়ে, সেদিকে খেয়াল রাখুন৷

 

তুলসিগাছের কাছে কোনও কাঁটাজাতীয় গাছ জন্মাতে দেবেন না৷ স্নান সেরে দুপুর ১২ টা অর্থাৎ মধ্যাহ্নের আগেই তুলসিগাছে জল দিন৷ সবথেকে ভাল হয় যদি ভোরে জল দিতে পারেন এই গাছে৷
তুলসিগাছের কাছে কোনও কাঁটাজাতীয় গাছ জন্মাতে দেবেন না৷ স্নান সেরে দুপুর ১২ টা অর্থাৎ মধ্যাহ্নের আগেই তুলসিগাছে জল দিন৷ সবথেকে ভাল হয় যদি ভোরে জল দিতে পারেন এই গাছে৷

 

অন্ধকার কোণে নয়৷ বাড়ির আলোকিত অংশে যেখানে হাওয়া বাতাস খেলে সেখানে সব সময় তুলসিগাছ রাখুন৷
অন্ধকার কোণে নয়৷ বাড়ির আলোকিত অংশে যেখানে হাওয়া বাতাস খেলে সেখানে সব সময় তুলসিগাছ রাখুন৷

 

রবিবার, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের দিন কখনওই তুলসিগাছে জল দেবেন না৷ তুলসিপাতাও তুলবেন না
রবিবার, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের দিন কখনওই তুলসিগাছে জল দেবেন না৷ তুলসিপাতাও তুলবেন না

 

শুকনো তুলসিগাছ বাড়িতে না রেখে নদী, পুকুরে বিসর্জন দিন৷ পরিবর্তে নতুন তুলসিগাছ রোপণ করুন বাড়িতে৷
শুকনো তুলসিগাছ বাড়িতে না রেখে নদী, পুকুরে বিসর্জন দিন৷ পরিবর্তে নতুন তুলসিগাছ রোপণ করুন বাড়িতে৷