ট্রাম্পের উপর হামলার সময়

Donald Trump Shot Viral Video: ভরা সভায় ট্রাম্পকে গুলি করল কে? প্রকাশ্যে পরিচয়, দেখুন সেই মুহূর্তের হাড়হিম ভিডিও

পেনসেলভেনিয়া: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভায় গুলি আততায়ীর। শনিবার (মার্কিন সময়) পেনসেলভেনিয়ায় রিপাবলিকান দলের নির্বাচনী সভা ছিল। সেখানে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। সেই সময় এক আততায়ী গুলি চালাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে নিচু হয়ে যেতে দেখা যায় ট্রাম্পকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ট্রাম্পকে উদ্দেশ্য করে গুলিচালনার সেই ভিডিও।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প পেনসেলভানিয়ার বাটলারে গুলি চালনার ঘটনায় আহত হয়েছেন। তবে তিনি সুরক্ষিত রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ‘আমার ডান কানের উপরের অংশ ভেদ করে বুলেট চলে যায়।’। জানা গিয়েছে, ট্রাম্পের উপর হামলা চালানো ওই যুবকের নাম টমাস ম্যাথিউ ক্রুকস ৷ বছর কুড়ির ওই যুবক ঘোষিত ট্রাম্প ও রিপাবলিক পার্টির বিরোধী ৷ এর আগেও বিভিন্ন সময় ভিডিওবার্তায় ট্রাম্পের সমালোচনা করতে দেখা গিয়েছে তাকে ৷

আরও পড়ুন: ডেঙ্গির বাড়বাড়ন্ত, দামি দামি মশার তেল-ধূপ নয়; পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না

উল্লেখ্য, নির্বাচনী প্রচারে পেনসিলভেনিয়ায় সেখানকার স্থানীয় সময় শনিবারে এক জনসভায় গিয়েছিলেন ট্রাম্প ৷ মঞ্চে কথা বলতেও শুরু করেন৷ সে সময়েই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ক্রুকস ৷ যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায় ৷ দেখা যায়, ট্রাম্পের ডান কান গড়িয়ে রক্ত পড়ছে ৷ প্রাণে বেঁচে গিয়েছেন ট্রাম্প ৷

আরও পড়ুন: লোকে বলে ‘দুঃখের বৃক্ষ’, উপকার শুনলে আনন্দই-আনন্দ! আয়ুর্বেদের ‘মহৌষধ’ এই পাতা

আগামী ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী। তারই প্রচারে সভা করছিলেন পেনসেলভেনিয়ায়। সেখানে বন্দুকবাজের এই হানা। সমাজমাধ্যমে ওই ঘটনাস্থলের একাধিক ছবিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, ট্রাম্পকে সরিয়ে নিয়ে যাওয়ার পর মঞ্চে রক্ত লেগে রয়েছে।