ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনায় প্রতিক্রিয়া জানালেন এলন মাস্ক

Donald Trump Shooting incident: ডোলাল্ড ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনায় এবার মার্কিন যুক্তরারাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রধানের ইস্তফা চাইলেন এলন মাস্ক

পেনসেলভেনিয়া: শনিবার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সভায় গুলি চলেছিল৷ অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রাম্প৷ সূত্রের খবর অনুযায়ী, পেনসিলভেনিয়ায় ক্যাম্পেন চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতির উপর গুলি চলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পান তিনি৷ কান ঘেষে সেই গুলি চলে যায়৷ ছবিকে তাঁর কান থেকে রক্ত ঝরতেও দেখা যায়৷ এই নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে৷

আরও পড়ুন: শনিবার ভূখণ্ডে ইজরায়েলের হানায় নিহতের সংখ্যা প্রায় ৭০, এসেছে শিশু মৃত্যুর খবরও, আহত বহু, বিশ্ব জুড়ে আবারও শুরু হয়েছে নিন্দার ঝড়

এই প্রসঙ্গে টেক বিলিনিয়ার এলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রসঙ্গে রীতিমতো সমালোচনা করেছেন৷ শনিবারই মাস্ক তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছেন “আমি ট্রাম্পকে সম্পূর্ণ সমর্থন করছি৷ আশা করি খুব তাড়াতাড়ি তিনি ভাল হয়ে উঠবেন৷’’ অন্য আরও একটা পোস্টে তিনি লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের প্রধানকে এই ঘটনার জন্য পদত্যাগ করা উচিত৷

ট্রাম্পের প্রচারকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রাম্প এখন ভাল আছেন, সুস্থ হয়ে উঠছেন৷ তাঁদের পক্ষ থেকে একটা বিবৃতিও জারি করা হয়েছিল, “প্রেসিডেন্ট ট্রাম্প এই কাজের জন্য আইন প্রণেতাদের এবং যে নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।”

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই মামলার নিন্দা করেছেন৷ তিনি বলেন, আমেরিকায় কোথাও এই ধরনের হিংসার কোনও স্থান নেই। এটা অসুস্থতার পরিচয়।”

আরও পড়ুন:মোদি-পুতিনের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে কোন কোন সুবিধা পাচ্ছে ভারত?

প্রত্যক্ষদর্শীরা অনেকেই জানিয়েছে, সমাবেশের ডানদিক থেকে গুলির চালানোর শব্দ শোনা যায়। তারপর সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্টরা পোডিয়ামে ছুটে যান৷ আহত ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়৷

বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সমাবেশের ডানদিকের সাদা বাড়ির ছাদে একজনকে বন্দুক হাতে নিয়ে উঠতে দেখা গিয়েছিল৷ জানা গিয়েছে ট্রাম্পের উপর হামলাকারী যুবকের নাম টমাস ম্যাথিউ ক্রুকস৷ বছর কুড়ির ওই যুবক ট্রাম্প ও রিপাবলিকান পার্টির ঘোষিত বিরোধী৷ নানা ভিডিওতে তাঁকে ট্রাম্পের সমালোচনা করতে দেখা গিয়েছে৷